ব্যবহারকারী আলাপ:মোঃ আনোয়ার হোসাইন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

স্বাগতম![সম্পাদনা]

আপনাকে স্বাগত জানাতে কিছু বিস্কুট!

মোঃ আনোয়ার হোসাইন, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম! আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। আমি সাজিদ রেজা করিম বেশ কিছুদিন যাবত উইকিপিডিয়ায় সম্পাদনা করেছি, সুতরাং যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে বিনা দ্বিধায় আমার আলাপ পাতায় তা রাখতে পারেন। আপনি উইকিপিডিয়া:প্রশ্ন পাতাটিতেও ঘুরে আসতে পারেন অথবা এই পাতার নিচে {{সাহায্য করুন}} লিখুন। নিম্নে কিছু পাতার তালিকা রয়েছে যা আপনাকে উইকিপিডিয়া সম্পাদনার ক্ষেত্রে সাহায্য করতে পারে:

যখন আপনি আলাপ পাতায় বার্তা রাখবেন তখন চারটি টিন্ডা চিহ্ন (~~~~) ব্যবহার করে আপনার নাম স্বাক্ষর করতে ভুলবেন না; যা স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যবহারকারী নাম এবং তারিখ সংযুক্ত করবে। আশা করি আপনি এখানে একজন উইকিপিডিয়ান হিসাবে সম্পাদনা করতে উপভোগ করবেন! সাজিদ রেজা করিম ১৪:২৩, ১২ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ[সম্পাদনা]

ধন্যবাদ,ভাই সাজিদ রেজা করিম।আমি বুঝার চেস্টা করছি। আমি পুরাপুরি ভাবে এখনো এখানকার সব কিছু বুঝে উঠতে পারিনি।চেস্টা করছি বুঝবার। আশা করছি শিখে নিবো।ইনশাআল্লাহ যদি ভবিক্ষৎ কনো প্রোয়োজন হই তাহলে কি ভাই উপনার নিকট হতে কনো সাহায্য আশা করতে পারি ভাই সাজিদ রেজা করিম?

@মোঃ আনোয়ার হোসাইন:অবশ্যই। আপনি যদি কোনো সমস্যায় পড়েন তবে আমার আলাপ পাতায় একটি বার্তা রেখে যাবেন। আমি যথাসম্ভব চেস্টা করব আপনাকে সাহায্য করার।--সাজিদ রেজা করিম ১৪:২১, ১৩ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, মোঃ আনোয়ার হোসাইন। উইকিপিডিয়া আলোচনা:আলোচনাসভা পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৪:৫২, ১৩ মার্চ ২০১৬ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৫২, ১৩ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ইদ মোবারক![সম্পাদনা]

চিত্র:ইদ মোবারক.jpg
কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে

কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে।
কোরবানী দে তোরা কোরবানী দে
--কাজী নজরুল ইসলাম
আপনার এবং আপনার পরিবারের মহান ত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হোক এই কামনায়। সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক --IqbalHossain (আলাপ) ১২:২৩, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]