ব্যবহারকারী:Jaunpurzada/খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই নিবন্ধ থেকে {{Short description}} সরান। এটি বাংলা উইকিপিডিয়ায় কাজ করবে না।


আব্দুর রহমান হানাফী

পীর সাহেব সোনাকান্দা
ব্যক্তিগত তথ্য
জন্মআনু. ১৯০০
মৃত্যু১৮ মে ১৯৬৪(1964-05-18) (বয়স ৬৩–৬৪)
সমাধিস্থলসোনাকান্দা দরবার শরীফ
ধর্মইসলাম
আখ্যাসুন্নী
ব্যবহারশাস্ত্রহানাফী
তরিকাচিশতী-কাদেরী-নকশেবন্দী (মোজাদ্দেদী-মোহম্মদী)
মুসলিম নেতা
এর শিষ্যপীর সাহেব ফুরফুরা

আব্দুর রহমান হানাফী (আনু. ১৯০০ – ১৮ মে ১৯৬৪) ছিলেন একজন বাঙ্গালী আলেম এবং বাংলাদেশের কুমিল্লাস্থ সোনাকান্দা দরবার শরীফ ও কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

Early life and family[সম্পাদনা]

গাজী আব্দুর রহমান আনু. ১৯০০ খ্রীষ্টাব্দে বেঙ্গল প্রেসিডেন্সির তৎকালীন ত্রিপুরা জেলার সোনাকান্দা গ্রামের একটি বাঙ্গালী গাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা শাহ সূফী গাজী আফসরুদ্দীন আহমদ ছিলেন একজন মুনশী এবং আল্লামা হাফেজ আহমদ জৌনপুরীর জনৈক মুরীদ। এছাড়া উনি শ্রীকাইল মাইনর স্কুলের প্রধান শিক্ষকও ছিলেন এবং উনার প্রাক্তন ছাত্রদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী কামিনী কুমার দত্ত এবং শ্রীকাইল সরকারী কলেজের প্রতিষ্ঠাতা কাপ্তান নরেন্দ্রনাথ দত্ত। গাজী পরিবারের পূর্বপুরুষেরা পূর্ব পঞ্জাব থেকে কুমিল্লার মুরাদনগরে এসেছিলেন এবং সেখানে তারা গাজীপুর নামক গ্রাম প্রতিষ্ঠা করেছিলেন। গাজীপুর থেকে আব্দুর রহমানের দাদা শাহ সূফী গাজী আলী নিকটবর্তী সোনাকান্দায় বসতি স্থাপন করেছিলেন। উনার নসবনামা নিম্নরূপঃ আব্দুর রহমান ইবনে আফসরুদ্দীন ইবনে আলী ইবনে আয়িন্দা গাজী ইবনে নাটোয়ান গাজী ইবনে গাজী মুনশী মুহম্মদ রেজা। আব্দুর রহমানের মা নেওয়াজা খাঁতুন ছিলেন জৌনপুরী সিলসিলার মুরীদ ও কুরআন-লিপিকার ইঊসুফ মোল্লার সাহেবজাদী।