বিষয়বস্তুতে চলুন

উজান গাঙ্গের নাইয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উজান গাঙ্গের নাইয়া
শ্রেষ্ঠাংশেঅর্চিতা স্পর্শিয়া
মামুনুর রশিদ
ওয়াহিদ মল্লিক জনি
মুনিয়া ইসলাম
দিপা খন্দকার
ফজলুর রহমান বাবু
চঞ্চল চৌধুরি
দেশবাংলাদেশ
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৪৭
নির্মাণ
ক্যামেরা বিন্যাসএকক ক্যামেরা
স্থিতিকাল২৫ মিনিট
মুক্তি
নেটওয়ার্কবিটিভি
মুক্তি২ মে ২০১৪ (2014-05-02)

গিয়াস উদ্দিন সেলিম না্টকটির রচনা এবং নির্দেশনা দিয়েছেন। বিবিসি প্রযোজিত ধারাবাহিক নাটকটি দেখা যাবে বিটিভিতে।

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, শাহেদ আলি , ওয়াহিদ মল্লিক জনি, দিপা খন্দকার, স্পর্শীয়া, নওশবা, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরি, ইসরাত নিশাত, আনয়ারুল হক, মহাম্মদ ইকবাল হোসেন, শিল্পী সরকার অপু প্রমুখ।

তথ্যসূত্র

[সম্পাদনা]

[১] [২] [৩] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে