ব্যবহারকারী আলাপ:Nafis Fuad Ayon

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৩:৪১, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনার মাধ্যমে ঠিক করার আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয়, আপনি অভিযোগ করেছেন যে দিবস চাকমা নামের একজন বাংলা উইকির বিভিন্ন নিবন্ধে ভুল, মিথ্যা তথ্য যোগ করেছে। যা আছে তা ২-৩ গুণ বাড়িয়ে লিখেছে ইত্যাদি।

আমার পক্ষে যতটুকু সম্ভবত আমি সেইসব নিবন্ধ পরিষ্কার করেছি। বাকিটা ঠিক করতে আপনাকে স্বাগত জানাই। বাংলা উইকিতে বিশ্ব দূরে থাক, বাংলাদেশের সামরিক বাহিনীর নিয়ে, এর সরঞ্জামাদির নিবন্ধ নিয়ে লেখার লোকজন নাই। আপনার সাহায্য প্রত্যাশা করছি।


(কোন কারণে যদি আপনি নিজের মূল নাম ব্যবহার করে সম্পাদনা করতে না পারেন, আপনি চাইলে ছদ্মনাম থেকে লিখতে পারেন। আপনার ছদ্মনাম আমাকে ইমেইল করে জানালেই, দুই অ্যাকাউন্ট ব্যবহার জনিত আর কোন সমস্যা হবে না।) আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২১, ১৪ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

User:আফতাবুজ্জামান প্রথমেই আপনাকে স্বার্থহীন ভাবে বাংলা উইকিপিডিয়া লেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি | আমি মূলত ইংরেজি উইকিপিডিয়া তে লেখালেখি করি |সামরিক বিষয়ে আমি আসলেই অনেক অভিজ্ঞ | তবে পড়ার চাপ বাড়াতে এখন ইংরেজি উইকিপিডিয়াতেও বেশি এডিট করা হয় না | বাংলা উইকিপিডিয়া তে লেখা সমস্যা ছিলো না কিন্তু আমি বা আপনি যদি আজকে সঠিক তথ্য দেই ঘুম থেকে উঠে দেখবো আরেকজন ভুল তথ্য দিয়ে দিয়েছে | আমি মডারেটর নই | ইংরেজি উইকিপিডিয়াতে ভালো মডারেটর থাকার কারণে দিবস চাকমা বা এমন মিথ্যা তথ্য দেওয়া ছেলেদের আটকানো যায় | আর সামরিক ক্ষেত্রে বাংলা উইকিপিডিয়াতে ভালো লেখক পাওয়া যায় না | যারা লেখতে পারে তারা ফেসবুকে লাইক কমেন্ট এর লোভে লেখে | তাও সমস্যা ছিল না তবে একজনের সঠিক এডিট যদি আরেকজন এসে ভুল তথ্য দিয়ে দেয় তবে অনেক বড় সমস্যা| পাশাপাশি ফেসবুকে আমার উইকিপিডিয়া কার্যক্রমকে অনেকে যেমন ভালো বলেছে আর তেমনি কিছু মূর্খ বলেছে আমি নাকি ভাব দেখাই | নিজের গুরুত্বপূর্ণ সময় দেবার পরে যদি ভালো বলার কেউ না থাকে বা কাজ নষ্ট করে দেয় তখন খুবই বিরক্ত লাগে | এর পরেও আমি পরীক্ষামূলকভাবে সপ্তাহে এক ঘন্টা হলেও বাংলা উইকিপিডিয়াতে লেখার চেষ্টা করবো | তবে আমার ফ্রি সময়ের উপর তা নির্ভর করবে | আপনাকেও পরামর্শ নিজের কাজের উপর আগে গুরুত্ব দিন কেবল অবসরে এডিট করুন | আপনাকে কেউ স্মরণ করবে না সময় চলে গেলে | জানবেই না যে আপনি এতো পরিশ্রম করেছেন | Nafis Fuad Ayon (আলাপ) ১৭:৪২, ১৪ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
এই সামরিক ক্ষেত্রে না, বাংলা উইকিতে সব ক্ষেত্রেই লেখার যথেষ্ট লোকজন নাই। ফলে, চিন্তা করবেন না, আপনার সম্পাদনার পর আরেকজন এসে মিথ্যা তথ্য বসিয়ে দিবে না (এটা খুব কালে ভদ্রে ঘটে বাংলা উইকিতে)। যাইহোক, যেমন বললেন তেমন করেই এই ছোট্ট উইকিকে পারলে সাহায্য করুন। (অতীতে বহু লোক এমন আশ্বাস দিয়েছে কিন্তু পরে অবদান রাখে নি। আপনিও তেমন না হোন, সেই কামনা করছি।) কোন সাহায্য লাগলে আমাকে জানাবেন। অনেক ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫১, ১৪ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সুধী, নিবন্ধ টি সম্প্রসারণ ও অতিরিক্ত কিছু তথ্যসূত্র যোগ করার অনুরোধ করছি। ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ০৮:১৭, ১০ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil: ভাই অনেক ধন্যবাদ আপনাকে | এই সম্পর্কে আমার কাজ চলমান | আপনি কি একটু ধারণা দিবেন কবে নাগাদ এটিকে গুগলে সার্চ করলে পাওয়া যাবে ? এর পর আমি এটির সম্প্রসারণ করবো | Nafis Fuad Ayon (আলাপ) ০৮:৩০, ১০ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ব্যাপারটা গুগলের বটের উপর নির্ভরশীল। ইংরেজি উইকিপিডিয়ায় কিছু যোগ করার ৪৮ ঘন্টার মধ্যেই গুগল সার্চে পেয়েছি কিন্তু বাংলার ক্ষেত্রে হালনাগাদ হতে একটু সময় লাগে (ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে)। আপনি তথ্য যোগ করেন গুগলে খুব তাড়াতাড়িই আসবে —শাকিল হোসেন আলাপ ০৮:৪৯, ১০ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil: আপনাকে অনেক ধন্যবাদ ভাই | ইনশাআল্লাহ দুই সপ্তাহের মধ্যে আর্টিকেলটি আরো তথ্য, ছবি ও রেফারেন্স দিয়ে বড় করবো | Nafis Fuad Ayon (আলাপ) ১৫:১৫, ১১ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ[সম্পাদনা]

সুপ্রিয় Nafis Fuad Ayon,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২[সম্পাদনা]

সুপ্রিয় Nafis Fuad Ayon,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় Nafis Fuad Ayon,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]