আকাশ কুসুম
অবয়ব
আকাশ কুসুম | |
---|---|
পরিচালক | মৃণাল সেন |
প্রযোজক | পূর্বাচল ফিল্ম প্রোডাকশন্স |
রচয়িতা | আশীষ বর্মণ |
শ্রেষ্ঠাংশে | সৌমিত্র চট্টোপাধ্যায় অপর্ণা সেন শুভেন্দু চট্টোপাধ্যায় |
সুরকার | সুধীন দাশগুপ্ত |
চিত্রগ্রাহক | শৈলজা চট্টোপাধ্যায় |
মুক্তি | ১৯৬৫ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
আকাশ কুসুম ১৯৬৫ সালে মুক্তি পাওয়া মৃণাল সেন পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি হিন্দি ভাষায় মঞ্জিল নামে পুনঃনির্মাণ করা হয় যেটি ১৯৭৯ সালে মুক্তি পেয়েছিলো যদিও মঞ্জিল চলচ্চিত্রটির কাহিনী আকাশ কুসুমের কাহিনীর মতো পুরোপুরি ছিলোনা।
কাহিনী
[সম্পাদনা]অজয় গরীব ঘরের ছেলে তবে সে একজন স্নাতক, একদিন এক বিয়ের অনুষ্ঠানে সে মণিকা নামের এক মেয়ের সাথে পরিচিত হয় আর তাকে ভালো লেগে যায় অজয়ের। অজয় মণিকার কাছে ধনী পরিবারের ছেলে এবং সামাজিক ভাবে প্রতিষ্ঠিত একজন উচ্চ পর্যায়ের পুরুষ সাজে কারণ মণিকা একজন ধনী পরিবারের মেয়ে। অজয় আর মণিকা দুজনেই একে অপরের প্রেমে পড়ে যায় তবে অজয়ের আসল পরিচয় এক সময় ফাঁস হয়ে যায় আর মণিকার পরিবার অজয়কে মেনে নেয় না এবং মণিকাও অজয়ের সঙ্গে আর প্রেমের সম্পর্ক চালিয়ে যাবেনা বলে সিদ্ধান্ত নেয় যদিও মণিকা অনেক ব্যথিত হয়।
অভিনয়ে
[সম্পাদনা]- সৌমিত্র চট্টোপাধ্যায় - অজয়
- অপর্ণা সেন - মণিকা
- শুভেন্দু চট্টোপাধ্যায় - সত্যেন
- হারাধন বন্দ্যোপাধ্যায় - মণিকার বাবা
- শোভা সেন - মণিকার মা
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে আকাশ কুসুম (ইংরেজি)