মহাকাশ অভিযানের কালপঞ্জি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটা মহাকাশ অভিযানের কালপঞ্জি। এখানে তারিখ অনুযায়ী মহাকাশ অভিযানের ইতিহাসে গুরুত্বপূর্ণ সকল ঘটনার তালিকা করা হয়েছে। মহাকাশে বিভিন্ন অর্জন এবং কোন কিছুর গৌরব অর্জনকারী প্রথম ব্যক্তি, জাতি বা নভোযানগুলোর ক্থা বিশেষভাবে উল্লেখিত হয়েছে।

১৯৪২ সালের পূর্বে[সম্পাদনা]

তারিখ ঘটনা রাষ্ট্র গবেষকবৃন্দ
১৬৮৬ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশিত হয় ইংল্যান্ড স্যার আইজাক নিউটন
১৮১৩ Treatise on the Motion of Rockets প্রকাশিত হয় যাতে নিউটনের তৃতীয় সূত্রের উপর ভিত্তি করে প্রথম রকেট সূত্র প্রদান করা হয় যুক্তরাজ্য উইলিয়াম মুর
১৯০৩ শারীরিকভাবে মহাকাশ অভিযান সম্ভব, এটা প্রমাণ করে প্রথম গুরুত্বপূর্ণ প্রকাশনা। এই রুশ প্রকাশনার নাম Исследование мировых пространств реактивными приборами (The Exploration of Cosmic Space by Means of Reaction Devices) রাশিয়া কন্‌স্তান্তিন ৎসিওলকোভ্‌স্কি
১৯১৩ গডার্ড তরল জ্বালানী চালিত বহুধাপ রকেট বিষয়ে একটি ফাইল তৈরি করেন এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে রকেটের প্রথম পেটেন্টের কৃতিত্ব লাভ করেন। যুক্তরাষ্ট্র রবার্ট এইচ গডার্ড
১৯১৯ গডার্ডের বহুল প্রভাব বিস্তারকারী গবেষণাপত্র "A Method of Reaching Extreme Altitudes" এর প্রকাশ। এতে কঠিন ও তরল জ্বালানি দিয়ে রকেট চালনা নিয়ে আলোচনা করা হয়। যুক্তরাষ্ট্র রবার্ট এইচ গডার্ড
১৫ই ডিসেম্বর, ১৯২৩ Die Rakete zu den Planetenräumen ("By Rocket into Planetary Space"), পিএইচডি অভিসন্দর্ভ হিসেবে প্রত্যাখ্যাত হবার পর লেখক নিজ উদ্যোগে প্রকাশ করেন জার্মানি হেরমান ওবের্ঠ
১৯২৪ সোভিয়েত ইউনিয়নে সোসাইটি ফর স্টাডিস অফ ইন্টারপ্ল্যানেটারি ট্রাভেল প্রতিষ্ঠিত হয়। সোভিয়েত ইউনিয়ন সদস্যদের মধ্যে ছিলেন কন্‌স্তান্তিন ৎসিওলকোভ্‌স্কি, ফ্রিডরিশ ৎসান্ডার, ইউরি কন্দ্রাতিউক
১৬ই মার্চ, ১৯২৬ গডার্ড প্রথম তরল জ্বালানি চালিত রকেট উৎক্ষেপণ করেন। যুক্তরাষ্ট্র রবার্ট এইচ গডার্ড
১৯২৭ Verein fuer Raumschiffahrt (সোসাইটি ফর স্পেস ট্রাভেল) প্রতিষ্ঠিত হয়; ইউরোপের প্রথম সারির অনেক রকেট বিজ্ঞানী এতে যোগ দেন। জার্মানি  
১৯২৭ "The Conquest of Interplanetary Space" রকেট বলবিজ্ঞান এবং কক্ষপথীয় ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে; মহাকর্ষীয় স্লিংশট ও আলোচিত হয় সোভিয়েত ইউনিয়ন ইউরি কন্দ্রাতিউক
১৯২৮ Das Problem der Befahrung des Weltraums - der Raketen-Motor (The Problem of Space Travel - The Rocket Motor) মহাকাশ অভিযান ও বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় তার উপযোগিতা নিয়ে আলোচনা করে অস্ট্রিয়া হেরমান পোটোচ্‌নিক
১৯২৯ Oberth, তার ছাত্রদের নিয়ে প্রথম তরল জ্বালানি চালিত রকেট উৎক্ষেপণ করেন। জার্মানি হেরমান ওবের্ঠ, ভের্নহার ফন ব্রাউন
১৯৩১ জার্মানির প্রথম তরল জ্বালানি চালিত প্রথম সামরিক রকেট নির্মীত হয়। জার্মানি ভাল্টার রিডেল
১৯৩৩ সমন্বিত ধারা বিষয়ক গবেষণা শুরু হয় যার মাধ্যমে পরবর্তীতে ভি২ রকেট নির্মীত হয়। জার্মানি ভের্নহার ফন ব্রাউন
২৫শে নভেম্বর, ১৯৩৩ রাশিয়ান গ্রুপ অফ স্টাডি অফ রিঅ্যাক্টিভ মোশন (GIRD) প্রথম রুশ তরল-জ্বালানি রকেট উৎক্ষেপণ করে সোভিয়েত ইউনিয়ন সের্গেই কোরোলিয়োভ (দলনেতা), ফ্রিডরিশ ৎসান্ডার (নকশাবিদ)
১৯৩৫ সাউন্ডিং রকেট বিষয়ক গবেষণা শুরু হয়। যুক্তরাষ্ট্র ফ্র্যাংক ম্যালিনা (ছাত্র), কারমান টোডোর (অধ্যাপক)

১৯৪২-১৯৫৭[সম্পাদনা]

তারিখ অভিযানের অর্জন রাষ্ট্র বা সংস্থা অভিযানের নাম
১৯৪২ প্রথম রকেট যা পৃথিবীপৃষ্ঠের ১০০ কিমি উপর (মহাকাশের সীমানা) পর্যন্ত পৌঁছুতে সক্ষম হয়। জার্মানি ভি২ রকেট, সামরিক প্রোগ্রাম
১০ই মে, ১৯৪৬ মহাকাশ গবেষণার জন্য প্রেরিত প্রথম মহাকাশযান। মহাজাগতিক বিকিরণ গবেষণার জন্য প্রেরণ করা হয়। যুক্তরাষ্ট্র ভি২ রকেট এর উন্নত সংস্করণ
২২শে মে, ১৯৪৬ যুক্তরাষ্ট্রে নকশা করা প্রথম রকেট যা মহাকাশের কিনারায় (৮০ কিমি উপরে) পৌছে। যুক্তরাষ্ট্র ওয়াক করপোরাল
১০ই অক্টোবর, ১৯৪৬ ১০০ কিমি উপর থেকে পৃথিবীর প্রথম ছবি যুক্তরাষ্ট্র ভি২ রকেট
১৯৪৭ মহাকাশে প্রথম প্রাণী (ফলের মাছি) ইউএসএ-এবিএমএ ভি২ রকেট
২১শে আগস্ট, ১৯৫৭ প্রথম আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ইউএসএসআর র-৭ সেমিয়োর্কা

১৯৫৭-১৯৬১[সম্পাদনা]

তারিখ অভিযানের অর্জন রাষ্ট্র বা সংস্থা অভিযানের নাম
৪ঠা অক্টোবর, ১৯৫৭ প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ
মহাকাশ থেকে আসা প্রথম সংকেত
ইউএসএসআর স্পুতনিক ১
৩রা নভেম্বর, ১৯৫৭ কক্ষপথে প্রথম প্রাণী, লাইকা নামক কুকুর ইউএসএসআর স্পুতনিক ২
৩১শে জানুয়ারি, ১৯৫৮ ভ্যান অ্যালেন বিকিরণ বেষ্টনীর উপস্থিতি নিশ্চিতভাবে প্রমাণিত হয় ইউএসএ-এবিএমএ এক্সপ্লোরার ১
১৭ই মার্চ, ১৯৫৮ সৌর শক্তি চালিত প্রথম কৃত্রিম উপগ্রহ এনআরএল ভ্যানগার্ড ১
১৮ই ডিসেম্বর, ১৯৫৮ প্রথম যোগাযোগ উপগ্রহ ইউএসএ-এবিএমএ প্রোজেক্ট স্কোর
২রা জানুয়ারি, ১৯৫৯ পৃথিবীর কক্ষপথে প্রথম রকেট উৎক্ষেপণ
প্রথবারের মত পৃথিবীর মুক্তিবেগ অর্জন
প্রথমবারের মত সৌর বায়ু সনাক্তকরণ
ইউএসএসআর লুনা ১
৪ঠা জানুয়ারি, ১৯৫৯ সৌরকেন্দ্রিক কক্ষপথে প্রথম মনুষ্য নির্মীত বস্তু ইউএসএসআর লুনা ১
১৭ই ফেব্রুয়ারি, ১৯৫৯ প্রথম আবহাওয়া উপগ্রহ নাসা (এনআরএল) ভ্যানগার্ড ২
২৮শে ফেব্রুয়ারি, ১৯৫৯ মেরু কক্ষপথে প্রথম কৃত্রিম উপগ্রহ ড্যারপা ডিসকভারার ১
৭ই আগস্ট, ১৯৫৯ কক্ষপথ থেকে পৃথিবীর প্রথম ছবি নাসা এক্সপ্লোরার ৬
১৩ই সেপ্টেম্বর, ১৯৫৯ অন্য কোন বিশ্বে (চাঁদ) প্রথম সংঘর্ষ ইউএসএসআর লুনা ২
৪ঠা অক্টোবর, ১৯৫৯ চাঁদের দূর পৃষ্ঠের (যে পৃষ্ঠ পৃথিবী থেকে দেখা যায় না) প্রথম ছবি। ইউএসএসআর লুনা ৩
১লা এপ্রিল, ১৯৬০ আবহাওয়া উপগ্রহের তোলা প্রথম ছবি নাসা টাইরস-১
৫ই জুলাই, ১৯৬০ প্রথম তথ্যানুসন্ধান উপগ্রহ এনআরএল গ্র্যাব-১
১১ই আগস্ট, ১৯৬০ কক্ষপথ থেকে অক্ষতভাবে পুনরুদ্ধার করা প্রথম উপগ্রহ ইউএস এয়ার ফোর্স ডিসকভারার ১৩
১২ই আগস্ট, ১৯৬০ প্রথম অক্রিয় যোগাযোগ উপগ্রহ নাসা ইকো ১এ
১৮ই আগস্ট, ১৯৬০ তথ্যানুসন্ধান উপগ্রহের প্রথম ছবি ইউএস এয়ার ফোর্স কেএইচ-১ ৯০০৯
১৯৬১ কক্ষপথ থেকে প্রথম উৎক্ষেপণ
অভিযানের যাত্রাপথে প্রথম মেরামত কাজ
প্রথম ঘূর্ণন স্থিরীকরণ
ইউএসএসআর ভেনেরা ১

১৯৬১-১৯৬৯[সম্পাদনা]

তারিখ অভিযানের অর্জন রাষ্ট্র বা সংস্থা অভিযানের নাম
১২ই এপ্রিল, ১৯৬১ প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান (ইউরি গাগারিন)
প্রথম মনুষ্যবাহী কক্ষীয় অভিযান
ইউএসএসআর ভোস্তোক ১
৫ই মে, ১৯৬১ মনুষ্যবাহী নভোযান প্রেরণের যোগ্যতা অর্জন করল দ্বিতীয় একটি জাতি নাসা মার্কারি-রেডস্টোন ৩
৭ই মার্চ, ১৯৬২ কক্ষপথে স্থাপিত প্রথম সৌর মানমন্দির নাসা ওএসও-১
১৪ই ডিসেম্বর, ১৯৬২ প্রথম গ্রহীয় ফ্লাইবাই। শুক্র গ্রহের ৩৪,৭৭৩ কিলোমিটার কাছ দিয়ে উড়ে যায়। নাসা মেরিনার ২
১৬ই জুন, ১৯৬৩ মহাকাশে প্রথম নারী (ভালেন্তিনা তেরেশকোভা) ইউএসএসআর ভোস্তোক ৬
১৯শে জুলাই, ১৯৬৩ প্রথম পুনরায় ব্যবহারযোগ্য মনুষ্যবাহী নভোযান (উপকক্ষীয়) নাসা এক্স-১৫ উড্ডয়ন ৯০
২৬শে জুলাই, ১৯৬৩ প্রথম ভূ-সঙ্কালিক যোগাযোগ উপগ্রহ নাসা সিনকম ২
৫ই ডিসেম্বর, ১৯৬৩ প্রথম ভৌগোলিক নেভিগেশন উপগ্রহ ইউএস নেভি ন্যাভস্যাট
১৯শে আগস্ট, ১৯৬৪ প্রথম ভূ-স্থির যোগাযোগ উপগ্রহ নাসা সিনকম ৩
১২ই অক্টোবর, ১৯৬৪ প্রথম বহু-ক্রু বিশিষ্ট নভোযান (তিন জন) ইউএসএসআর ভোশখোদ ১
১৮ই মার্চ, ১৯৬৫ প্রথম বহির্যান কর্মকাণ্ড (এক্সট্রা-ভেহিকুলার অ্যাক্টিভিটি) ইউএসএসআর ভোশখোদ ২
৬ই এপ্রিল, ১৯৬৫ প্রথম বাণিজ্যিক যোগাযোগ উপগ্রহ ইন্টেলস্যাট ইন্টেলস্যাট ১
১৪ই জুন, ১৯৬৫ মঙ্গল গ্রহের প্রথম ফ্লাইবাই (সর্বনিম্ন দূরত্ব ৯,৮৪৬ কিমি) নাসা মেরিনার ৪
১৫ই ডিসেম্বর, ১৯৬৫ প্রথম কক্ষীয় মিলন (সমান্তরাল উড্ডয়ন, কোন ডকিং হয়নি) নাসা জেমিনি ৬এজেমিনি ৭
৩রা ফেব্রুয়ারি, ১৯৬৬ অন্য কোন বিশ্বে (চাঁদ) প্রথম আলতো অবতরণ
অন্য কোন বিশ্ব থেকে তোলা প্রথম ছবি
ইউএসএসআর লুনা ৯
১লা মার্চ, ১৯৬৬ অন্য কোন গ্রহে (শুক্র) প্রথম সংঘর্ষ ইউএসএসআর ভেনেরা ৩
১৬ই মার্চ, ১৯৬৬ প্রথম কক্ষীয় মিলন (ডকিংসহ) নাসা জেমিনি ৮/এজিনা টার্গেট ভেহিক্‌ল
৩রা এপ্রিল, ১৯৬৬ অন্য কোন বিশ্বের (চাঁদ) কক্ষপথে প্রথম কৃত্রিম উপগ্রহ ইউএসএসআর লুনা ১০
২রা জুন, ১৯৬৬ চাঁদে প্রথম মার্কিন আলতো অবতরণ
চাঁদ থেকে তোলা প্রথম মার্কিন ছবি
নাসা সারভেয়ার ১
২৩শে এপ্রিল, ১৯৬৭ প্রথম মহাকাশ উড্ডয়ন দুর্ঘটনা ইউএসএসআর সোয়ুজ ১
৩০শে অক্টোবর, ১৯৬৭ মনুষ্যবিহীন নভোযানের প্রথম মিলন ও ডকিং ইউএসএসআর কসমস ১৮৬কসমস ১৮৮
২১শে ডিসেম্বর, ১৯৬৮ প্রথমবারের মত মানুষ অন্য কোন জ্যোতিষ্ককে (চাঁদ) আবর্তন করে নাসা অ্যাপোলো ৮
১৬ই জানুয়ারি, ১৯৬৯ মনুষ্যবাহী নভোযানের প্রথম ডকিং ও ক্রু বিনিময় ইউএসএসআর সোয়ুজ ৪সোয়ুজ ৫
২১শে জুলাই, ১৯৬৯ চাঁদে প্রথম মানুষ ও অন্য কোন জ্যোতিষ্ক থেকে প্রথম নভোযান উৎক্ষেপণ নাসা অ্যাপোলো ১১
১৯শে নভেম্বর, ১৯৬৯ কোন জ্যোতিষ্কের পৃষ্ঠতলে প্রথম মহাকাশ মিলন নাসা অ্যাপোলো ১২সারভেয়ার ৩

১৯৭০-১৯৮০[সম্পাদনা]

তারিখ অভিযানের অর্জন রাষ্ট্র বা সংস্থা অভিযানের নাম
২৪শে সেপ্টেম্বর, ১৯৭০ চাঁদ থেকে স্বয়ংক্রিভাবে প্রথম নমুনা আনয়ন ইউএসএসআর লুনা ১৬
২৩শে নভেম্বর, ১৯৭০ প্রথম চান্দ্র রোভার ইউএসএসআর লুনোখোদ ১
১২ই ডিসেম্বর, ১৯৭০ প্রথম এক্স-রশ্মি কক্ষীয় মানমন্দির নাসা উহুরু
১৫ই ডিসেম্বর, ১৯৭০ অন্য কোন গ্রহে (শুক্র) প্রথম আলতো অবতরণ
অন্য গ্রহ থেকে প্রথম সংকেত প্রেরণ
ইউএসএসআর ভেনেরা ৭
২৩শে এপ্রিল, ১৯৭১ প্রথম মহাকাশ স্টেশন ইউএসএসআর সালিয়ুত ১
জুন, ১৯৭১ প্রথম মনুষ্যবাহী কক্ষীয় মানমন্দির ইউএসএসআর ওরিয়োন ১
১৪ই নভেম্বর, ১৯৭১ First orbit around another planet (মঙ্গল) নাসা মেরিনার ৯
২৭শে নভেম্বর, ১৯৭১ মঙ্গলে প্রথম সংঘর্ষ ইউএসএসআর মার্স ২
২রা ডিসেম্বর, ১৯৭১ মঙ্গলে প্রথম আলতো অবতরণ
মঙ্গলের পৃষ্ঠতল থেকে প্রথম সংকেত প্রেরণ
ইউএসএসআর মার্স ৩
৩রা মার্চ, ১৯৭২ সূর্য থেকে দূরে মুক্তি প্রাসে প্রেরিত প্রথম মানব নির্মীত বস্তু নাসা পায়োনিয়ার ১০
১৫ই জুলাই, ১৯৭২ প্রথম অভিযান যা গ্রহাণু বেষ্টনী পেরিয়ে গেল। এটা সৌরজগতের অভ্যন্তরভাগ পেরিয়ে যাওয়া প্রথম অবিযান নাসা পায়োনিয়ার ১০
৩রা ডিসেম্বর, ১৯৭৩ বৃহস্পতির প্রথম ফ্লাইবাই (১৩০,০০০ কিমি) নাসা পায়োনিয়ার ১০
৫ই ফেব্রুয়ারি, ১৯৭৪ শুক্র গ্রহের ৫,৭৬৮ কিমি কাছ দিয়ে ফ্লাইবাই, মহাকর্ষীয় সহযোগিতামূলক কুশলী অভিযান নাসা মেরিনার ১০
২৯শে মার্চ, ১৯৭৪ বুধ গ্রহের প্রথম ফ্লাইবাই, ৭০৩ কিমি কাছ দিয়ে নাসা মেরিনার ১০
১৫ই জুলাই, ১৯৭৫ প্রথম বহুজাতিক মনুষ্যবাহী মহাকাশ অভিযান ইউএসএসআর নাসা অ্যাপোলো-সোয়ুজ টেস্ট প্রজেক্ট
২০শে অক্টোবর, ১৯৭৫ শুক্র গ্রহের চারদিকে প্রথম ঘূর্ণন ইউএসএসআর ভেনেরা ৯
২২শে অক্টোবর, ১৯৭৫ অন্র কোন গ্রহের (শুক্র) পৃষ্ঠ থেকে তোলা প্রথম ছবি ইউএসএসআর ভেনেরা ৯
২০শে জুলাই, ১৯৭৬ মঙ্গলের পৃষ্ঠ থেকে প্রথম ছবি ও নমুনা সংগ্রহ নাসা ভাইকিং ল্যান্ডার
২৬শে জানুয়ারি, ১৯৭৮ প্রথম রিয়েল টাইম দূর নিয়ন্ত্রিত অতিবেগুনি কক্ষীয় মানমন্দির নাসা এসা এসইআরসি ইন্টারন্যাশনাল আল্ট্রাভায়োলেট এক্সপ্লোরার
২রা মার্চ, ১৯৭৮ প্রথম নভোচারী যিনি যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোন দেশেরই নন (ভ্লাদিমির রেমেক) ইউএসএসআর চেকোশ্লোভাকিয়া সোয়ুজ ২৮
৫ই মার্চ, ১৯৭৯ বৃহস্পতির ফ্লাইবাই। সর্বনিম্ন দূরত্ব ৩৪৯,০০০ কিমি নাসা ভয়েজার ১
১লা সেপ্টেম্বর, ১৯৭৯ শনির প্রথম ফ্লাইবাই, ২১,০০০ কিমি কাছ দিয়ে নাসা পায়োনিয়ার ১১
১২ই নভেম্বর, ১৯৮০ শনির ফ্লাইবাই। সর্বনিম্ন দূরত্ব ১২৪,০০০ কিমি নাসা ভয়েজার ১

১৯৮১-বর্তমান[সম্পাদনা]

তারিখ অভিযানের অর্জন রাষ্ট্র বা সংস্থা অভিযানের নাম
১২ই এপ্রিল, ১৯৮১ প্রথম পুনরায় ব্যবহারযোগ্য মনুষ্যবাহী নভোযান (কক্ষীয়) নাসা কলাম্বিয়া
১লা মার্চ, ১৯৮২ শুক গ্রহের মাটির প্রথম নমুনা সংগ্রহ এবং অন্য কোন বিশ্বে প্রথম শব্দধারণ ইউএসএসআর ভেনেরা ১৩
২৫শে জানুয়ারি, ১৯৮৩ অবলোহিত কক্ষীয় মানমন্দির নাসা এসইআরসি এনআইভিআর আইআরএএস
২৩শে মার্চ, ১৯৮৩ অতিবেগুনি কক্ষীয় মানমন্দির ইউএসএসআর ফ্রান্স আস্ত্রোন
১৩ই জুন, ১৯৮৩ নেপচুন পেরিয়ে যাওয়া প্রথম নভোযান। প্রথম নভোযান যা সৌরজগতের সবগুলো গ্রহ পেরিয়ে যায় নাসা পায়োনিয়ার ১০
২৫শে জুলাই, ১৯৮৪ কোন নারীর প্রথম বহির্যান কর্মকাণ্ড ইউএসএসআর সালিয়ুত ৭
২৪শে জানুয়ারি, ১৯৮৬ ইউরেনাসের প্রথম ফ্লাইবাই, ৮১,৫০০ কিমি কাছ দিয়ে নাসা ভয়েজার ২
১৯শে ফেব্রুয়ারি, ১৯৮৬ সঠিকভাবে বাসযোগ্য দীর্ঘমেয়াদি প্রথম গবেষণামূলক মহাকাশ স্টেশন ইউএসএসআর মির
২৫শে আগস্ট, ১৯৮৯ নেপচুনের প্রথম ফ্লাইবাই নাসা ভয়েজার ২
১লা ডিসেম্বর, ১৯৮৯ অতিবেগুনি থেকে গামা রশ্মি বর্ণালি পর্যবেক্ষণের জন্য কক্ষীয় মানমন্দির ইউএসএসআর ফ্রান্স ডেনমার্ক বুলগেরিয়া গ্রানাত
২৪শে এপ্রিল, ১৯৯০ আলোক পর্যবেক্ষণকারী কক্ষীয় মানমন্দির নাসা এসা হাবল মহাকাশ দুরবিন
২রা ডিসেম্বর, ১৯৯০ প্রথম বাণিজ্যিক মনুষ্যবাহী নভোযান ইউএসএসআর জাপান সোয়ুজ টিএম-১১
২১শে অক্টোবর, ১৯৯১ প্রথম গ্রহাণু ফ্লাইবাই (৯৫১ গ্যাসপ্রা গ্রহাণুর ১,৬০০ কিমি নিকট দিয়ে) নাসা গ্যালিলিও
৮ই ফেব্রুয়ারি, ১৯৯২ সূর্যের চারদিকে প্রথম মেরুদেশীয় কক্ষপথ নাসা এসা ইউলিসিস
৭ই ডিসেম্বর, ১৯৯৫ বৃহস্পতির কক্ষপথে প্রথম ঘূর্ণন নাসা গ্যালিলিও
৭ই ডিসেম্বর, ১৯৯৫ কোন গ্যাস দানবের (বৃহস্পতি) বায়ুমণ্ডলে প্রথম অভিযান নাসা গ্যালিলিওর বায়ুমণ্ডলীয় প্রবেশ সন্ধানী যান
৭ই জুলাই, ১৯৯৮ সাবমেরিনের উৎক্ষেপণ ব্যবস্থার প্রথম নভোযান রাশিয়া নোভোমোশকোভ্‌স্ক্‌ (ক-৪০৭)
১৪ই ফেব্রুয়ারি, ২০০০ প্রথম কোন গ্রহাণুকে প্রদক্ষিণ (৪৩৩ ইরস) নাসা নিয়ার শোমেকার
১২ই ফেব্রুয়ারি, ২০০১ কোন গ্রহাণুতে প্রথম অবতরণ (৪৩৩ ইরস) নাসা নিয়ার শোমেকার
২৮শে এপ্রিল, ২০০১ প্রথম মহাকাশ পর্যটক (ডেনিস টিটো) রাশিয়া যুক্তরাষ্ট্র সোয়ুজ টিএম-৩২
১৫ই অক্টোবর, ২০০৩ মনুষ্যবাহী মহাকাশ অভিযানের ক্ষমতা অর্জনকারী তৃতীয় রাষ্ট্র চীন শেন্‌চৌ ৫
৪ঠা জানুয়ারি, ২০০৪ মুক্ত রেঞ্জিং এর মঙ্গলীয় রোভার নাসা স্পিরিট রোভার
২৫শে জানুয়ারি, ২০০৪ মুক্ত রেঞ্জিং এর মঙ্গলীয় রোভার নাসা অপরচুনিটি রোভার
২১শে জুন, ২০০৪ প্রথম ব্যক্তি মালিকানাধীন মনুষ্যবাহী মহাকাশ অভিযান (উপকক্ষীয়) এমএভি স্পেসশিপওয়ান ১৫পি
১লা জুলাই, ২০০৪ শনি গ্রহের কক্ষপথে প্রথম ঘূর্ণন নাসা এসা এএসআই কাসিনি-হাওখেন্স
১৪ই জানুয়ারি, ২০০৫ টাইটানে প্রথম আলতো অবতরণ এসা নাসা এএসআই কাসিনি-হাওখেন্স