ব্যবহারকারী আলাপ:Ahmad Kanik

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কোনো পরামর্শ, বিজ্ঞপ্তি দিতে বা আমার সম্পাদনা নিয়ে আপত্তি জানাতে বা আমার বটের (KanikBot এবং নভে২০২৩ থেকে অভ্যর্থনা কমিটি বট-এও যুক্ত) গন্ডগোল নিয়ে জানাতে বা কোনো প্রশ্ন করতে এই পাতায় বার্তা রাখতে পারেন। পূর্বের আলোচনা সংগ্রহশালায় পাওয়া যাবে।

অমীমাংসিত সম্পাদনা[সম্পাদনা]

উইকিপিডিয়া:নিরীক্ষক পাতায় আমার একটা সম্পাদনা অমীমাংসিত অবস্থায় রয়েছে। আপনি পর্যালোচনা করুন। Ahmed Reza Khan (আলাপ) ০৭:১১, ১৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Ahmed Reza Khan:  করা হয়েছেAKanik 💬 ১১:৪৫, ১৬ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

Article - নিবন্ধ[সম্পাদনা]

'Article' এর বাংলা অর্থ 'নিবন্ধ' এটা আমরা জানি। অনেক ব্যবহারকারী জানা না থাকার কারণে এটাকে 'নিবন্ধন' লেখেন! কিন্তু আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসককেও 'নিবন্ধন' লিখতে দেখি! উনি কোনো নতুন নিবন্ধ তৈরি করলে সারাংশে 'নতুন নিবন্ধন - ৩৬৫ উইকি দিবস' লেখেন! এটার কি কোনো বিশেষ কারণ আছে? Ahmed Reza Khan (আলাপ) ০৬:১৮, ২০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Ahmed Reza Khan: আমার জানা মতে 'নিবন্ধন' লেখার কোনো কারণ নেই। আর আসলেই থাকলে যিনি লেখেন, তিনিই ভাল বলতে পারবেন। — AKanik 💬 ০৮:৪৬, ২০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]