মুহাম্মদ রিদা আল-মুজাফফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুহাম্মদ রিদা আল-মুজাফফর
জন্ম
محمد رضا المظفر

১৯০৪
নাজাফ, ইরাক
মৃত্যু১৯৬৪ (৬০ বছর)
নাজাফ, ইরাক
প্রধান আগ্রহ
ফিকহ, উসূল আল-ফিকহ, ধর্মতত্ত্ব, যুক্তিবিজ্ঞান, ইসলামি দর্শন

মুহাম্মদ রিদা আল-মুজাফফর (আরবি: محمد رضا المظفر, ১৯০৪ - ১৯৬৪) ছিলেন একজন শিয়া মারজা',[১] দার্শনিক এবং আইনজ্ঞ। ইসলামি বিজ্ঞানের উপর তাঁর লিখিত বইয়ের নাম উসূল আল-ফিকহ (বাংলা: আইনশাস্ত্রের নীতিমালা)। এটি শিয়া মারজার আগা শায়খ মুহাম্মদ হোসেন ইস্পাহানির চিন্তাধারা অনুসারে রচিত।

জীবনী[সম্পাদনা]

মুজাফফরের পরিবারকে নাজাফের একটি বিশিষ্ট পরিবার হিসেবে গণ্য করা হত। তার পরিবারে অনেক পণ্ডিত ও দ্বীনি জ্ঞানী পুরুষের আবির্ভাব হয়েছে। হিজরীর দ্বাদশ শতাব্দী থেকে তাদের অধিকাংশই ওই শহরে মুজাফফর নামে পরিচিত। তার কিছু আত্মীয় ইরাকের বসরার বাসিন্দা এবং আল-জাজাইরে বসবাস করেন। তার পিতার নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তিনি একজন আইনবিদ এবং মুজতাহিদ ছিলেন। তার পিতাও নাজাফে জন্মগ্রহণ করেন এবং শিক্ষা লাভ করেন। তিনি তার যৌবন অধ্যয়নের মধ্যে অতিবাহিত করেছিলেন। তিনি শারাঈ আল- ইসলামের বইয়ের উপর একটি অত্যন্ত ব্যাপক তাফসীর লিখেছেন যাকে তিনি তাওহিদ আল-কালাম নামে অভিহিত করেছেন। তার অন্যতম কৃতিত্ব ছিল "মন্তাদা আল নাশার" প্রতিষ্ঠা। এছাড়াও তিনি নাজাফ বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্র ( ফিকাহ[২] অনুষদ প্রতিষ্ঠা করেন যার মধ্যে[৩] ফিকাহ, শিয়া আইনশাস্ত্র ইত্যাদি কোর্স অন্তর্ভুক্ত রয়েছে।[৪]

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

মুহাম্মদ রিদা আল-মুজাফফর ১৩২২ হিজরি (১৯০৪ খ্রিস্টাব্দ) শা'বানের পঞ্চম তারিখে জন্মগ্রহণ করেন। তার জন্মের আগে তার পিতা মারা যান। তাই তার ভাই আবদুন-নবী তাকে লালন-পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত হন। মুহাম্মদ রিদা নাজাফের পাণ্ডিত্যপূর্ণ পরিবেশে বড় হয়েছেন। অনেক উলামায়ে কেরামের মতো তিনি বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেছিলেন।[৫][৬]

মতামত[সম্পাদনা]

উসুল আল ফিকহ, যুক্তিবিদ্যা এবং ফিকহের মতো ইসলামী শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে তার অনেক মতামত রয়েছে।

উসুল আল-ফিকহ[সম্পাদনা]

উসূলের ক্ষেত্রে তাঁর উদ্ভাবনের একটি হল উসূলের বিষয়ে নতুন বিভাগ উপস্থাপন করা। তাঁর শিক্ষক মুহাম্মদ হুসেইন ইস্পাহানির চিন্তাধারা অনুসারে, মুজাফফর বিষয়গুলিতে নতুন শৃঙ্খলায় বিশ্বাসী। যেমন আলফাজের বিভাজনে তাঁর আগে ইশতিঘা (উৎপাদন) বিষয় নিয়ে আলোচনা করতে হবে, ভূমিকা নিয়ে নয়। ফলস্বরূপ, তিনি বিষয়গুলিকে চারটি বিভাগে বিভক্ত করেছেন: আলফাজ, যুক্তিবাদী আলোচনা ( মাবাহিত আকলিয়্যাহ ), হুজ্জাত, উসুল আমালিয়্যাহ (ব্যবহারিক নীতি)।[৭]

কর্মসমূহ[সম্পাদনা]

  • উসূল আল-ফিকহ
  • আল-মানতিক [উইকিউপাত্ত]
  • কেফায়াত আল-ওসুল
  • হিস্ট্রি অব ইসলাম (বাংলা: ইসলামের ইতিহাস)
  • ফিলোসফি অব ইবনে সিনা (বাংলা: ইবনে সিনার দর্শন)
  • সাগিফেহ
  • ফিলোসফি অব ইমাম আলী (বাংলা: ইমাম আলীর দর্শন)
  • শায়খ তৌসী, দ্যা এস্টাবলিশার অব নাজাফ সেমিনারি
  • আকাইদ আল-ইমামিয়া[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ulema Biographies & details"www.islam-laws.com। সংগ্রহের তারিখ ২০১৬-১০-৩০ 
  2. "Glimpses into the Life of Ayatullah Shaykh Muhammad Reza al-Muzaffar || Imam Reza (A.S.) Network"। ২০১৬-০৩-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১০-৩০ 
  3. "پیشگامان تقریب: شیخ محمد رضا مظفر "اصلاح گر حوزه ها"" 
  4. Seyed Javad Miri (২০১০)। Reflections on the Social Thought of Allama M.T. Jafari: Rediscovering the Sociological Relevance of the Primordial School of Social Theory। Rowman & Littlefield। পৃষ্ঠা 2। আইএসবিএন 9780761851912 
  5. Allamah Muhammad Rida Al Muzaffar (১৯৮৯)। The faith of Shia Islam। Ansariyan Qum। পৃষ্ঠা 83–86। 
  6. "The Beliefs of Shia Islam - Chapter 7" 
  7. Mostafa Malakian। Genealogy of subjects in Usul fiqhNaghd va Nazar  {{cite book}}: |magazine= ignored (help)
  8. "'Aqa'ed al-Imamiah' by Allama Muzzafar published in Italian | IBNA"। ৬ ফেব্রুয়ারি ২০১৫। ৭ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৪