ব্যবহারকারী আলাপ:Winged Blades of Godric

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ব্যবহারকারী আলাপ:ARUNEEK থেকে পুনর্নির্দেশিত)

অনুবাদ[সম্পাদনা]

শুভেচ্ছা নিবেন আরুবাস্কা@ভ্যানগার্দ। আমি দেখলাম আপনি আপনার খেলাঘরে উইকিপিডিয়া:দ্রুত অপসারণের জন্য বিচারধারা পাতাটি অনুবাদ করার পরিকল্পনা করেছেন। উইকিপিডিয়া:দ্রুত অপসারণের জন্য বিচারধারা পাতায় যে লেখা রয়েছে তা আসলে আজ থেকে ৮ বছর আগেরকার en:Wikipedia:Criteria for speedy deletion পাতার অনুবাদ। এই ৮ বছরে en:Wikipedia:Criteria for speedy deletion পাতায় অনেক পরিবর্তন হয়েছে। আপনি যেহেতু সম্পূর্ণ অনুবাদ করতে যাচ্ছেন, তাই আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আপনি যদি en:Wikipedia:Criteria for speedy deletion পাতার বর্তমান সংস্করণটি অনুবাদ করেন। সেই লক্ষ্যে আমি আপনার খেলাঘর ইংরেজি উইকির বর্তমান সংস্করণ অনুসারে লেখা যোগ করেছি। দয়া করে এটি অনুবাদ করুন। আমিও আপনার অনুবাদে হাত লাগাবো। ধন্যবাদ --আফতাব (আলাপ) ১৫:১৫, ১০ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আবদুল লতিফ আব্বাস প্রতিযোগিতায় জমাদান প্রসঙ্গে[সম্পাদনা]

সুধী, উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে এই নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। প্রতিযোগিতায় অংশ গ্রহণের পূর্বে দয়া করে নিয়মাবলি পড়ে নিন। এই প্রতিযোগিতায় শুধুমাত্র নির্দিষ্ট তালিকার নিবন্ধগুলোই অনুবাদ করা যাবে। তাই আপনার উপরের নিবন্ধটি জমা নেওয়া হয়নি। তাছাড়া, নিবন্ধটি বর্তমানে এক লাইনের। বাংলা উইকিপিডিয়াতে সাধারণত এক/দুই লাইনের বা দুই/তিন অনচ্ছেদের কম নিবন্ধ অপসারণ করে দেওয়া হয়। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:০৪, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan:প্রতিযোগিতার নিয়মাবলি সম্পর্কে মেসেজটির জন্য ধন্যবাদ.And, if you are speedy-deleting stubs, because they are stubs, without considerations of the notability factor, you are misusing your sysop tools.Winged Blades of Godric (আলাপ) ০৯:০৬, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
জ্বি না, বাংলা উইকিপিডিয়াতে আমি নিজের ইচ্ছায় ছোট নিবন্ধ অপসারণ করছি না, আপনি আমার উপরের বার্তা ভালোভাবে পড়ুন। এ ব্যাপারে সম্প্রদায় বিভিন্ন সময় আলোচনা করেছে। আর এখানে আমার টুল অপব্যাবহারের প্রশ্ন কেন করছেন, আমিতো কোন একশন এখনো নেইই নি। এক লাইন বা ছোট হিসেবে রেখে দিলে পরে করা হবে, এটাই আপনাকে সতর্ক করেছি মাত্র। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:০৯, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan:সেই ক্ষেত্রে দয়া করে সেই সকল আলোচনাগুলি লিংক করুন যেখানে বাংলা-উইকি-সম্প্রদায়ের এইরূপ ঐক্যমত্য (যথা যেকোনো ছোট নিবন্ধ উল্লেখযোগ্যতা নির্বিশেষে অপসারণ করা যেতে পারে) দৃশ্যমান.Winged Blades of Godric (আলাপ) ০৯:১৬, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
এরকম আরও কয়েকটি আলোচনা হয়েছে (আলোচনাসভার পুরাতন আলোচনা অনুন্ধান করতে পারেন) বিভিন্ন সময় যার ফলে {{ছোট নিবন্ধ}} টেমপ্লেটটি তৈরি করা হয়েছিল। নীতিমালাতে যদিও ব্যাপারটি যুক্ত করা হয়নি তবে বর্তমানে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ে এটি একটি সাধারণ প্র্যাকটিস যে, ছোট নিবন্ধগুলো নির্দিষ্ট বিরতিতে অপসারণ করা হয়। এটি করার একমাত্র কারণ হলো, আমরা বাংলা উইকিপিডিয়াতে সংখ্যার দিকে নজর না দিয়ে মান বাড়ানোর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:২৯, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আলোচনাটিতে কোথাও--যেকোনো ছোট নিবন্ধ উল্লেখযোগ্যতা নির্বিশেষে অপসারণ করা যেতে পারে--এরকম কোনো ঐক্যমত্য খুঁজে পাওয়া যায় না
ইংরেজি-উইকি-অভিজ্ঞতার থেকে আমি বলতে পারি যে ওই মেসেজের মূল লক্ষ্য ছিল কমিউনিটিকে ওই কর্মশালাতে তৈরী হওয়া সেই সকল নিবন্ধ, যা অবিলম্ব-দর্শনে অ-উল্লেখযোগ্য, সেগুলির উপর দ্রুত অপসারণ বা AFD প্রক্রিয়াগুলি কম ব্যবহার করার জন্য।
যেহুতো বাংলা উইকির CSD বা AFD পলিসি প্রায়-সম্পূর্ণ ভাবে ইংরেজি-উইকি-র অনুবাদিত সংস্করণ, আপনার জেনে রাখা উচিত শুধুমাত্র নিবন্ধের দৈর্ঘ্যতা কখনও অপসারণের কারণ হতে পারেনা। এইরূপ ব্যবহার এডিটর-রিটেনশন-এর পক্ষে ক্ষতিকারক.Winged Blades of Godric (আলাপ) ০৯:৫০, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
On a side-note, I would expect that Olympians are treated as notable in bn-wiki.
@NahidSultan:.Winged Blades of Godric (আলাপ) ০৯:৫৪, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
উল্লেখযোগ্যতা নীতিমালার সাথে এটার কোন সম্পর্ক নেই। উল্লেখযোগ্যতা নীতিমালা মুটামুটি ইংরেজি উইকিপিডিয়ার মতই। উল্লেখযোগ্যতা বিষয়ক কোন কিছুতে বিতর্ক সৃষ্টি হলে অন্যান্য উইকির মত সেটা নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়। এই ব্যাপারটি শধুই নিবন্ধের আকার কতটুকু সেটা নিয়ে। তবে, আপনার সাথে এই আলোচনায় একটা ব্যাপার মনে হলো যে, যেহেতু এটা বিভিন্ন সময় আলোচনা করে বর্তমানে প্র্যাকটিস হিসেবেই গ্রহণ করা হয়েছে সেহেতু নীতিমালায় অন্তর্ভূক্তের জন্য শীঘ্রেই একটা ফর্মাল আলোচনা শুরু করবো। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২৩, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: আপনার এইরূপ অযৌক্তিক নীতি-সৃষ্টি ব্যতিরেকে প্রায় সবকিছুই ইংরেজি-উইকি-র মতো। আমার পরিবর্তে কোনো নতুন অবদানকারী হলে, সে এই সাইটটি পরিত্যাগ করতো এই ভেবে যে বাংলা উইকিপিডিয়াতে ছোট-ছোট অবদান অগ্রহণযোগ্য। Winged Blades of Godric (আলাপ) ১০:৩২, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আমি উচ্ছ্বসিত এটা দেখে যে একজন 'স্ট্যুয়ার্ড' মনে করে ছোট-ছোট কিন্তু উল্লেখযোগ্য নিবন্ধ অপসারণ করলে উইকির সম্পাদক-ধারণ-ক্ষমতায় সামগ্রিক উন্নতি হতে হবে!এই নীতি সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব.Winged Blades of Godric (আলাপ) ১০:৩২, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
এছাড়াও আপনাকে এই over অনুচ্ছেদটি পড়ার অনুরোধ করা হচ্ছে.Winged Blades of Godric (আলাপ) ১০:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
মাত্রই লক্ষ্য করলাম, আপনি আমার স্টুয়ার্ড নিশ্চিতকরণে এই আলোচনার জন্য বলেছেন যে, আমার সাথে ইন্টারকেশনে আপনি খুশি নন। ব্যাপার হলো, আমি এখানে আপনাকে জাস্ট সম্প্রদায়ের বিভিন্ন সময় করা সাধারণ প্র্যাকটিস সম্পর্কে অবগত করেছি। আমি নিজে কোন ধরণের একশন নেইনি। যদি ব্যাপারটির সাথে একমত না হন তাহলে আপনি আলোচনা করুন সম্প্রদায়ের সাথে। সুতরাং আপনার নিশ্চিতকরণে উক্ত মন্তব্য খুব একটা ফেয়ার হয়েছে বলে মনে করি না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
Nahid--Nah..If you are speaking such random rubbish-advice to someone, (which you failed to prove as something having community-concensus), as a steward in times of emergency and later defend yourself by stating that you did not execute something wrongly, I have due reasons to be concerned.Winged Blades of Godric (আলাপ) ১০:৫২, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
Nahid--On finer reading, I just noticed that you wrote:--...সাধারণ প্র্যাকটিস সম্পর্কে অবগত করেছি.Kindly point me to successful AFDs etc. that were nominated just because they were stubs and was dealt with no consideration of notability.I appreciate that some folks feel practice is policy and if that's the practice over here, you shall be able to churn out examples in no-time.Winged Blades of Godric (আলাপ) ১১:০৪, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধ অপসারণ লগে “নিবন্ধের বিষয়বস্তু যাচাই করার মতো যথেষ্ট পরিমাণ লেখা নেই” কারণ দেখিয়ে অপসারণ করা নিবন্ধগুলো দেখুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:২০, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan:-আশা করি আপনি জানেন যে WP:নি৩ বলে খুব ছোট নিবন্ধ যদি প্রাসঙ্গিক হয়, তবে তা অসম্পূর্ণ হবে, এবং সেক্ষেত্রে তা এই অপসারণের বিচারধারায় গণ্য হবে না.Winged Blades of Godric (আলাপ) ১২:০৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আর যেহেতো আমি sysop নই এবং অপসারিত অবদানসমূহ দেখতে অসক্ষম , সেহেতু কতগুলি অপসারণ সঠিক ভাবে নিয়ম অনুযায়ী করা হয়েছিল তা মূল্যায়ন করা অসম্ভব.Winged Blades of Godric (আলাপ) ১২:২৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
সুপ্রিয় Winged Blades of Godric,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

নিবন্ধ অনুবাদ নিয়ে[সম্পাদনা]

শুভেচ্ছা নিন। আমি দেখলাম আপনি অনুবাদ করতে ইচ্ছুক এমন দুটি নিবন্ধ অন্য অনুবাদকারীরা ইতিমধ্যে সৃষ্টি করে ফেলেছেন। যেহেতু এখানে কে কোন নিবন্ধ অনুবাদ করতে ইচ্ছুক তা দেয়া নাই, তাই এই রকম হতে পারে। এই রকম যেন না হয়, তার জন্য আমি আপনাকে অনুরোধ করব আপনি অনুবাদ করতে ইচ্ছুক এমন নিবন্ধ {{কাজ চলচ্ছে/২০১৯}} লিখে তৈরি করে রাখুন ও আস্তে আস্তে অনুবাদ করুন। ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৩, ৭ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদ সহায়তা[সম্পাদনা]

কিছু নিবন্ধ বাংলাতে অনুবাদ করার জন্য আপনার সহায়তা চাইছি। আপনি করতে পারবেন কি?Mussharraf Hossen Shoikot (আলাপ) ১৬:০১, ১০ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। এ প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট তালিকা হতে বাংলা উইকিপিডিয়ার বিদ্যমান নিবন্ধসমূহের মানোন্নয়ন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা গত ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত পূর্বের নিবন্ধ প্রতিযোগিতায় আপনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাই এ বছরের প্রতিযোগিতায়ও আপনাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজক দলের পক্ষে — অংকন (আলাপ) ~~