ব্যবহারকারী:Meghmollar2017/আর্কাইভ
![]() |
থামুন! এটি ব্যবহারকারীর ব্যক্তিগত তালিকা পাতা। এতে কোনো সম্পাদনা বা পরিবর্তন করবেন না। যেকোনো প্রয়োজনে আলাপ পাতায় বার্তা রাখুন। |
বাংলা উইকিপিডিয়া রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘ নীতিনির্ধারণী সভা জানুয়ারি ২০২১[সম্পাদনা]
— রসনিমা — |
আমন্ত্রণবার্তা১ |
জানুয়ারি ২০২১ - পৌষ ১৪২৭ |
শুভ নববর্ষ এবং শুভ নবদশক! বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের অব্যবহিত পর নিবন্ধসমূহের মানোন্নয়নের লক্ষ্যে বাংলা উইকিপিডিয়া রচনা সংশোধন ও নিবন্ধ মানোন্নয়ন সংঘের সংগঠন কাজ চলছে। প্রকল্পের আলোচনা পাতায় সংঘের নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা আহ্বান করা হয়েছে। এতে সম্প্রদায়ের সকলকে মতামত প্রদানের জন্য আহ্বান জানানো হচ্ছে। |
|
সংঘে যোগ দিন মেইলিং লিস্টে যোগ দিন সিস্টেম উন্নয়নে সহায়তা করতে যোগাযোগ করুন |
বার্তা প্রেরক: |
১. নিউজলেটারটির নামকরণ উদাহরণস্বরূপ প্রদত্ত; এর নামকরণে অংশ নিন। |
প্রতিস্থাপনীয়:
- সম্প্রদায়ের আলোচনাসভা: এতে সম্প্রদায়ের সকলকে মতামত প্রদানের জন্য আহ্বান জানানো হচ্ছে।
- প্রশাসকদের আলোচনাসভা: এই অতিগুরুত্বপূর্ণ বিষয়ে প্রশাসকবৃন্দকে তাঁদের মতামত প্রদানের জন্য আহ্বান জানানো হচ্ছে।
নটর ডেম কর্মশালা ও এডিটাথন (২০২০) পদক[সম্পাদনা]
- চূড়ান্ত (অংশগ্রহণ) পদক
অভিনন্দন পদক • নটর ডেম এডিটাথন ও কর্মশালা ২০২০ • সুপ্রিয় নবীন সম্পাদক, |
- পরীক্ষাধীন (পর্যালোচনা) পদক
কৃতজ্ঞতা স্মারক • নটর ডেম এডিটাথন ও কর্মশালা ২০২০ • সুপ্রিয় পর্যালোচক, |
ডেমো ১[সম্পাদনা]
- লোগোসহ পদক ব্যবহার করা যাবে না।
গর্বিত নটরডেমিয়ান পদক | |
সুপ্রিয় নবীন সম্পাদক, উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। |
ডেমো ২[সম্পাদনা]
- লোগোসহ পদক ব্যবহার করা যাবে না।
গর্বিত নটরডেমিয়ান পদক | |
সুপ্রিয় নবীন সম্পাদক, উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। |
ডেমো ৩[সম্পাদনা]
অভিনন্দন স্মারক • নটর ডেম এডিটাথন ও কর্মশালা ২০২০ • সুপ্রিয় নবীন উইকিপিডিয়ান, |
ডেমো ৪[সম্পাদনা]
অভিনন্দন স্মারক • নটর ডেম এডিটাথন ও কর্মশালা ২০২০ • সুপ্রিয় নবীন উইকিপিডিয়ান, |
পশ্চিমভাগ তাম্রশাসন (প্রধান পাতার সারাংশ: ভালো নিবন্ধ)[সম্পাদনা]
পশ্চিমভাগ তাম্রশাসন বা চন্দ্রপুর তাম্রশাসন মৌলভীবাজারের রাজনগর উপজেলার পশ্চিমভাগ গ্রামে প্রাপ্ত একটি তাম্রশাসন। এটি দক্ষিণ-পূর্ব বাংলার চন্দ্রবংশীয় রাজাদের প্রণীত ও এখন পর্যন্ত আবিষ্কৃত বারোটি তাম্রশাসনের অন্যতম। চন্দ্রবংশীয় রাজা শ্রীচন্দ্র রাজত্বের পঞ্চম বর্ষে, আনুমানিক ৯৩৫ খ্রিষ্টাব্দে, ব্রাহ্মণদের ভূমিদানের দলিলস্বরূপ শাসনটি জারি করেন। ১৯৬০ এর দশকে আবিষ্কারের পর কমলাকান্ত গুপ্ত উত্তরবঙ্গীয় নাগরী লিপিতে সংস্কৃত ভাষায় লেখা শাসনটির পাঠোদ্ধার করেন। তাম্রশাসনে বৌদ্ধধর্মীয় রাজা শ্রীচন্দ্র ছয় হাজার ব্রাহ্মণকে জমি অনুদান দেন, যা ইতিহাসবিদদের মতে অনন্য। শাসনে শ্রীহট্ট অঞ্চলের নয়টি মঠে ভূমি অনুদানের মাধ্যমে শ্রীচন্দ্র নিজ নামে অধুনালুপ্ত চন্দ্রপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বলে ধারণা করা হয়। পশ্চিমভাগ শাসনের মাধ্যমেই চন্দ্র রাজবংশ সম্পর্কে বিস্তারিত জানা যায়। এছাড়া শাসনটি সমকালীন পাল সাম্রাজ্যের রাজনৈতিক অবস্থা, বিশেষ করে সাম্রাজ্যে কম্বোজ রাজবংশের উত্থানের ধারণাকে সুপ্রতিষ্ঠিত করে। সিলেট বা তৎকালীন শ্রীহট্ট পুণ্ড্রবর্ধনে অন্তর্ভুক্তির পাশাপাশি পশ্চিমভাগ তাম্রশাসন থেকে মধ্যযুগীয় বাংলার সমাজব্যবস্থা সম্পর্কেও ব্যাপক ধারণা পাওয়া যায়। (বাকি অংশ পড়ুন...)
গর্বিত নটর ডেমিয়ান[সম্পাদনা]
গর্বিত নটর ডেমিয়ান পদক |
সুপ্রিয় |
বন্ধু দিবস ২০২০[সম্পাদনা]
![]() | ||||
বন্ধু দিবসের শুভেচ্ছা | ||||
“বন্ধুত্ব তখনই জন্ম নেয়, যখন একজন আরেকজনকে বলে, ‘কী! তুমিও? আমি ভেবেছিলাম আমি এখানে একাই আছি।’” |
উইকিপিডিয়ার পদযাত্রায় আমরা সহযোগী, সহযাত্রী, সহকর্মী, সহপাঠী; আমরা বন্ধু। বিশ্ব বন্ধু দিবসের মহালগ্নে তোমাকে জানাই অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। আদিভাই, ২ আগস্ট ২০২০, রবিবার |