ব্যবহারকারী আলাপ:Tahmid(into the unknown)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৭:০৬, ২১ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বাহলুল[সম্পাদনা]

সুধী, জরুরী সিদ্ধান্ত মোতাবেক বাহলুল পাতাটি এডিটাথনে গ্রহণ করা হবে না। তাই নিবন্ধটি এডিটাথন উপলক্ষে তৈরি না করার অনুরোধ করছি। তবে আপনি চাইলে এমনিতেই অনুবাদ করতে পারেন। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ০৭:০৯, ২৪ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সুধি, লক্ষ্য এবার লক্ষ নিবন্ধ এডিটাথনে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। আপনি ইতিমধ্যে ৭টি নিবন্ধ ফাউন্টেনে জমা দিয়েছেন, এবং ৩টি গৃহীত হয়েছে, তার জন্যে আপনাকে অভিনন্দন। তবে আপনার জমাকৃত মেসিডনীয় যুদ্ধসমূহ নিবন্ধটির অনুবাদ এবং রচনাশৈলীর বর্তমান গুণমান উক্ত নিবন্ধ এডিটাথনে গৃহীত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। অনুগ্রহ করে যথা শিঘ্র সম্ভব নিবন্ধ সংশোধন এবং পরিষ্কারকরণ করুন। অন্যথায় এটি এডিটাথনের অংশ হিসাবে গ্রহণ করা হবে না। ধন্যবাদান্তে, য় (১৮:০০, ২৪ আগস্ট ২০২০ (ইউটিসি))[উত্তর দিন]

য় নিবন্ধটি সংশোধনের প্রচেষ্টা করেছি।আপনার মতামতের অপেক্ষায় রইলাম Tahmid(into the unknown) (আলাপ) ১৬:০৯, ২৬ আগস্ট ২০২০ (ইউটিসি) [উত্তর দিন]

লক্ষ্য এবার লক্ষ এডিটাথন পদক[সম্পাদনা]

লক্ষপূরণ পদক
প্রিয় Tahmid(into the unknown),
বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত, ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১:৫৭, ১৬ জুন ২০২১ (ইউটিসি)

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]

সুপ্রিয় Tahmid(into the unknown),
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]