আলাপ:বোরো ধান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অপসারণের আপত্তি[সম্পাদনা]

নিবন্ধটি পরিবর্ধিত হয়েছে। দ্রুত অপসারণের ট্যাগ অপসারণ করা হোক অয়ন (আলাপ) ০২:৪৩, ৮ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অতীব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক নিবন্ধ। অপসারণের প্রশ্ন অবান্তর। সম্প্রসারণ আবশ্যক।--Faizul Latif Chowdhury (আলাপ) ০৪:০৬, ৮ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
অপ্রয়োজনীয় ট্যাগের ব্যবহার। ধানের উল্লেখযোগ্য জাত এটি। তাই, উনার মত অভিজ্ঞ ব্যবহারকারীর কাছ থেকে এরূপভাবে অপসারনের ট্যাগ ব্যবহার অনতিপ্রেভ। Ibrahim Husain Meraj (আলাপ) ১৭:৪৯, ৮ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
মাত্র ১২৮ বাইটের এক লাইনের নিবন্ধ বলে সংক্ষিপ্ত নিবন্ধ অপসারণের ট্যাগ লাগানো হয়েছিল। গুরুত্বপূর্ণ নিবন্ধ সন্দেহ নেই, কিন্তু ২০০৬ সাল থেকে এক লাইনও সম্প্রসারণ করা হয়নি বলেই ট্যাগ লাগানো হয়েছিল। এই রকম অনেক নিবন্ধ বহু দিন ধরে এক লাইনের বা বিনা লাইনের হয়ে রয়েছে। এতে উইকির গভীরতা ও মান উভয়েই হ্রাস পায়। উইকি থেকে ধীরে ধীরে সেগুলি হয় অপসারিত হচ্ছে নয় সম্প্রসারিত হচ্ছে। অয়ন নিবন্ধটিকে সম্প্রসারণ করেছে বলে তাঁকে অসংখ্য ধন্যবাদ এবং তাই বর্তমানে অপসারণ ট্যাগেরও প্রয়োজনীয়তা ফুরিয়েছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:৪২, ৮ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]