আলাপ:হিন্দু দেবদেবী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প হিন্দুধর্ম (মূল্যায়ন - মান ২য়, গুরুত্ব সর্বোচ্চ)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প হিন্দুধর্মের অংশ, যা উইকিপিডিয়ায় হিন্দুধর্ম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ২য়  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী ২য়-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 সর্বোচ্চ  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী সর্বোচ্চ-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

এই পর্যালোচনাটি আলাপ:হিন্দু দেবদেবী/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Prince ovy (আলাপ · অবদান) ১৭:১৭, ২৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]


ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)

  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):
    বানান ও ব্যাকরণ যাচাই করা হয়নি
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):
    বেশ কিছু অংশ কপি হয়েছে।
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):
    উত্তীর্ণ
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
    উত্তীর্ণ
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
    উত্তীর্ণ
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):
    উত্তীর্ণ
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:

মন্তব্য:

  1. কপিরাইট থাকতে পারে। এছাড়া সকল বিষয়ে উত্তীর্ণ
কপিরাইট সংক্রান্ত বিষয়টি পর্যবেক্ষণ করেছি। দেখলাম তথ্যসূত্রের কয়েকটি অংশে সাদৃশ্য রয়েছে। ফলে সাদৃশ্যতা দেখাচ্ছে 7.4% । এই বিষয়টি আমরা বিবেচনায় নাও আনতে পারি। --রবিন সাহা ১৫:৩৫, ১৬ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
[১] কপিরাইট ৭.৪% যেটা ধরার ভিতর নয়।Prince ovy (আলাপ) ১৮:১৫, ১৬ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Robin shaha এবং আমি একজন প্রশাসকের মন্তব্য ও আশা করছি @আফতাবুজ্জামান কে ট্যাগ করলাম।আমরা এই নিবন্ধটি ভালো নিবন্ধন এর দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। কিঞ্চিত কপিরাইট ব্যতীত অন্য সব কিছু ঠিক আছে। মতামত আশা করছি। ধন্যবাদ। -- Prince ovy (আলাপ) ১৮:১৯, ১৬ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আলোচনা[সম্পাদনা]

@Prince ovy আমি লক্ষ করেছি, নিবন্ধের পর্যালোচনাটি আলাপ:রামকৃষ্ণ পরমহংস/ভালো নিবন্ধ ১ এর অনুরূপ। কপি না করে পর্যালেচনাটি সঠিকভাবে করার অনুরোধ করা হল। -- রবিন সাহা ০৮:২৫, ২৬ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]