বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Ahmad Kanik

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ দিন আগে "বটের জন্য আরও কাজ" অনুচ্ছেদে

কোনো পরামর্শ, বিজ্ঞপ্তি দিতে বা আমার সম্পাদনা নিয়ে আপত্তি জানাতে বা আমার বটের (KanikBot এবং নভে২০২৩ থেকে অভ্যর্থনা কমিটি বট-এও যুক্ত) গন্ডগোল নিয়ে জানাতে বা কোনো প্রশ্ন করতে এই পাতায় বার্তা রাখতে পারেন। পূর্বের আলোচনা সংগ্রহশালায় পাওয়া যাবে।

আলোচনা পাতা সংগ্রহশালায় স্থানান্তর

[সম্পাদনা]

@Ahmad Kanik, আমার আলোচনা পাতা সংগ্রহশালায় স্থানান্তর করা প্রয়োজন। পূর্ব অভিজ্ঞতা নেই, কী করতে হবে? সাকি 🇧🇩 (আলাপ) ০৬:৫৬, ৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@মোঃ সাকিবুল হাসান, আমি সংগ্রহশালায় নিয়ে দেবো? সাথে স্বয়ংক্রিয় সংগ্রহশালাও যুক্ত করে দেবো, নির্দিষ্ট কিছুদিন পর বট স্বয়ংক্রিয়ভাবে আলোচনা সংগ্রহশালায় নেবে। – Ahmed Reza Khan (আলাপ) ০৭:০২, ৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Ahmed Reza Khan, হ্যাঁ ভাই করে দেন। ধন্যবাদ। সাকি 🇧🇩 (আলাপ) ০৭:০৮, ৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আলাপ:ব্যবহারকারীর ভুল নিয়ে মুন্না ভাই1-এর প্রশ্ন (০৭:০০, ১৩ অক্টোবর ২০২৪)

[সম্পাদনা]

আমি এই আইডি কুলতে পারচিনা কেন --মুন্না ভাই1 (আলাপ) ০৭:০০, ১৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@মুন্না ভাই1: আপনি প্রশ্নটি তেমন বোধগম্য হল না। আইডি বলতে আপনার উইকিপিডিয়া অ্যাকাউন্ট হল "মুন্না ভাই1"। তবে লক্ষ্য করুন উইকিপিডিয়া কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা ব্লগ জাতীয় ওয়েবসাইট নয়: WP:NOT#SOCIALNET। — AKanik 💬 ০৭:০৮, ১৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪" এডিটাথনে অংশ নিন!

[সম্পাদনা]
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৪ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪
১২:৫০, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

হ্যাকাথনের আয়োজনে অংশগ্রহণের অনুরোধ

[সম্পাদনা]

প্রিয় Ahmad Kanik!
আপনি হয়তো অবগত আছেন, আগামী ১৫-১৬ নভেম্বর ২০২৪ বাংলা উইকিসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের একটি বিশেষ আয়োজন হিসেবে বাংলায় প্রথমবারের মতো হ্যাকাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হ্যাকাথনটি উইকিমিডিয়া প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করে একত্রিত হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবে।
এই হ্যাকাথনে আমাদের মধ্য থেকে প্রোগ্রামার, ডিজাইনার, ডকুমেন্টেটর এবং অন্যান্য আগ্রহীরা একত্রিত হয়ে দলগতভাবে কাজ করবো এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য নতুন টুল, বট বা অন্যান্য সমাধান তৈরি করবো। আপনি যদি মৌলিক প্রোগ্রামার, স্ক্রিপ্ট কিডি বা সাধারণ প্রোগ্রামার, ডকুমেন্টেটর বা অনুবাদক হিসেবে হ্যাকাথনে যুক্ত হতে চান; তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন।
হ্যাকাথনটিতে অন্যান্য কারিগরি কাজের মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনি ফ্যাব্রিকেটরে বাংলা উইকিগুলির বাকি থাকা কাজ, খসড়া নামস্থান সংক্রান্ত কারিগরি কাজ ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজ, নথিকরণসহ কারিগরি বা মৌলিক নীতিমালা অনুবাদের কাজও করতে পারবেন।

একনজরে
  • অনলাইন হ্যাকাথন : ১৪ - ১৬ নভেম্বর ২০২৪ (শেষদিন উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
  • উইকিসম্মেলন হ্যাকাথন : ১৫ নভেম্বর ২০২৪ (১৬ নভেম্বর উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
  • অংশগ্রহণকারী : প্রোগ্রামার, ডকুমেন্টেটর ও অনুবাদক
  • নিবন্ধন ফরম : গুগল ফরমে নিবন্ধন করুন
  • নিবন্ধনের শেষ তারিখ : অনলাইনের জন্য নিবন্ধনের শেষ তারিখ নেই, উইকিসম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি ২৩:৫৯) পর্যন্ত।

প্রযুক্তিবিদ, প্রযুক্তিপ্রেমী ও উইকিপ্রেমীদের অংশগ্রহণের অনুরোধ করছি। নিবন্ধনের পরে যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে
হ্যাকাথন আয়োজকদের পক্ষে,
MediaWiki message delivery (আলাপ) ০৬:৩৬, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বটের জন্য আরও কাজ

[সম্পাদনা]

ভাই, আপনার বটের জন্য আরও দুটো কাজ নিয়ে এলাম:

  • বট বর্তমানে অমুক্ত চিত্রের আকার হ্রাস করে ফাইল আপলোড করে। কাজটি করার পর বট যেন ঐ ছবির পাতার শীর্ষে {{subst:furd}} বসিয়ে দেয়। এছাড়া বট তার কাজ চালানোর সময় যদি দেখতে পায় যে একটি অমুক্ত চিত্রের একাধিক সংস্করণ রয়েছে, সেখানেও যেন এই ট্যাগ লাগিয়ে দেয়।
  • প্রশাসক কর্তৃক যখন অমুক্ত চিত্রের পূর্ববর্তী সংস্করণ অপসারণ হয়ে যাবে, বট যেন ঐ ছবির পাতার শীর্ষ থেকে {{অব্যবহৃত সংস্করণসহ অ-মুক্ত ফাইল|date=...}} সরিয়ে দেয়।

যদি কোড করা সম্ভব হয়, তাহলে একটু দেখুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৪, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: বট অনুমোদন নেয়ার সময় এগুলো উল্লেখ ছিল, কিন্তু আমার জানামতে, ব্যবহারকারী:RiazACU নিয়মিতই স্ক্রিপ্ট দিয়ে পুরাতন সংস্করণ অপসারণ করেন। এজন্য তিনি টেমপ্লেট ব্যবহার করেননা, বরং তালিকা তৈরি করে অপসারণ করেন। তালিকা তৈরিতেও স্ক্রিপ্ট ব্যবহার করেন। তাই আমি চিত্রগুলোতে বট দিয়ে ট্যাগ করার প্রয়োজন বোধ করিনি। এছাড়াও বর্তমানে ব্যস্ততার কারণে বটের কোনো কাজ করছিনা, ডিসেম্বরের শেষ দিকে করব হয়ত। তবে ব্যস্ততার মধ্যেও আমি বার্তা ও উল্লেখগুলোর ইমেইল বিজ্ঞপ্তি পাব এবং মাঝেমাঝে উত্তর দিব। — AKanik 💬 ১০:৫৬, ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ও, আচ্ছা। রিয়াজের স্ক্রিপ্ট দিয়ে করার বিষয়টি জানা ছিল না। তাহলে লাগবে না। আফতাবুজ্জামান (আলাপ) ০২:০০, ১৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন