উইকিপিডিয়া:অধিকারের আবেদন/পর্যবেক্ষক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Md.Farhan Mahmud (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৩৯, ১৫ ডিসেম্বর ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

পর্যবেক্ষক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)

BadhonCR

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়ায় প্রায় দুইবছর থেকে অবদান রাখতেছি। নতুন পাতা ও আমার নজরে থাকা পাতাগুলো পর্যবেক্ষণের সুবিধা পাওয়ার জন্য আমার এই অধিকারটি প্রয়োজন। নীতিমালায় দেওয়া সকল শর্ত আমার পূরণ করা আছে। এই অধিকার পেলে আমার পক্ষে পর্যবেক্ষণের কাজটি করা সুবিধা হবে। তাই আশা করি আমাকে পর্যবেক্ষকের অধিকারটি দেওয়া হবে। BadhonCR (আলাপ) ০৭:৪৩, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে, @BadhonCR: আশা করছি আপনি পর্যবেক্ষণের পাশাপাশি অন্যদের তৈরি নতুন নিবন্ধ সংশোধন, পরিষ্কারকরণের কাজেও সম্পৃক্ত হন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:২৭, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ। আমি আমার সর্বোচ চেষ্টা করবো। BadhonCR (আলাপ) ০৮:২৯, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Md.Farhan Mahmud

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি উইকিপিডিয়ার একজন অবদানকারী। আমি এই কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে ইচ্ছুক। আমি পর্যবেক্ষক পাতাটি পড়েছি এবং জীবিত ব্যক্তির জীবনী, কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা এবং রচনাশৈলী সম্পর্কে অবগত আছি। তাছাড়া আমি ধ্বংসপ্রবণতা রোধে অবদান রাখছি। আমি পর্যবেক্ষক অধিকার যদি পাই তাহলে আমার নজরতালিকায় পরিবর্তন হওয়া পাতাগুলো পরীক্ষা করতে পারব। অন্য কাউকে এটি পুনরায় পরীক্ষা করার প্রয়োজন হবে না। [পরীক্ষিত বলে চিহ্নিত করুন] - এই বোতামটি পেলে কাজটি করা আমার পক্ষে সহজ হবে বলে মনে করছি। আশা করছি আমাকে পর্যবেক্ষক অধিকারটি দেওয়া হবে। ধন্যবাদ! ≈ ফারহান  «আলাপ» ১২:৩৯, ১৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]