বিষয়শ্রেণী:সরস্বতী
অবয়ব
সরস্বতী হলেন জ্ঞান, সংগীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার হিন্দু দেবী। তিনি সরস্বতী-লক্ষ্মী-পার্বতী এই ত্রিদেবীর অন্যতম। এই ত্রিদেবীর কাজ হল ব্রহ্মা, বিষ্ণু ও শিবকে যথাক্রমে জগৎ সৃষ্টি পালন করতে সাহায্য করা। সরস্বতীর গায়ের রং শুভ্র(সাদা)। শ্বেতপদ্ম তার আসন। তার এক হাতে পুস্তক ও এক হাতে বীণা। তার হাতে বীণা থাকায় তাকে বীণাপাণি বলা হয়। মাঘ মাসের শুক্ল পক্ষের পন্ঞ্চমী তিথিতে সরস্বতীপূজা হয়। সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। দেবীভাগবত পুরাণ অনুসারে তার এক অংশ ব্রহ্মার স্ত্রী।
"সরস্বতী" বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত নিবন্ধসমূহ
এই বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত মোট ৪টি পাতার মধ্যে ৪টি পাতা নিচে দেখানো হল।