বিষয়বস্তুতে চলুন

মুরুদেশ্বর

স্থানাঙ্ক: ১৪°৫′৩৭.০২″ উত্তর ৭৪°২৯′১.৭৭″ পূর্ব / ১৪.০৯৩৬১৬৭° উত্তর ৭৪.৪৮৩৮২৫০° পূর্ব / 14.0936167; 74.4838250
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুরুদেশ্বর
ಮುರುಡೇಶ್ವರ (মুরুদেশ্ভ়র)
শহর
মুরুদেশ্বর মন্দিরের গোপুরম ও শিব মূর্তি
মুরুদেশ্বর মন্দিরের গোপুরম ও শিব মূর্তি
মুরুদেশ্বর কর্ণাটক-এ অবস্থিত
মুরুদেশ্বর
মুরুদেশ্বর
কর্ণাটকে মুরুদেশ্বরের অবস্থান
স্থানাঙ্ক: ১৪°৫′৩৭.০২″ উত্তর ৭৪°২৯′১.৭৭″ পূর্ব / ১৪.০৯৩৬১৬৭° উত্তর ৭৪.৪৮৩৮২৫০° পূর্ব / 14.0936167; 74.4838250
রাষ্ট্র India
রাজ্যকর্ণাটক
জেলাউত্তর কন্নড় জেলা
ভাষা
 • সরকারীকন্নড়
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৫৮১৩৫০
টেলিফোন কোড০৮৩৮৫
যানবাহন নিবন্ধনকে.এ.-৪৭(KA-47)

মুরুদেশ্বর,দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার ভটকল তহশিলের একটি অতিপরিচিত শহর৷ মুরুদেশ্বর হিন্দুদেবতা শিবের অপর নাম৷ আরব সাগরের তীরে অবস্থিত শহরটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিব মূর্তি ও মুরুদেশ্বর মন্দিরের জন্য বিখ্যাত৷ মুরুদেশ্বর রেলওয়ে স্টেশনটি ম্যাঙ্গালোর থেকে মুম্বাই অবধি বিস্তৃৃত কোঙ্কণ রেলপথের অন্তর্গত৷

নামকরণ ও পৌরাণিক কথা

[সম্পাদনা]
মুরুদেশ্বর মন্দিরের বাইরের শিবমূর্তি

মুরুদেশ্বর নামটি রামায়ণের সমসাময়িক বলে অনুমান করা হয়৷

হিন্দু দেব-দেবীরা আত্মালিঙ্গ প্রকারের দিব্যপ্রতীকের পূজার্চনার মাধ্যমে অমরত্ব লাভ করতেন৷ তেমনই লঙ্কার রাজা রাবণ অমরত্বলাভের ইচ্ছায় শিবের আত্মার প্রতীক আত্মালিঙ্গ পূজনে ব্রতী হন৷ ফলে রাবণ শিবের নিত্যপূজা শুরু করেন৷ মহেশ্বর সন্তুষ্ট হয়ে তাঁকে বরদান করেন ও রাবণ তাঁর থেকে আত্মালিঙ্গ প্রাপ্তির ইচ্ছা প্রকাশ করে৷ শিব সম্মতিদান করেন ও পুর্বসতর্ক করেন যেন রাবণ এই মূর্তি তাঁর রাজ্যে গিয়েই স্থাপিত করেন, নতুবা এই লিঙ্গ যেখানে ভূস্পর্শ করবে সেখানেই স্থায়ী হয়ে যাবে৷ এই বরদান পেয়ে আত্মালিঙ্গসহ রাবণ নিজ রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন৷

শ্রী বিষ্ণু সমগ্র ঘটনাটি সম্পর্কে অবগত হন ও রাবণের অমরত্বপ্রাপ্তির ফলাফল উপলব্ধি করেন৷ তিনি শিবপুত্র গণেশকে প্রেরণ করেন যেন রাবণ এই আত্মালিঙ্গ কখনোই নিজরাজ্যে প্রতিষ্ঠিত করতে না পারে৷ স্কন্দপুর্বজ জানতেন রাবণ কখনো তার সান্ধ্য-আহ্নিক সব দৈনিক অন্যান্য পূজার কাজ অসম্পূর্ণ রাখেন না৷ এই সুযোগই তিনি ব্যবহার করেন আত্মালিঙ্গ পুণরুদ্ধারের জন্য৷

লঙ্কেশ্বরের যাত্রাপথে গোকর্ণের নিকট উপস্থিত হলে বিষ্ণু মায়াবলে ছদ্মসূর্যাস্ত ও সান্ধ্য আবহাওয়ার প্রকাশ ঘটান৷ এমন সময় রাবণের সান্ধ্য-আহ্নিকের কথা স্মরণ হয় ও শিবদত্ত আত্মালিঙ্গের ভুনিবেশের কথা মনে করে বিচলিত হন৷ এমন সময় শ্রীশশিবর্ণ নাম্নী ব্রাহ্মণবালকবেশে গণেশ এসে উপস্থিত হলে রাবণ পূজার্চনার কাজ সম্পন্ন না হওয়া অবধি তাঁকে আত্মালিঙ্গের দায়িত্ব প্রদান করেন৷ শ্রীবিনায়ক এই শর্তে রাজী হন যে তিনি রাবণকে তৃৃতীয়বার ডাকির পর ও না এলে তিনি দায়িত্বসারা হবেন৷

যথাপি রাবণ ফিরে এসে দেখেন আত্মালিঙ্গটি ভূস্থাপিত হয়েছে৷ কেশব তখন পুনরায় তার মায়ার নিষ্পত্তি ঘটালে সূর্যোদয় ঘটে৷ রাবণ তার প্রতি হওয়া ছলনার কথা বুঝতে পারেন ও লিঙ্গ উদ্ধারের চেষ্টা করলে কিছু টুকরো এদিক ওদিক ছড়িয়ে পড়ে৷ তেমনই একটি টুকরো সুরাৎকলে এসে পড়ে ও প্রতিষ্ঠা পায় সদাশিব মন্দির৷ পরে তিনি লিঙ্গমুখারকটি নষ্ট করার চেষ্টা করলে তা ৩৭ কিলোমিটার দূর সজ্জেশ্বরে পতিত হয়৷ আবরকের নিম্নাংশ ১৬ ও ১৯ কিলোমিটার দূরে গুণেশ্বর ও ধরেশ্বরে পতিত হয়৷

অন্তিমে রাবণ আত্মালিঙ্গের বস্ত্র ছুড়ে ফেলেন যা কণ্ডুকাগিরি অঞ্চলের মৃৃধেশ্বরে পতিত হয়, এই মৃৃধেশ্বর কালক্রমে মুরুদেশ্বর নামে পরিণত হয়৷

চিত্তাকর্ষক স্থান

[সম্পাদনা]
বিংশতিতলবিশিষ্ট মুরুদেশ্বর শিব মন্দিরের সুউচ্চ গোপুরম
  • মুরুদেশ্বর মন্দির ও রাজগোপুরা: ভব্যমন্দিরটি কর্ণাটকের তিনদিকে আরব সাগর দ্বারা বেষ্টিত কণ্ডুকাগিরিতে অবস্থিত৷ কুড়িতল বিশিষ্ট গোপুরমটি ৺শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত৷ ২৪০ ফুট উঁচু রাজগোপুরার উচ্চতল থেকে ১২৩ ফুট শিবমূর্তি পরিদর্শনের সুবন্দোবস্ত রয়েছে৷ পাহাড়ের পাদদেশে একটি রামেশ্বর শিবমন্দির ও শিবলিঙ্গ রয়েছে, তাছাড়া শ্রীঅক্ষয়গুণ শিবলিঙ্গ শানেশ্বর মূর্তি ও রয়েছে৷
  • বিস্তৃৃত সমুদ্রসৈকত ও নৌবহরের ব্যবস্থা রয়েছে৷
  • দ্বিতীয় উচ্চতম শিবমূর্তিটি এখানেই অবস্থিত৷[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "A Shivaratri gift for people of Bijapur"The Hindu। ১৯ সেপ্টেম্বর ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৯ 
  2. World's tallest Siva idol
  3. madur। "Murdeshwar - Raja Gopura - Fort - Shiva Temple"Karnataka.com