আলাপ:পূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তথ্যসূত্র[সম্পাদনা]

বাংলা ব্যাকরণ ও নির্মীতির বইটার লেখাগুলো পড়া যাচ্ছে না; ফন্টগুলোই আসে নি। ওটা রাখার কি কোনো সার্থকতা আছে?-অংকন?---ব্যা করণ (আলাপ) ০৪:৪৫, ৯ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যা করণ, আমার মনে হয় ঐ বই যে ফরমেটে লেখা আমাদের কম্পিউটারে সে ফন্টের অভাবে পড়া যাচ্ছে না (আমিও পড়তে পারছি না)। আমার কাছে সুতন্বী এমজে নেই, থাকলে পড়া সম্ভব হবে বলেই আমার বিশ্বাস। কিন্তু এছাড়া আমি ভাল কোন তথ্যসূত্রও পাচ্ছি না।--অংকন (আলাপ) ০৫:০২, ৯ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ːːথাকুক তা'হলে...--ব্যা করণ (আলাপ) ০৫:০৫, ৯ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]