বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Shamim Sarker

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]

ফিরতি বার্তা

[সম্পাদনা]
সুপ্রিয়, Shamim Sarker। Knight khalifa-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৮:৪৫, ৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

Knight khalifa (আলাপ) ০৮:৪৫, ৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি

[সম্পাদনা]

সকল কলেজে উপস্থিত থাকা বাধ্যতামূলক এটা যেমন ঠিক তেমনি কিছু কলেজ এটাকে অত্যাধিক গুরুত্ব দেয়। তবে এটাকে গুরুত্বহীন মনে হলে শুধু ততটুকু তথ্য মুছে ফেলতে পারেন, এর বেশি মুছে ফেলা অসঙ্গত। ধন্যবাদ Shahadat.natore6400 (আলাপ) ০৪:৫০, ১৭ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি

[সম্পাদনা]

সকল কলেজে উপস্থিত থাকা বাধ্যতামূলক এটা যেমন ঠিক তেমনি কিছু কলেজ এটাকে অত্যাধিক গুরুত্ব দেয়। তবে এটাকে গুরুত্বহীন মনে হলে শুধু ততটুকু তথ্য মুছে ফেলতে পারেন, এর বেশি মুছে ফেলা অসঙ্গত। ধন্যবাদ Shahadat.natore6400 (আলাপ) ০৪:৫১, ১৭ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

[সম্পাদনা]
সুপ্রিয়, Shamim Sarker। Ashiq Shawon-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

December 2015

[সম্পাদনা]

স্বাগতম, আমি Seth R। আমি লক্ষ্য করেছি যে সম্প্রতি আপনি পাতায় একটি পরীক্ষামূলক সম্পাদনা করেছেন। অভিনন্দন আপনার পরীক্ষাটি সংরক্ষিত হয়েছিল, আপনি যদি আরও পরীক্ষা নিরীক্ষা করতে চান, তবে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনার পরীক্ষামূলক সম্পাদনাটি অপসারণ করা হয়েছে। আপনি যদি মনে করেন, যে এই কাজটি ভুল হয়েছে অথবা এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ দয়াকরে না বুঝে অপসারণের ট্যাগ লাগাবেননা ধন্যবাদ-- Sethtalk ১১:১৫, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বড়ভাই আমি কোথায় পরীক্ষামুলক সম্পাদনা করেছি সেটা তো জানালেন না।Shamim Sarker (আলাপ) ১১:২৭, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
এম-১৫২ (মিশিগান হাইওয়ে) তে অপসারণ ট্যাগ লাগিয়েছেন। তার কোন চুক্ত নেই। ধন্যবাদ-- Sethtalk ১১:৩৭, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
অপসারণ ট্যাগ লাগানো কারণও উল্লেখ ছিল তা দেখেছেন। আর আপনি কি ইংরেজিটা পরেছেন। না পড়লে পরে নিন। এবার নিবন্ধের আলাপ পাতা পড়ার অনুরোধ করছি। বুঝতে পারবেন। নিবন্ধ অনুবাদের জন্য খুজতে গিয়ে দেখেছি ইংরেজি বাংলা দুটোই সম্পূর্ন আলাদা। সিনিয়র উইকিপিডিয়ান বলে সবসময় হুমকি দিতে পারেন না। আমি ভুল পেয়ে ট্যাগ লাগাইছি, আপনি শুদ্ধ মনে করলে ট্যাগ সরায় দেন।Shamim Sarker (আলাপ) ১১:৪৫, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
আপনি ঠিক বলেছেন। কিন্তু আপনি যুক্তিতে বলেছেন এটা ইংরেজি উইকিপিডিয়ার মত না। বাংলা উইকিপিডিয়ায় কিছু আর্টিকেল অন্যান্য উইকি থেকে অনুবাদ করা হতে পারে বা নিজ যোগ্যতায় হতে পারে। আরেকটা বিষয় বাংলা উইকিপিডিয়া ইংরেজি উইকিপিডিয়া ভিন্ন। প্রত্যেক উইকিতে সকলে মিলে আলোচনা করে নীতি করে। অন্য উইকি অনুসারে নয়। আর সিনিয়র উইকিপিডিয়ানরা কখনো হুমকি দেয়না। এটা হুমকি নয় শুধু একটা নোটিশ। নোটিশে কোন হুমকি দেওয়া হয় নি। ধন্যবাদ-- Sethtalk ১১:৫৩, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আপনি ঠিক কাজই করেছেন

[সম্পাদনা]
প্রিয় Shamim Sarker, আপনি এম-১৫২ (মিশিগান হাইওয়ে) নিবন্ধে অপসারণ ট্যাগ যোগ করে ঠিক কাজই করেছেন। পরীক্ষা করে দেখলাম এই ব্যবহারকারীর সাম্প্রতিক প্রায় প্রত্যেকটি নিবন্ধই অন্য কোন ইংরেজি নিবন্ধের অনুবাদ, যার সঙ্গে এই নিবন্ধগুলির কোন যোগ নেই বললেই চলে। ভুল তথ্য দিয়ে নিবন্ধ তৈরি করায় ধ্বংসপ্রবণতা বিবেচনা করে আমি নিবন্ধগুলিকে অপসারণ করে দিয়েছি। আর যদি কোন নিবন্ধে এই রকম গোলমাল নজরে পরে, অবশ্যই জানাবেন। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৩৬, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:উইকিপিডিয়া ১৫/অনলাইন

[সম্পাদনা]

সুপ্রিয় Shamim Sarker,
উইকিপিডিয়া ১৫ অনলাইন নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।

উইকিপিডিয়া ১৫ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
শুক্রবার ১৮:১০, ২৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

পদক প্রাপ্তি

[সম্পাদনা]
সম্পাদকের পদক
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৫:১২, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ ভাই। Shamim Sarker (আলাপ) ১৬:২০, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

এপ্রিল ফুল

[সম্পাদনা]

ভাই, আপনি এপ্রিল ফুল নিবন্ধে কেন বারবার পূর্বাবস্থায় ফিরিয়ে নিচ্ছেন? কেন আপনার মনে হচ্ছে বর্তমান সম্পাদনাটি ভুল ছিল?? -শাহাদাত সায়েম (আলাপ) ০৪:২৩, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

এপ্রিল ফুল

[সম্পাদনা]

প্রিয় শামীম সরকার, আমি লক্ষ্য করলাম এপ্রিল ফুল নিবন্ধে আপনি আমার এবং শাহাদাত সায়েমের সম্পাদনাটি রিভার্ট করেছেন। আমি বুঝলাম না কি কারণে করেছেন। আমাদের সম্পাদনায় কি সমস্যা ছিল। Sethtalk ০৪:২৮, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)

[সম্পাদনা]

সুপ্রিয় Shamim Sarker,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন