মীরা চোপড়া
মীরা চোপড়া | |
---|---|
![]() ২০১৮-এ মীরা চোপড়া | |
জন্ম | মীরা চোপড়া ৮ জুলাই ১৯৮৩ |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | নীলা |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০০৭ – বর্তমান |
আত্মীয় | প্রিয়াঙ্কা চোপড়া পরিণীতি চোপড়া মান্নারা চোপড়া |
মীরা "নীলা" চোপড়া (জন্ম: ৮ জুলাই ১৯৮৩) একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল,[১] যিনি তামিল, তেলুগু এবং হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকেন।[২][৩]
ব্যক্তিগত জীবন[সম্পাদনা]
ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া এবং মান্নারা চোপড়া মীরা'র চাচাতো বোন।[৪]
কর্মজীবন[সম্পাদনা]
মীরা'র কলিউডে অভিষক ঘটে ২০০৫ সালের আনবে আড়ুইরে চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে তিনি এস.জে. সূর্যের সাথে অভিনয় করেছিলেন। ছবিটি ব্যপক সফলতা অর্জন করে ও তাকে দক্ষিণে পরিচিত করে তুলে। তার দ্বিতীয় ছবিটি পবন কল্যাণের সাথে একটি তেলুগু ভাষার চলচ্চিত্র এবং পরবর্তীতে এম.এস. রাজুর ভানায় তার অভিনয় সমালোচকদের প্রশংসিত হয়। পরবর্তীতে তিনি বিক্রম ভাটের ১৯২০: লন্ডন-এর মাধ্যমে শারমন জোশীর সাথে বলিউডে পা রাখেন।[৫] তিনি ভেনাস প্রযোজিত সতীশ কৌশিকের গ্যাং অফ ঘোস্টস-এও কাজ করেছেন। তিনি অক্ষয় খান্না ও রিচা চাড্ডার সাথে ২০১৯ সালের চলচ্চিত্র সেকশন ৩৭৫-এ অঞ্জলি দঙ্গলের ভূমিকায় অভিনয় করেছেন। মীরা অর্জুন রামপালের বিপরীতে নাস্তিক ছবিতেও কাজ করছেন, যা ২০২০-এ মুক্তি পেতে চলেছে।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]
![]() |
এখনও মুক্তি না পাওয়া চলচ্চিত্রগুলি বোঝায় |
বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা | মন্তব্য |
---|---|---|---|---|
২০০৫ | আনবে আড়ুইরে | মধু | তামিল | |
২০০৬ | বঙ্গরাম | সন্ধ্যা রেড্ডি | তেলুগু | |
জাম্বভান | এহিল | তামিল | ||
২০০৭ | লি | চেল্লামাল | ||
মরুধামালাই | মীরা | |||
কালাই | নীলা | "গুঠা লাক্কাদি" গানে বিশেষ উপস্থিতি | ||
২০০৮ | ভানা | নন্দিনী চৌধুরী | তেলুগু | |
অর্জুন | অর্জুনের বান্ধবী | কন্নড় | ||
জগন্মনোহিনী | আযাগু নাছিয়ার | তামিল | ||
২০১৩ | মারো | প্রিয়া | তেলুগু | |
গ্রীকু বীরুদু | মায়া | |||
২০১৪ | গ্যাং অব গোস্টস | টিনা চোপড়া | হিন্দি | |
২০১৫ | ইসাই | মধু | তামিল | বিশেষ উপস্থিতি |
কিল্লারি | অঞ্জলি | |||
২০১৬ | ১৯২০: লন্ডন | শিবাঙ্গী | হিন্দি | |
২০১৭ | ওয়ান | প্রিয়া | ইংরেজি | |
২০১৯ | সেকশন ৩৭৫ | অঞ্জলি বাসুদেব দঙ্গল | হিন্দি | |
২০২০ | নাস্তিক ![]() |
উৎপাদন পরবর্তি | ||
২০২০ | মোগালি পুভভু ![]() |
তেলুগু / হিন্দি | উৎপাদন পরবর্তি |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Vikram Bhatt-KRK controversy: Actress Meera Chopra speaks up – The Times of India. Timesofindia.indiatimes.com (25 June 2016). Retrieved on 29 December 2016.
- ↑ Nila bids goodbye. Behindwoods.com (1 October 2009). Retrieved on 29 December 2016.
- ↑ Girl uninterrupted ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জুন ২০১৪ তারিখে. Hindu.com. Retrieved on 29 December 2016.
- ↑ "'I was unsure of going topless'"। Rediff (ইংরেজি ভাষায়)। ১০ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Mera Chopra will romance Sharman in 1920 London"। Hub 24x7। ১২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৩।
বহিঃসংযোগ[সম্পাদনা]

- ইন্টারনেট মুভি ডেটাবেজে মীরা চোপড়া (ইংরেজি)