বিষয়বস্তুতে চলুন

অলিভার বাউমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অলিভার বাউমান
২০১৯ সালে হফেনহাইমের হয়ে বাউমান
ব্যক্তিগত তথ্য
জন্ম (1990-06-02) ২ জুন ১৯৯০ (বয়স ৩৪)
জন্ম স্থান ব্রাইসাখ, জার্মানি
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
হফেনহাইম
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৩৮, ১৮ এপ্রিল ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

অলিভার বাউমান (জার্মান: Oliver Baumann; জন্ম: ২ জুন ১৯৯০) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়[] তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব হফেনহাইমের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

২০০৮ সালে, বাউমান জার্মানি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

অলিভার বাউমান ১৯৯০ সালের ২রা জুন তারিখে জার্মানির ব্রাইসাখে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

বাউমান জার্মানি অনূর্ধ্ব-১৮, জার্মানি অনূর্ধ্ব-১৯, জার্মানি অনূর্ধ্ব-২০ এবং জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৬ বছরে ২০ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]