উজান গাঙ্গের নাইয়া
অবয়ব
উজান গাঙ্গের নাইয়া | |
---|---|
শ্রেষ্ঠাংশে | অর্চিতা স্পর্শিয়া মামুনুর রশিদ ওয়াহিদ মল্লিক জনি মুনিয়া ইসলাম দিপা খন্দকার ফজলুর রহমান বাবু চঞ্চল চৌধুরি |
দেশ | বাংলাদেশ |
মৌসুমের সংখ্যা | ৩ |
পর্বের সংখ্যা | ৪৭ |
নির্মাণ | |
ক্যামেরা বিন্যাস | একক ক্যামেরা |
স্থিতিকাল | ২৫ মিনিট |
মুক্তি | |
নেটওয়ার্ক | বিটিভি |
মুক্তি | ২ মে ২০১৪ |
গিয়াস উদ্দিন সেলিম না্টকটির রচনা এবং নির্দেশনা দিয়েছেন। বিবিসি প্রযোজিত ধারাবাহিক নাটকটি দেখা যাবে বিটিভিতে।
ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, শাহেদ আলি , ওয়াহিদ মল্লিক জনি, দিপা খন্দকার, স্পর্শীয়া, নওশবা, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরি, ইসরাত নিশাত, আনয়ারুল হক, মহাম্মদ ইকবাল হোসেন, শিল্পী সরকার অপু প্রমুখ।
তথ্যসূত্র
[সম্পাদনা][১] [২] [৩] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে