মুনির আল হাদ্দাদি
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মুনির আল হাদ্দাদি মোহাম্মাদ | ||
জন্ম | ১ সেপ্টেম্বর ১৯৯৫ | ||
জন্ম স্থান | এল এস্করিয়া, স্পেন | ||
উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সেভিয়া | ||
জার্সি নম্বর | ১৯ | ||
যুব পর্যায় | |||
২০০৭–২০০৯ | গালাপাগার | ||
২০০৯–২০১০ | সান্তা আনা | ||
২০১০–২০১১ | আতলেতিকো মাদ্রিদ | ||
২০১০–২০১১ | → রায়ো মাহাদাহোন্দা (ধারে) | ||
২০১১–২০১৪ | বার্সেলোনা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৪–২০১৫ | বার্সেলোনা বি | ২৮ | (৮) |
২০১৪–২০১৯ | বার্সেলোনা | ৩৩ | (৫) |
২০১৬–২০১৭ | →ভ্যালেন্সিয়া (ধারে) | ৩৩ | (৬) |
২০১৭–২০১৮ | →আলাভেস (ধারে) | ৩৩ | (১০) |
২০১৯– | সেভিয়া | ২ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৪ | স্পেন অনূর্ধ্ব-১৯ | ৪ | (৬) |
২০১৪–২০১৬ | স্পেন অনূর্ধ্ব-২১ | ১৬ | (১০) |
২০১৪– | স্পেন | ১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩ জানুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক। |
মুনির আল হাদ্দাদি মোহাম্মাদ (জন্মঃ ১ সেপ্টেম্বর ১৯৯৫)[১], যিনি মুনির নামে পরিচিত, একজন স্পেনীয় ফুটবলার যিনি স্পেনের লা লিগার দল সেভিয়ার হয়ে ফরোয়ার্ড হিসেবে খেলেন।
মুনিরের ফুটবলের হাতেখড়ি হয় স্থানীয় ক্লাব গালাপাগার এবং সান্তা আনা তে। ২০১০ সালে তিনি আতলেতিকো মাদ্রিদ এর যুব প্রকল্পে যোগ দেন। পরে ২০১১ সালে তিনি বার্সেলোনার যুব দলে যোগ দেন। [২] বার্সেলোনা হুভেনিল দলের হয়ে তিনি ২০১৩-১৪ উয়েফা ইয়ুথ লিগ জেতেন। এই টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ গোলদাতা এবং সহায়তাকারী হন। ২০১৯ সালে তিনি ১০ লক্ষ ইউরোর বিনিময়ে স্পেনের আরেক ক্লাব সেভিয়ায় যোগ দেন।
মুনির তার পেশাদার জীবন শুরু করেন বার্সেলোনা বি দলের হয়ে ২০১৪ সালে। ২০১৪ সালের ২৪ অগাস্ট তার বার্সেলোনা দলে অভিষেক হয়। ২০১৬ সালে তাকে ২০১৬-১৭ মৌসুমের জন্য ধারে স্পেনীয় ক্লাব ভ্যালেন্সিয়ায় পাঠানো হয়। ২০১৭ সালে তাকে আবারও এক মৌসুমের জন্য ধারে পাঠানো হয় আরেক স্পেনীয় ক্লাব আলাভেস এ। ২০১৮ সালের জুলাইয়ে তিনি বার্সেলোনা দলে ফিরে আসেন।
মুনির স্পেন অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। ৮ সেপ্টেম্বর ২০১৪ মুনিরের স্পেন দলে অভিষেক হয় মেসিডোনিয়ার বিপক্ষে। ২০১৮ ফিফা বিশ্বকাপ এর আগে তিনি জাতীয় দল পরিবর্তন করে মরক্কো জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিফা এবং কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস এ আবেদন করেন কিন্তু তা প্রত্যাখ্যাত হয়।
পরিসংখ্যান
[সম্পাদনা]ক্লাব
[সম্পাদনা]- ১১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব | মৌসুম | লিগ | কোপা দেল রে | ইউরোপ | অন্যান্য | মোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
বার্সেলোনা বি | ২০১৩-১৪ | ১১ | ৪ | — | ১১ | ৪ | |||||
২০১৪-১৫ | ১৭ | ৪ | — | ১৭ | ৪ | ||||||
মোট | ২৮ | ৮ | — | ২৮ | ৮ | ||||||
বার্সেলোনা | ২০১৪-১৫ | ১০ | ১ | ৩ | ০ | ৩ | ০ | — | ১৬ | ১ | |
২০১৫-১৬ | ১৫ | ৩ | ৫ | ৫ | ৪ | ০ | ২ | ০ | ২৬ | ৮ | |
২০১৬-১৭ | ১ | ০ | ০ | ০ | ০ | ০ | ২ | ১ | ৩ | ১ | |
২০১৮-১৯ | ৭ | ১ | ২ | ১ | ২ | ০ | ০ | ০ | ১১ | ২ | |
মোট | ৩৩ | ৫ | ১০ | ৬ | ৯ | ০ | ৪ | ১ | ৫৬ | ১২ | |
ভ্যালেন্সিয়া (ধারে) | ২০১৬-১৭ | ৩৩ | ৬ | ৩ | ১ | — | ৩৬ | ৭ | |||
আলাভেস (ধারে) | ২০১৭-১৮ | ৩২ | ১০ | ৪ | ৪ | — | ৩৬ | ১৪ | |||
সর্বমোট | ১১৯ | ২৮ | ১৫ | ১০ | ৭ | ০ | ৪ | ১ | ১৪৫ | ৩৯ |
আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১৭ নভেম্বর ২০১৫ পর্যন্ত হালনাগাদকৃত।
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
স্পেন | ২০১৪ | ১ | ০ |
মোট | ১ | ০ |
অর্জন
[সম্পাদনা]ক্লাব
[সম্পাদনা]- বার্সেলোনা যুব
- উয়েফা ইয়ুথ লিগ: ২০১৩-১৪
- বার্সেলোনা
- লা লিগা: ২০১৪-১৫, ২০১৫-১৬
- কোপা দেল রে: ২০১৪-১৫, ২০১৫-১৬
- উয়েফা চ্যাম্পিয়নস লীগ: ২০১৪-১৫
- উয়েফা সুপার কাপ: ২০১৪-১৫
- ফিফা ক্লাব বিশ্বকাপ: ২০১৫
- স্পেনীয় সুপার কাপ: ২০১৬, ২০১৮
ব্যক্তিগত
[সম্পাদনা]- কোপা দেল রে সর্বোচ্চ গোলদাতা: ২০১৫-১৬
- উয়েফা ইয়ুথ লিগ সর্বোচ্চ গোলদাতা: ২০১৩-১৪
- উয়েফা ইয়ুথ লিগ সর্বোচ্চ গোলে সহায়তাকারী: ২০১৩-১৪
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "El Haddadi promise excites Barcelona"। UEFA। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৪।
- ↑ "Barcelona sign 15year child future star"। Ahram। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৪।
- জীবিত ব্যক্তি
- ১৯৯৫-এ জন্ম
- স্পেনীয় ফুটবলার
- লা লিগার খেলোয়াড়
- ফুটবল ফরোয়ার্ড
- ফুটবল ক্লাব বার্সেলোনার খেলোয়াড়
- সেভিয়া ফুটবল ক্লাবের খেলোয়াড়
- দেপোর্তিভো আলাভেসের খেলোয়াড়
- ফুটবল ক্লাব বার্সেলোনা বি-এর খেলোয়াড়
- ভালেনসিয়া ফুটবল ক্লাবের খেলোয়াড়
- মরক্কী ফুটবলার
- মাদ্রিদ সম্প্রদায়ের ফুটবলার
- মরক্কোর আন্তর্জাতিক ফুটবলার
- স্পেনের আন্তর্জাতিক ফুটবলার
- স্পেনের আন্তর্জাতিক যুব ফুটবলার
- স্পেনের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- সেহুন্দা দিভিসিওনের খেলোয়াড়
- হেতাফে ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের খেলোয়াড়
- উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ী খেলোয়াড়
- উয়েফা ইউরোপা লিগ বিজয়ী খেলোয়াড়