ব্যবহারকারী আলাপ:Tanvir Anjum Rakin

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

 মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৮:৪৯, ১৮ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বন্ধু আছে, আর কী লাগে?[সম্পাদনা]

বন্ধু দিবসের শুভেচ্ছা

“বন্ধুত্ব তখনই জন্ম নেয়, যখন একজন আরেকজনকে বলে, ‘কী! তুমিও? আমি ভেবেছিলাম আমি এখানে একাই আছি।’”

—সি. এস. লেউইস

উইকিপিডিয়ার পদযাত্রায় আমরা সহযোগী, সহযাত্রী, সহকর্মী, সহপাঠী; আমরা বন্ধু।

বিশ্ব বন্ধু দিবসের মহালগ্নে তোমাকে জানাই অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন।

আদিভাই, ২ আগস্ট ২০২০, রবিবার
সুপ্রিয় Tanvir Anjum Rakin, শুভেচ্ছা নেবেন। আপনাকে উইকিপ্রকল্প নটর ডেম কলেজে যোগদানের আমন্ত্রণ জানাচ্ছি। উইকিপ্রকল্প নটর ডেম কলেজ হলো এমন একটি সম্মিলিত প্রয়াস, যেখানে উইকিপিডিয়ানরা, বিশেষ করে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা, সম্মিলিতভাবে নটর ডেম কলেজ সংশ্লিষ্ট নিবন্ধগুলো তৈরি ও নিবন্ধগুলোর মানোন্নয়ন করে থাকেন। এই উইকিপ্রকল্পে অংশগ্রহণের জন্য আপনি আপনার নাম এখানে যুক্ত করতে পারেন। এছাড়া আপনি আপনার ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী উইকিপ্রকল্প নটর ডেম কলেজ}} যুক্ত করতে পারেন। এতে আপনার নাম উইকিপ্রকল্প নটর ডেম কলেজের সদস্যবৃন্দ বিষয়শ্রেণীতে যুক্ত হবে।

শুভেচ্ছান্তে—
উইকিপ্রকল্প নটর ডেম কলেজের পক্ষে, বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১১:৪৪, ১২ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]