মুকুন্দ বিহারী মল্লিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুকুন্দ বিহারী মল্লিক
জন্ম(১৮৮৮-১২-২৭)২৭ ডিসেম্বর ১৮৮৮
মৃত্যু৪ আগস্ট ১৯৭৪(1974-08-04) (বয়স ৮৫)
জাতীয়তাভারতীয়
শিক্ষাB.A, LLB and M.A (Pali)
মাতৃশিক্ষায়তনকলকাতা বিশ্ববিদ্যালয়
পেশাLawyer
প্রতিষ্ঠানBengal Depressed Classes Association
রাজনৈতিক দলকৃষক প্রজা পার্টি
আন্দোলনDalit liberation movement of Bengal

মুকুন্দ বিহারী মল্লিক (১৮৮৮-১৯৭৪) ছিলেন একজন ভারতীয় আইনজীবী, সংস্কারক, অধ্যাপক এবং রাজনীতিবিদ।

কর্মজীবন[সম্পাদনা]

তিনি ১৯১৪ সালে কলকাতা হাইকোর্টে একজন আইনজীবী হিসাবে নথিভুক্ত হন এবং পালি ভাষার প্রভাষক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইনের খণ্ডকালীন প্রভাষক হিসাবে কাজ করেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

১৯১২ সালে তিনি বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এবং বাংলার চন্ডালদের এক ছাতার নিচে একত্রিত করার জন্য বহু সম্মেলন করেন। ১৯২৫ সালে তিনি বেঙ্গল ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন গঠন করেন এবং এর প্রথম সভাপতি নির্বাচিত হন।[১] ১৯২৯ সালে উভয় সংস্থাই একটি যৌথ প্রতিনিধি দল গঠন করে এবং কমিশনকে তাদের সমর্থনের বিষয়ে সাইমন কমিশনকে মৌখিক প্রমাণ দেয়।[২]

তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুলনা আসন থেকে ১৯২১ ও ১৯২৫ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও হেরে যান। তারপর তিনি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য মনোনীত হন এবং ১৯৩৭ সালের নির্বাচনে পুনরায় নির্বাচিত হন তারপর প্রথম এ কে ফজলুল হকের সরকারে সমবায় ঋণ ও গ্রামীণ ঋণ মন্ত্রী হন।[৩] ১৯৪২ সালে তিনি কয়লা খনি স্টোয়িং বোর্ডের চেয়ারম্যান হন। তিনি ১৯৪৬ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে ডঃ বি আর আম্বেদকরের পক্ষে ভোট দেন।[৪][৫]

১৯৪২ সালে মল্লিক তার ভাই পুলিন্দ বিহারী মল্লিকের সাথে বেঙ্গল তফসিলি জাতি পার্টি প্রতিষ্ঠা করেন এবং এটি দলিতদের মধ্যে দুটি উপদল তৈরি করে, আরেকটি বেঙ্গল তফশিলি জাতি লীগের যোগেন্দ্র নাথ মন্ডলের নেতৃত্বে।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bengal Depressed Classes Association - Banglapedia"en.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৬ 
  2. Pioneer, The। "Namasudras of Bengal and impact on nation's freedom movement"The Pioneer (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৬ 
  3. Hashmi, Taj Ul-islam (২০১৯-০৭-১১)। Pakistan As A Peasant Utopia: The Communalization Of Class Politics In East Bengal, 1920-1947 (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন 978-1-000-31037-5 
  4. Biswas, Saugat K. (২০০৮)। Nine Decades of Marxism in the Land of Brahminism (ইংরেজি ভাষায়)। Other Books। আইএসবিএন 978-81-906019-3-1 
  5. विस्वास, A. K. Biswas एके (২০১৬-১১-২০)। "How the Bengali chotalok shaped India's destiny"Forward Press (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৬ 
  6. Roy, Anwesha (২০১৮-০৫-০৩)। Making Peace, Making Riots (ইংরেজি ভাষায়)। Cambridge University Press। আইএসবিএন 978-1-108-42828-6