ব্যবহারকারী আলাপ:এস. এম. রুম্মান ওয়াহিদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

নিবন্ধের সমস্ত তথ্য মুছে ফেলা প্রসঙ্গে[সম্পাদনা]

ইসলামী গবেষণা এবং ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটিনিবন্ধটির সমস্ত তথ্য মুছে ফেলার কারণ জানাবেন কি? - Ashiq Shawon (আলাপ) ১৭:২১, ১১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আমি পেজের নামটি হালনাগাদ করতে পারছিলাম না। তাই মুছে দিয়ে আরেকটি পেজ লিখতে চাচ্ছিলাম। ফলে এ সমস্যা তৈরি হয়েছে। সঠিক বাংলা নাম হবে - "ইলমী গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি"। এটি একটু আপডেট করে দিবেন এবং আমার ব্লকটি উঠিয়ে দিবেন। আমি আরো তথ্য যোগ করব। এই প্রতিষ্ঠানটি সম্বন্ধে আমার ছোটখাট গবেষণা আছে। আমি ওদের সাইটের কনটেন্ট বাংলায় অনুবাদ করার একটি সাইট তৈরি করেছি। কোনভাবেই এটির নাম ইসলামী হবে না। ইংরেজী উইকি পেজটা লেখার পর উইকপিডিস্ট বন্ধুটি আর হালনাগাদ করেনি, পেজটাতে ভুল আছে। ওদের অফিসিয়াল সাইটে ব্রাউজ করলেই জেনে যাবেন। এস. এম. রুম্মান ওয়াহিদ ১৭:৪১, ১১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)

আমি বাধা উঠিয়ে দিচ্ছি। হালনাগাদ করতে চান করুন, ভুল লেখা আছে তাহলে তা পরিবর্তে সঠিকটি দিন তবে দয়া করে কারণ ব্যতীত লেখা মুছে ফেলবেন না। --আফতাব (আলাপ) ১৯:১৩, ১১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
এই ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধটি একজন প্রশাসক কর্তৃক পর্যালোচিত হয়েছে, যিনি অনুরোধটি গ্রহণ করেছেন।

এস. এম. রুম্মান ওয়াহিদ (বাধাদানের লগসক্রিয় বাধাসমূহবৈশ্বিক বাধাসমূহস্বয়ংক্রিয় বাধাসমূহঅবদানঅপসারিত অবদানঅপব্যবহার লগসৃষ্টি লগবাধাদানের সেটিংস পরিবর্তনবাধা অপসারণ)


অনুরোধের কারণ:

উপরে দেখুন।

অনুরোধ মঞ্জুরের কারণ:


বাধা অপসারণ প্রশাসক: দয়া করে অনুরোধটি মঞ্জুরের পর এই ব্যবহারকারীর জন্য সক্রিয় স্বয়ংক্রিয় বাধার তালিকাটি দেখুন।

ধন্যবাদ।

সম্পাদনা যুদ্ধ[সম্পাদনা]

ড., ডাঃ, হযরত, শায়েখ - এগুলো কারো নাম নয়; এগুলো অর্জিত সম্মানজনক ডিগ্রী বা পদবী। মূল নামে নিবন্ধ তৈরী করতে হয়। উইকিপিডিয়া সকলের জন্য; কোন বিশেষ ধর্মাবলম্বীদের জন্য নয় - কাজেই এমনভাবে লিখতে হবে যেন সকলের নিকট বোধগম্য হয়। নিজ ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় সাইটে তথ্য দেয়া থাকে - বহিঃসংযোগ-এ সেগুলোর লিংক দিয়ে দিলে স্বধর্মাবলম্বীরা পড়তে পারবে। - Ashiq Shawon (আলাপ) ০৮:২৩, ১৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

দয়া করে বুঝতে চেষ্টা করুন; এই উইকিতে অসংখ্য ব্যক্তির জীবনী আছে - চেক করে দেখুন। ড., ডাঃ, হযরত, শায়েখ - এগুলো কারো নাম নয়, নামের অংশও নয়; এগুলো কেবল ডিগ্রী বা সম্বোধন। - Ashiq Shawon (আলাপ) ০৮:২৮, ১৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
শাইখ মুহাম্মাদ আব্দুল কাইয়ুম এই পেজটিতে তো শাইখ শব্দটি আছে। আমি অনেক ইংরেজী উইকি পেজ দেখেছি, যেগুলোতে ডঃ (Doctor) নামের আগে আছে। যেমন Doctor Willard Bliss, Dr. John। এরা পিএইচডি হোল্ডার। পিএইচডি হোল্ডারদের নামের আগে ডঃ লেখাটা কোন বিশেষ গ্রুপকে নির্দেশ করে না। এটা বৈশ্বিক। ধন্যবাদ। বিবেচনা করবেন ব্যাপারটি।
প্রতিটি উইকিপিডিয়াই আলাদা - কাজেই একটিতে থাকলেই অন্যটিতে থাকবে এমনটি কোনো যৌক্তিক আলাপ হতে পারে না। কোনো নিবন্ধে এমনটি পেলে আপনি নিজেই পাল্টে দেবেন - উইকি কারো একক প্রচেষ্টা নয়; বরং সম্মিলিতভাবে আমরা এটিকে একটি মানসম্পন্ন পর্যায়ে নিয়ে যাবো। আপনার-আমার-সকলের ১৩ বছরের মিলিত ফলাফল আজকের উইকি; কাজেই এটি রেশারেশি বা স্বজনপ্রীতির নয়, বরং সম্মিলিতভাবে অগ্রযাত্রার প্রতীক। নিবন্ধের নামে না-থাকলেও ইনফোবক্স এবং মূল নিবন্ধে এই তথ্যগুলো দেয়া আছে। আরেকটি বিষয়, জাহাঙ্গীর স্যারের জন্য তথ্যছক ব্যক্তি নয়; তথ্যছক ইসলামী পন্ডিত হবে। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ০৮:৫৬, ১৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
প্রতিটি উইকিপিডিয়াই আলাদা, এটা আমার কাছে গ্রহণযোগ্য যুক্তি মনে হয় নি। যেহেতু সবগুলোই একটি প্রতিষ্ঠান সেহেতু, আমার অল্পজ্ঞানে একটি সমন্বিত নীতিমালা থাকা উচিত বলে মনে করি। আমার অল্পজ্ঞানে পিএইচডি ডিগ্রীধারীদের নামের শিরোনামে এটা অনুমোদিত হওয়া উচিত। ধন্যবাদ।

ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর আর্টিকেলটি মুছে ফেলা হল কেন জানাবেন কি? এস. এম. রুম্মান ওয়াহিদ ১৫:১১, ১৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)

পুরুদ্ধার করা হয়েছে। দয়া করে নিবন্ধে তথ্যসূত্র যোগ করুন। --আফতাব (আলাপ) ১৫:৫১, ১৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। এস. এম. রুম্মান ওয়াহিদ ১৬:৪৪, ১৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)

খোন্দকার আ. ন. ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

খোন্দকার আ. ন. ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/খোন্দকার আ. ন. ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ১৯:৩৭, ১৮ অক্টোবর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় এস. এম. রুম্মান ওয়াহিদ,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]