বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়
বি পি সরকারি উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
![]() | |
, বাংলাদেশ | |
তথ্য | |
ধরন | সরকারী |
প্রতিষ্ঠাকাল | ১৯৪৪ |
প্রতিষ্ঠাতা | জমিদার বিষ্ণু প্রসাদ |
বিদ্যালয় কোড | ১২৬০৫৪ |
অধ্যক্ষ | মো. জোবায়ের ইসলান |
শ্রেণী | ৬-১০ |
লিঙ্গ | বালক |
বয়সসীমা | ১১-১৬ |
ভাষার মাধ্যম | বাংলা |
রঙ | খাকি ও সাদা |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল |
ডাকনাম | বিপি হাই স্কুল |
শিক্ষা বোর্ড | দিনাজপুর শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | www.bpschool.edu.bd |
বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয় বা বিপি সরকারি উচ্চ বিদ্যালয় পঞ্চগড় জেলা শহরে অবস্থিত জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয়টি ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়।[১]
ইতিহাস[সম্পাদনা]
১৯৪৪ সারে তৎকালিন পঞ্চগড়ের জমিদার বিঞ্চুপ্রসাদ সেন স্কুলটি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এবং নাম হয় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়। ২০১১ সালে দুই শিফট চালু হয়। বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর অধিনের ১২৬০ জন শিক্ষার্থী রয়েছে।[২]
শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত দিবা ও প্রভাতি দুই শিফটে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
- বিপি স্কুল ডিবেটিং ক্লাব
- স্কাউট
- রেডক্রিসেন্ট