মোহাম্মাদ জাকারিয়া
মোহাম্মাদ জাকারিয়া | |
---|---|
হাফেজ জাকারিয়া | |
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশ |
কর্মজীবন | ২০০৯–বর্তমান |
পরিচিতির কারণ | আন্তর্জাতিক পুরুস্কারপ্রাপ্ত কুরআন মুখস্তকারী |
টেলিভিশন | বাংলাভিশন |
উপাধি | পবিত্র কুরআনের আলো প্রতিযোগিতায় বিজয়ী |
পিতা-মাতা |
|
পুরস্কার | পবিত্র কোরআন পদক, পবিত্র কুরআনের আলো বিজয়ী |
মোহাম্মাদ জাকারিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বারংবার বিজয়ী বাংলাদেশি কুরআন মুখস্তকারী।[১] তিনি ২০১৪ সালে সর্বোচ্চ সুন্দর কোরআন তেলওয়াতকারী হিসেবে মিশরে আন্তর্জাতিক পবিত্র কোরআন পদক প্রাপ্ত হাফেজ।[২] ২০১৫ সালে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজে তৃতীয় ও ক্বিরাতে প্রথম স্থান লাভ করেন।[১]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মোহাম্মাদ জাকারিয়া ১ সেপ্টেম্বর ২০০২ সালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইসলামপুর গ্রামে তার নানা বাড়ীতে জন্মগ্রহণ করেন, তার দাদা বাড়ী ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়।[২] তিনি মাত্র আড়াই বছরে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হন[তথ্যসূত্র প্রয়োজন], এবং ২০১১ সালে কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাত্র ৯ বছর বয়সে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন।[৩]
শিক্ষা ও কর্মজীবন
[সম্পাদনা]মোহাম্মাদ জাকারিয়া বর্তমানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম -এ কুরআনিক বিজ্ঞান ও ইসলামি বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত আছেন। মোহাম্মদ জাকারিয়া গুলশান সেন্ট্রাল মসজিদে খতমে তারাবি, এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রমজানের শেষ দশকে ‘কিয়ামুল লাইল’-এর ইমামতি করে আসছেন,একই সঙ্গে তিনি ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত মাহাদু উলুমিল কুরআন মাদ্রাসায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।[২]
পুরস্কার ও সম্মাননা
[সম্পাদনা]মোহাম্মাদ জাকারিয়া ২০১১ সালে কাতারে অনুষ্ঠিত ক্বিরাত প্রতিযোগিতায় চতুর্থ স্থান। ২০১৩ সালে জর্দানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান। ২০১৪ সালে মিশরে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান। ২০১৬ সালে কুয়েতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করে।[৪] একই বছর বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিফজ ও ক্বিরাতে প্রথম স্থান অর্জন করে। ২০১৭ সালে সুদানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় হিফজ ও তাফসির বিভাগে ৪র্থ স্থান অর্জন করে।[৫] ২০১৯ সালে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সান্ত্বনা পুরস্কার অর্জন করে। এছাড়াও তিনি বাংলাদেশের বিভিন্ন হিফজ ও ক্বিরাত প্রতিযোগীতায় সুনামের সাথে উত্তীর্ণ হন।[৫][৬]২০২৩ সালে ইন্দোনেশিয়া কালিমানতানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান।[৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "কেরাত প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ জাকারিয়ার বিরল রেকর্ড"। বাংলাদেশ প্রতিদিন। ২০১৮-০১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৬।
- ↑ ক খ গ "বিদেশের কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ হাফেজ জাকারিয়া"। Barta24। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৬।
- ↑ "বিশ্ব কুরআন প্রতিযোগিতায় এবারো প্রথম বাংলাদেশি হাফেজ | Deshebideshe"। www.deshebideshe.com। ২০১৮-১২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৬।
- ↑ "কুয়েতের কোরআন প্রতিযোগিতায় লড়ছেন বাংলাদেশের কিশোর হাফেজ জাকারিয়া"। amarbarta24.com। ২০১৬-১২-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৬।
- ↑ ক খ "সুদান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ জাকারিয়া"। banglanews24.com। ২০১৮-০৯-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৬।
- ↑ "বিশ্ববিজয়ী কুরআনে হাফেজকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদানের আহ্বান"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৬।
- ↑ "বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন হাফেজ জাকারিয়া"। দেশ টিভি। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৯, ২০২৩।