ব্যবহারকারী আলাপ:Tahsin Ahnav
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]
সুপ্রিয় Tahsin Ahnav! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি।
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৫:০৩, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি) |
নিবন্ধের নাম[সম্পাদনা]
শুভেচ্ছা নিন, মোস্তফা কামাল পাশা নিবন্ধের নামের পাশে "রাজনীতিবিদ" লাগানোর দরকার নেই। কারণ এই নামে বাংলা উইকিতে আর কোন নিবন্ধ নেই। ফলে রাজনীতিবিদ লাগিয়ে দ্ব্যর্থতা নিরসনের দরকার নেই। ধন্যবাদ আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৬, ২৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
বুঝতে পারছি কেন করেছেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৪, ২৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
ব্যাঘ্র প্রকল্প ২০১৯[সম্পাদনা]
সুধী,
আপনাকে ব্যক্তিগতভাবে অনুরোধ জানাচ্ছি এখানে অংশগ্রহণ করতে। আপনার সহায়তা ও নিবন্ধ তৈরী এই ছোট্ট উইকিকে এগিয়ে নিয়ে যায় ও আমাদের মত সম্পাদকদের উতসাহ প্রদান করে তাই এই অনুরোধ। উক্ত পাতায় তালিকা দেওয়া আছে তা থেকে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করা যাবে, বিস্তারিত নিয়মাবলী সংযোগে দেওয়া আছে। বর্তমানে বাংলা এই প্রতিযোগিতায় চতুর্থ স্থানে আছে আপনার যোগদানে, অবিলম্বে বাংলা প্রথমে চলে যেতে পারে। অপেক্ষায় রইলাম। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৭, ২৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র[সম্পাদনা]
আপনার পরিবর্তন বাতিল করা হয়েছে কারণ মেয়র এখনো আগেরজনই আছেন। আর নিবন্ধের ভেতর “শপথ নেওয়ার দিন থেকে নতুনজনের তারিখ শুরু হবে” এরকম একটা সতর্কতাও দেওয়া ছিলো। পরেরবার দয়া করে এগুলো একটু খেয়াল করবেন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৫, ১৮ মার্চ ২০২০ (ইউটিসি)
- শেখ ফজলে নূর তাপস বা উত্তর সিটি কর্পোরেশন নিবন্ধেও একই কথা। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৮, ১৮ মার্চ ২০২০ (ইউটিসি)
- আপনি পুনরায় একই ভুল তথ্য একই নিবন্ধে যুক্ত করেছেন। দয়া করে বারবার বলার পরও ভুল তথ্য যুক্ত করবেন না। সেক্ষেত্রে আপনার সম্পাদনায় বাধা দেওয়া হতে পারে।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:২৩, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
অপ্রয়োজনীয় সম্পাদনা[সম্পাদনা]
সুধী, আপনি অনেক নিবন্ধে বেশ অপ্রয়োজনীয় ও মাঝেমাঝে ভুল সম্পাদনাও করছেন। যেমন সংসদ সদস্যদের ক্ষেত্রে সম্মানসূচক শব্দ ব্যবহার করছেন যা নিরপেক্ষতা লঙ্ঘন করে, আবার constituency_MP থেকে আসন কেটে দিয়েছেন, এরকম ছোটখাটো কিছু সম্পাদনা করছেন যার অধিকাংশ অপ্রয়োজনীয় বা ভুল অথবা একটি বিষয় ঠিক করতে গিয়ে আপনি আরও চারটি কাজ বাড়াচ্ছেন। আলাপ পাতায় মন্তব্য করার পর আপনি উত্তরও দিচ্ছেন না। ঠিক উপরের অনুচ্ছেদের যেমনটি বলেছিলাম কিন্তু আপনি উপরের কাজটিও আবার করেছিলেন। সুতরাং উত্তর না দিলে বুঝার উপায় নেই যে, আপনি এই মন্তব্যগুলো আমলে নিচ্ছেন। এরকম করতে থাকলে কিন্তু আপনাকে পরে বাধা দেওয়া হতে পারে। তাই আলোচনা করুন ও আপনি কেন করছেন যা করছেন সেগুলো নিবন্ধের সম্পাদনা সারাংশে উল্লেখ করুন অথবা এখানে ব্যাখ্যা করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৪২, ৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)
তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।। ইতি Tahsin Ahnav Tahsin Ahnav (আলাপ) ১১:১৬, ৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)