বিষয়বস্তুতে চলুন

মুহাম্মদ তরিকুল ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুহাম্মদ তরিকুল ইসলাম
জন্ম২০০৪
জাতীয়তা বাংলাদেশ
শিক্ষামারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা
কর্মজীবন২০২২ –বর্তমান
পরিচিতির কারণআন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কুরআন মুখস্তকারী
টেলিভিশনবাংলাভিশন
পিতা-মাতা
  • মো. আবু বকর সিদ্দিক (পিতা)

মুহাম্মদ তরিকুল ইসলাম একজন বাংলাদেশি কুরআনের হাফেজ। তিনি ২০১৭ সালে দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ২১ তম আসরে কুরআন তিলাওয়াতে প্রথম স্থান অর্জন করেন।[][] এই প্রতিযোগিতায় বিশ্বের ১০৩টি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করে।[] এছাড়াও তিনি এই আয়োজনের 'সুরেলা কণ্ঠ’ ক্যাটাগরিতেও চতুর্থ হয়েছেন। সব মিলিয়ে তিনি আড়াই লাখ দিরহাম (প্রায় ৫৬ লাখ টাকা) অর্থমূল্যের পুরস্কার পেয়েছেন।[]

জীবনী

[সম্পাদনা]

তরিকুল ইসলাম ২০০৪ সালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামে জন্মগ্রহন করে। তার পিতার নাম মো. আবু বকর সিদ্দিক, তিনি একজন অবসরপ্রাপ্ত হাইস্কুল শিক্ষক, বর্তমানে ঢাকায় একটি মসজিদে ইমামতি করেন। তার মা একজন গৃহিণী, তার গ্রাম মালিগাঁও-তে পরিবারের সাথেই অবস্থান করেন। তরিকুল তার সাত ভাই বোনের মধ্যে তরিকুল পঞ্চম সন্তান। তিনি ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাজুত তাহফিল ইন্টারন্যাশনাল মাদরাসায় পড়াশোনা করেন।[] এই মাদ্রাসায় তিনি হাফেজ নেছার আহমদ আন নাছিরীর নিকট কুরআন তিলাওয়াত শিখছেন।[][] এর পাশাপাশি তিনি আলিয়া মাদ্রাসায়ও পড়াশোনা করছেন।

পুরস্কার

[সম্পাদনা]

বাংলাদেশের অভ্যন্তরীণ জাতীয় পর্যায়ের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে তিনি কুরআন তিলাওয়াতের আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ করেছে। তার প্রাপ্ত পুরস্কারসমূহ:

  • ২০১৪ সালে মাছরাঙা টেলিভিশনে ‘আল কোরআনের আলো’ প্রতিযোগিতায় ২য় স্থান।
  • ২০১৫ সালে বাংলাভিশনে ‘পবিত্র কোরআনের আলো’ প্রতিযোগিতায় ৬ষ্ঠ স্থান।
  • ২০১৭ সালে এনটিভিতে পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ৫ম স্থান।[]
  • ২০১৭ সালে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের ‘জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায়’ ২য় স্থান।
  • ২০১৭ সালে দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াতে ১ম স্থান।[]
  • ২০১৭ সালে দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সুরেলা কণ্ঠ’ ক্যাটাগরিতেও ৪র্থ স্থান।[]
  • ২০১৮ সালে কুয়েত আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ৯ম স্থান।[]


আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ইসলাম মাছুম, ছাইফুল। "দেশের গর্ব ১৩ বছর বয়সি হাফেজ তরিকুল"Risingbd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩ 
  2. "ঢাকায় পৌঁছেছেন বিশ্বজয়ী হাফেজ তরিকুল"জাগে নিউজ। ২০১৬-০৬-১৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৬ 
  3. "বিশ্বজয়ী হাফেজ তারিকুলকে বিমানবন্দরে সংবর্ধনা (ভিডিও)"RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৫ 
  4. Dhakatimes24.com। "কোরআন প্রতিযোগিতা জিতে বাংলাদেশি বালক পেল ৫৩ লাখ টাকা"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১৬ 
  5. "বিশ্বজয়ী হাফেজ তরিকুলের সঙ্গে সেলফি তোলার হিড়িক"আওয়ার ইসলাম। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩ 
  6. QOWMIPEDIA। "হাফেজ মুহাম্মদ তরিকুল ইসলাম"QOWMIPEDIA (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৩ 
  7. https://www.jagonews24.com/amp/420820  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)