ব্যবহারকারী আলাপ:Sasa Pasa
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]
সুপ্রিয় Sasa Pasa! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি।
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৪:০৬, ৩ এপ্রিল ২০১৭ (ইউটিসি) |
নতুন নিবন্ধ[সম্পাদনা]
সুধী, শুভেচ্ছা নিবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। নতুন ব্যবহারকারী হিসেবে একটি কথাই বলব- ছোট ছোট একাধিক নতুন নিবন্ধ তৈরির চেয়ে মানসম্মত নিবন্ধ তৈরি করে উইকিপিডিয়ায় আপনার পদযাত্রা সফল করুন। এক্ষেত্রে অন্যের নিবন্ধগুলো ও মানোন্নয়ন করতে পারেন। আপনার সম্পাদনা সুখকর হোক। ধন্যবাদ। --আবু সাঈদ (আলাপ) ০৬:৫৪, ২ মে ২০১৭ (ইউটিসি) @ সাইদ উপদেশের জন্যে ধন্যবাদ ভাই। Sasa Pasa (আলাপ) ০৭:২১, ২ মে ২০১৭ (ইউটিসি)
- আসলে উপদেশ নয় ভাই। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি- অনেক সময় দেখা যায় উইকিতে লেখার জন্য একটা নিবন্ধ অনুসন্ধান করলাম। এবং নিবন্ধটা ইতোমধ্যে তৈরি হয়ে গেছে দেখে আর নিবন্ধের ভেতরের লিংকে ঢুকলাম না। কিন্তু নিবন্ধটা অনেক সময় মাত্র দুই তিন লাইনের বা মানসম্মত না ও থাকতে পারে, যা নিবন্ধে ঢুকলে হয়ত মানোন্নয়নের কাজ করা যেত। তাই এভাবে অনেক সময় আমরা বাংলা উইকিপিডিয়ায় মানোন্নয়নের কাজটা এড়িয়ে যাই। ফলে অনুসন্ধানকারীদের আমাদের কারণে বাংলা উইকিপিডিয়ার প্রতি অনেকটা অনাস্থা তৈরি হয়। অনুসন্ধান করতে গিয়ে অনেক নিবন্ধ পেয়েছি উল্লেখযোগ্য হওয়ার পরও যথার্থ নগণ্য। সেরকম একটা নিবন্ধের উদাহরণ দেই; ভাস্কো দা গামা নামের নিবন্ধটা অসম্পূর্ণ দেখে সম্প্রসারণ করার প্রয়োজন বোধ করি। আস্তে আস্তে দু চার লাইন করে এগুতে থাকি। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখলাম খুব কম ব্যবহারকারী এসেছেন নিবন্ধটা সম্প্রসারণ করতে!
তাই, উপদেশ নয়, অনুরোধের সুরে বলছি- যতদিন পর্যন্ত আমরা ঘটাকরে অন্যের নিবন্ধে সম্পাদনা ও মানোন্নয়নের কাজে এগিয়ে আসছি না, ততদিন যেন নিজেদের করা নিবন্ধ একটু একটু করে হলেও সম্প্রসারণ করি। সবাই মিলে বাংলা উইকিপিডিয়াকে দেই মানসম্মত সব নিবন্ধ উপহার। আবারো ধন্যবাদ জানাই। আপনার উইকি সম্পাদনা সার্থক হোক। --আবু সাঈদ (আলাপ) ০৮:২৬, ২ মে ২০১৭ (ইউটিসি)
- @ব্যবহারকারী:এম আবু সাঈদ, সাঈদ ভাই, জ্বী বাংল উইকিপিডিয়াতে এরকম অনেক নিবন্ধ এখনো অবহেলায় পড়ে আছে, যেমন কার্ল পপার, নাস্তিক্যবাদ, সিগমুন্ড ফ্রয়েড। আমি আমার তৈরি করা নিবন্ধগুলো আস্তে আস্তে সমৃদ্ধ করব।Sasa Pasa (আলাপ) ০৮:৩৬, ২ মে ২০১৭ (ইউটিসি)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]
সুপ্রিয় Sasa Pasa, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |