ভাদুন

স্থানাঙ্ক: ২৩°৫৬′২২″ উত্তর ৯০°২৭′৩২″ পূর্ব / ২৩.৯৩৯৫৮০৩° উত্তর ৯০.৪৫৮৯৮২৩° পূর্ব / 23.9395803; 90.4589823
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভাদুন
গ্রাম
ভাদুন বাংলাদেশ-এ অবস্থিত
ভাদুন
ভাদুন
বাংলাদেশে অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৬′২২″ উত্তর ৯০°২৭′৩২″ পূর্ব / ২৩.৯৩৯৫৮০৩° উত্তর ৯০.৪৫৮৯৮২৩° পূর্ব / 23.9395803; 90.4589823
দেশবাংলাদেশ
বিভাগঢাকা
জেলাগাজীপুর
উপজেলাসদর
সরকার
 • ধরনসিটি কর্পোরেশন
 • শাসকজিসিসি
ভাষা
 • জাতীয়বাংলা
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬:০০)
পোস্টকোড১৭২১

ভাদুন হলো বাংলাদেশের গাজীপুর জেলার একটি গ্রাম। এটি ধারাবাহিক নাটক শুটিংয়ের জন্য বিখ্যাত। এটি "শুটিং গ্রাম" নামে পরিচিত পূবাইলের অন্যতম একটি গ্রাম।[১] ২০০৩ হতে গ্রামটি চিত্রগ্রহণের জন্য প্রযোজক পরিচালকদের কাছে জনপ্রিয় হয়। হলি ক্রস রিট্রিট অ্যান্ড প্যাস্টোরাল সেন্টার নামক কবরস্থান এই গ্রামে অবস্থিত।[২]

অবস্থান[সম্পাদনা]

গাজীপুর জেলার পূবাইলে অবস্থিত গ্রামটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ২১ কিলোমিটার ও গাজীপুর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত।[৩][৪]

ইতিহাস[সম্পাদনা]

এই গ্রামে পরিচালক আমজাদ হোসেনের একুশে টেলিভিশনে সম্প্রচারিত ধারাবাহিক নাটক আগুন লাগা সন্ধ্যা-এর শুটিংয়ের পর গ্রামটি পরিচিতি পায়। নব্বইয়ের দশকে নাটক বা চলচ্চিত্রের শুটিংয়ে গ্রামের দৃশ্য দেখাতে ঢাকা থেকে অনেক দূরে যেতে হতো। ১৯৯৭ সালে আমজাদ হোসেন ধারাবাহিক নাটকটির জন্য একটি নতুন গ্রাম খুঁজতে শুরু করেন। ভাদুন গ্রামে পৌঁছে তিনি শুটিংয়ের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে পান, কিন্তু বাড়ির মালিক নিজের বাড়িটিকে শুটিং করতে দিতে অস্বীকার করেন। পরে আমজাদ তার সাথে আলোচনা করে তাকে রাজি করান।[৩] আমজাদ হোসেন গ্রামে তার পরিচিত এক ব্যক্তির বাড়িকে শুটিং হাউসে পরিণত করেন। এরপর সালাহউদ্দিন লাভলু তার বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের শুটিং এই গ্রামেই করেন। সেগুলোর মধ্যে অন্যতম ছিলো সাকিন সারিসুরি। এভাবে ধারাবাহিক নাটকের শুটিংয়ের জন্য গ্রামটি জনপ্রিয় হয়ে ওঠে।[৫]

২০২০ সালে কোভিড-১৯ মহামারীর কারণে এই গ্রামে শুটিং ৭ মাসের জন্য বন্ধ ছিলো। ৭ মাস পর সরকার পুনরায় সেখানে শুটিংয়ের অনুমতি দেয়।[৬][৭]

শুটিং হাউস[সম্পাদনা]

২০০৬ সাল পর্যন্ত এই গ্রামে একটির বেশি শুটিং হাউস ছিল না, কিন্তু তারপরে শুটিং হাউসের সংখ্যা বাড়তে থাকে। ২০২২ সালের হিসেবে গ্রামটিতে ১০টি শুটিং হাউস রয়েছে। কিছু অভিনেতা শুটিংয়ের উদ্দেশ্যে এখানে বাড়ি তৈরি করেছেন।[৫] এই গ্রামে রয়েছে শাকিব খানের ‘জান্নাত হাউস’ শুটিং হাউস। এখানে মোশাররফ করিম তার দুই বন্ধু মিলে ৩ বছরের জন্য একটি বাসা ভাড়া নিয়ে শুটিং হাউসে পরিণত করেন। এছাড়া সালাহউদ্দিন লাভলুর এখানে একটি শুটিং হাউস ছিলো।[৩] গ্রামটির উল্লেখযোগ্য শুটিং হাউসগুলো হলো মেঘলা, আকাশ ভিলা, ঐশী স্যুটিং, বিলভিলা, হাসনাহেনা, শাহীনের বাড়ি, ভুবন, কৃষ্ণচূড়া ইত্যাদি।[৪]

বাণিজ্যিকীকরণ[সম্পাদনা]

গ্রামটির বাণিজ্যিকীকরণ শুরু হয় ২০০৩ সালে।[৩] ঢাকার খুব কাছে অবস্থিত হওয়ায় এই গ্রামটি প্রযোজকদের কাছে জনপ্রিয়। ২০০২ সাল পর্যন্ত,[৩] তারা এই গ্রামে শুটিংয়ের জন্য বাড়ি বা অন্যান্য উপকরণ পেতে অর্থ প্রদান করতো না, কিন্তু এখন তাদের ব্যবহার করার জন্য গ্রামবাসীদের কাছ থেকে ভাড়া নিতে হয়। টিবিএস নিউজ অনুযায়ী, ২০২২ সালে শুটিংয়ের জন্য একটি গরু পেতে ৳১,০০০ এবং মুরগির জন্য ৳২০০ দিতে হবে। শুটিংয়ের জন্য একটি বাড়ি পেতে প্রতিদিন কমপক্ষে ৳৪,০০০ ভাড়া দিতে হয়।[৫] ২০২২ সালে রাইজিংবিডি.কম-এর মতে এখানে বউ ভাড়া প্রতিদিন ৳৫০০ হারে পাওয়া যায়।[৪]

নগরায়ন[সম্পাদনা]

বর্তমানে নগরায়নের প্রভাবে গ্রামটি ধীরে ধীরে শহরে পরিণত হচ্ছে।[৪] এছাড়া শিল্পায়নের কারণে গ্রামটি প্রাকৃতিক ভারসাম্যহীনতায় ভুগছে।[৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "How Gazipur's Pubail became 'Shooting Village'"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৬ ডিসেম্বর ২০২১। ৩০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২ 
  2. "Former Notre Dame College principal Father Joseph Peixotto passes away"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০২১। ২৮ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২ 
  3. আলম, মঞ্জুরুল (৬ ডিসেম্বর ২০১৯)। "শুটিংয়ের গ্রাম"প্রথম আলো। ২৮ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২ 
  4. করিম, রেজাউল (২৬ মার্চ ২০২২)। "যে গ্রামে বউসহ সবকিছু ভাড়ায় পাওয়া যায়"রাইজিংবিডি.কম। ২৮ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২ 
  5. সিদ্দিকী, হাবিবুল্লাহ (১৩ এপ্রিল ২০২২)। "শুটিংয়ের গ্রাম পুবাইলের ভাদুন"টিবিএসনিউজ.নেট। ২৮ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২ 
  6. "আবার জেগে উঠেছে নাটকের গ্রাম"নয়া দিগন্ত। ২৫ সেপ্টেম্বর ২০২০। ৩০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২ 
  7. সরকার, শিহাব (৬ ফেব্রুয়ারি ২০২১)। "Of a village, its showbiz economy"দ্যফাইন্যান্সিয়ালএক্সপ্রেস.কম.বিডি (ইংরেজি ভাষায়)। ৩০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২ 
  8. আহসান, সোহেল (৮ অক্টোবর ২০২০)। "শুটিং স্পট: বিড়ম্বনায় চাপাবাজরা"যুগান্তর। ২৮ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২