মঞ্জিল (১৯৭৯-এর চলচ্চিত্র)
মঞ্জিল | |
---|---|
![]() পোস্টার | |
পরিচালক | বসু চট্টোপাধ্যায় |
প্রযোজক | জয় পাওয়ার রাজ প্রকাশ রাজীব সুরী |
রচয়িতা | আশিষ বর্মণ |
শ্রেষ্ঠাংশে | অমিতাভ বচ্চন মৌসুমী চট্টোপাধ্যায় |
সুরকার | রাহুল দেব বর্মণ |
চিত্রগ্রাহক | কে. কে. মহাজন |
সম্পাদক | জি. জি. মায়েকর |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
মঞ্জিল (হিন্দি: मंज़िल; অর্থঃ গন্তব্য) হচ্ছে ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। বসু চট্টোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্রটির নায়ক-নায়িকা ছিলেন অমিতাভ বচ্চন এবং মৌসুমী চট্টোপাধ্যায়;[১] এই চলচ্চিত্রটি ছিলো আসলে মৃণাল সেন-এর আকাশ কুসুম (১৯৬৫) চলচ্চিত্রের পুনঃনির্মাণ। আকাশ কুসুম দর্শপ্রিয়তা পায়নি তবে এই মঞ্জিল অনেক দর্শকপ্রিয়তা পেয়েছিলো এবং এই চলচ্চিত্রটির গানগুলোও অনেক মানুষ তাদের স্মৃতিতে অনেক দিন ধরে রেখেছিলো। বোম্বে শহরের বৃষ্টিতে ভিজছেন অমিতাভ এবং মৌসুমি - এরকম একটি দৃশ্যের গান হলো রিম ঝিম গিরে সাওয়ান, লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটি কালজয়ী গানের মর্যাদা পেয়ে যায়।[২]
অভিনয়ে[সম্পাদনা]
- অমিতাভ বচ্চন - অজয় চন্দ্র
- মৌসুমী চট্টোপাধ্যায় - অরুণা খোসলা
- রাকেশ পাণ্ডে - সি এ প্রকাশ মারিওয়ালা
- সত্যেন্দ্র কাপুর - জনাব খোসলা
গানের তালিকা[সম্পাদনা]
চলচ্চিত্রটির গানগুলোর সুরকার ছিলেন রাহুল দেব বর্মণ এবং গীতিকার ছিলেন যোগেশ।[৩]
নং | শিরোনাম | কণ্ঠশিল্পী |
---|---|---|
১ | "মান মেরা চাহে" | আশা ভোঁসলে |
২ | "রিম ঝিম গিরে সাওয়ান" (১) | লতা মঙ্গেশকর |
৩ | "রিম ঝিম্ম গিরে সাওয়ান" | কিশোর কুমার |
৪ | "তুম হো মেরে দিল কি ধাড়কান" | কিশোর কুমার |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Manzil (1979)"। thehindu.com। ২৭ আগস্ট ২০১৫।
- ↑ "Amitabh Bachchan's Movies That Were Directed By Basu Chatterjee, See List"। republicworld.com। ২৮ এপ্রিল ২০২০।
- ↑ "Happy birthday RD Burman: Celebrate the musical genius with these 10 songs perfect for your monsoon playlist"। hindustantimes.com। ২৭ জুন ২০১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মঞ্জিল (ইংরেজি)