চেক প্রজাতন্ত্রের ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Foreign languages Czech Republic.jpg

চেক ভাষা চেক প্রজাতন্ত্রের সরকারি ভাষা। দেশের প্রায় ৯৬% লোক চেক ভাষাতে কথা বলে। চেক প্রজাতন্ত্রে প্রচলিত অন্যান্য ভাষার মধ্যে আছে জার্মান ভাষা (বাভারীয় উপভাষা এবং আদর্শ জার্মান), পোলীয় ভাষা, জিপসি ভাষা বা রোমানি ভাষাইংরেজি ভাষা, রুশ ভাষাজার্মান ভাষা আন্তর্জাতিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়।

বহিঃসংযোগ[সম্পাদনা]