মুনিয়া ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুনিয়া ইসলাম
মুনিয়া ইসলাম
জন্ম
মুনিয়া ইসলাম

জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনউত্তর দক্ষিণ বিশ্ববিদ্যালয়
পেশাঅভীনেত্তী মডেল
কর্মজীবন২০১০- বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
স্বপ্নজাল (2018)
দাম্পত্য সঙ্গীআজাদ হাওলাদার
ওয়েবসাইটwww.muniaislam.com

মুনিয়া ইসলাম একজন বাংলাদেশী মডেল, টিভি উপস্থাপক এবং চলচ্চিত্র অভিনেত্রী। তিনি স্বপ্নজাল (২০১৮) ছবিতে কাজ করেছেন। স্বপ্নজাল ছবির মাধ্যমে বেশ প্রশংসিত হন মুনিয়া ইসলাম। এছাড়াও তিনি অনেক বাংলা টিভি নাটকে কাজ করেছেন। [১] তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বউ বোকা দেই, থার্ড জেনারেশন, তুমি আশবে বলি , সুতোয় বাঁধা সুখের পায়রা, অফ স্ক্রিন, মায়ার খেলা, উজান গাঙ্গের নাইয়া, [১] নীল আকাশের কালো রং, থ্রি কমরেড । তিনি চ্যানেল আই -এর দুটি শো- গান দিয়ে সোকাল শুরু এবং সিনেমার গান ২০২০-এ একজন হোস্টেস ছিলেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

২০২০ সালের শেষের দিকে, ছোট পর্দার জনপ্রিয় মুখ মুনিয়া ইসলাম আজওয়াদ হায়দারকে বিয়ে করেন। [২]

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

মুনিয়ার জন্ম নজরুল ইসলাম ও হাসিনা আক্তার। [৩] এইচএসসি পাস করার পর তিনি ফটোশুট এবং টিভি বিজ্ঞাপন করতে শুরু করেন।

কর্মজীবন[সম্পাদনা]

ফটোশুট ও টিভি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু করেন মুনিয়া ইসলাম। তার প্রথম টিভিসি ছিল বিএসআরএম, তারপর ডাবর নেটওয়ার্কের জন্য। [৪] তিনি তাদের চারটি লঞ্চে ব্লুপ আইসের জন্য টিভিসিও করেছিলেন। তিনি ২০১১ সালে পৃথক প্রকল্প শুরু করেন। ২০১২ সালে, তিনি অগ্নিপথে অভিনয় শুরু করেন যা তার প্রথম নাটক। এটি ছিল নিমা রহমানের একটি মেগা সিরিয়াল। এরপর অনেক নাটকে অভিনয় করলেও গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজাল চলচ্চিত্রে [৫] জুলেখা চরিত্রে অভিনয় করে তাকে বড় পর্দায় নিয়ে আসেন। [৪] মুনিয়া বেশ কয়েকটি টিভি শোতে অ্যাঙ্কর হিসেবে দেখা যায়। তিনি বেশিরভাগই লাইভ মিউজিক্যাল প্রোগ্রাম করেন: এশিয়ান টিভিতে ওয়ালটন এশিয়ান মিউজিক, চ্যানেল আই-তে গান ডাই শুরু, রক কার্নিভাল এবং রক এন রোলস অন এবং আরও অনেক অনুষ্ঠান।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

স্বপ্নজাল, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী নাটকীয় এবং রোমান্টিক চলচ্চিত্র। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম । এ ছবিতে অভিনয় করেছেন মুনিয়া ইসলাম। এই ছবিটি সমালোচক এবং দর্শকদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছিল।

বছর শিরোনাম ভূমিকা পরিচালক মন্তব্য
২০১৮ স্বপ্নজাল জুলেখা [৬] গিয়াসউদ্দিন সেলিম

টেলিভিশন নাটক[সম্পাদনা]

বছর শিরোনাম পরিচালক টেলিকাস্ট/সম্প্রচার চ্যানেল বিঃদ্রঃ
বউ বোকা দেই
তুমি আশবে বোলে
তৃতীয় প্রজন্মের
অগ্নিপথ বৈশাখী টিভি
সুতোয় বাঁধা সুখের পইরা
অফ স্ক্রীন
মায়ার খেলা
২০১৪ উজান গাঙের নাইয়া গিয়াসউদ্দিন সেলিম বিবিসি আগমনি [৭]
নীল আকাশের কালো রং
তিন কমরেড
শোধ
২০২০ আন্তোহিন ওপেখা গ্লোবাল টিভি ড্রামা [৮]
ভোরের ফুল
ভগ্নাংশ বিটিভি
বউ বোকা দে
কর্মজীবন
জি স্যার থিক বোলেসেন
কেনো এই চেলেটিকে বিবাহো কোরা থিক হোইবে না
নবণীতা তোমার জন্য
ঈদ বোনাস
জনার আচে বোলার আচে এনটিভি
সেলফি
গার্ল ফ্রেন্ড
মহর আলী চ্যানেল আই
চিরকুমারী ক্লাব
জামাইর হেচকি ভাইরাস
ছোট কাকু চ্যানেল আই
এবারে সাভারে চ্যানেল আই
ভুলে ভরা গল্প চ্যানেল আই
শূন্যতা চ্যানেল আই

টিভি বিজ্ঞাপন[সম্পাদনা]

শিরোনাম টাইপ প্রতিষ্ঠান
ব্লুপ আইসক্রিম অ্যাডসফবিডি
ব্লুপ টিভিসি ভূত অ্যাডসফবিডি
কর্পোরেট টিভিসি সামিট গ্রুপ
বিজ্ঞাপন বিএসআরএম
প্রাণ মিল্কি স্টিক প্রাণ গ্রুপ
আইএফএডি চার্জার বিস্কুট পুরাতন টিভিসি

টেলিভিশন অনুষ্ঠান[সম্পাদনা]

প্রোগ্রামের শিরোনাম সম্প্রচার চ্যানেল মন্তব্য
রক কার্নিভাল বিটিভি [৯]
সরাসরি কনসার্ট বিটিভি
বিটিভি ঈদ রক কার্নিভাল বিটিভি [১০]
অরথোহিন-চাইতে পারো বিটিভি
রক এন রোলস বিটিভি
ওয়ালটন এশিয়ান মিউজিক এশিয়ান টিভি
গাঁ মরে শুরু চ্যানেল আই

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Munia in Ujan Ganger Naiya"The New Nation (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৫-০১। ২০২১-১১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৭ 
  2. "Munia starts her new life"The New Nation (ইংরেজি ভাষায়)। ২০২১-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৭ 
  3. "বছরের শেষ বিয়ে মুনিয়ার"www.alokitosakal.com। ২৫ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৩ 
  4. "Munia Islam"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৯-০২-০২। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৬ 
  5. "Munia's dream for big screen comes true"The Independent। Dhaka। ২০২১-০৯-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৬ 
  6. জুলেখা হয়ে আসছেন মুনিয়াJugantor। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৬ 
  7. "Munia busy with acting, hosting"The New Nation। ২০১৯-১০-২৮। ২০২৩-০২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৯ 
  8. নাটকে নতুন মুখBangladesh Pratidin। ২০১৪-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  9. "Munia busy with TV shows, dramas"The Independent। Dhaka। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৯ 
  10. "Actress Munia busy with acting, hosting"The Asian Age (ইংরেজি ভাষায়)। Bangladesh। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]