প্রেরিত শিষ্য যোহনের নিকট প্রকাশিত বাক্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎শীর্ষ: সংশোধন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৫ নং লাইন: ৫ নং লাইন:
'''প্রকাশিত বাক্য''' (''রহস্যোদ্ঘাটনের পুস্তক''; ''যোহনের নিকট রহস্যোদ্ঘাটন''; ''যোহনের ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ পুস্তক'') হল [[নূতন নিয়ম|নূতন নিয়মের]] একটি পুস্তক। এই পুস্তকটি [[খ্রিস্টীয় পুনরুত্থানবাদ|খ্রিস্টীয় পুনরুত্থানবাদে]] একটি কেন্দ্রীয় স্থান অধিকার করে রয়েছে। [[কোইন গ্রিক|কোইন গ্রিকে]] লিখিত এই পুস্তকের [[অথারম্ভ|প্রথম শব্দ]] ''apokalypsis'' (অর্থাৎ,"উন্মোচন" বা "রহস্যোদ্ঘাটন") থেকে এই পুস্তকটির নামকরণ করা হয়েছে। ''প্রকাশিত বাক্য'' নূতন নিয়ম [[প্রামাণ্য বাইবেল|অপ্রক্ষিপ্তাংশে]] ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ একমাত্র পুস্তক (যদিও নূতন নিয়মের [[সুসমাচার]] ও [[পত্র (নূতন নিয়ম)|পত্রাবলি]] অংশে ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ কিছু সংক্ষিপ্ত পংক্তি রয়েছে)।{{Efn |[[আদি খ্রিস্টীয়]] যুগে জনপ্রিয়তা অর্জনকারী অন্যান্য ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ পুস্তকগুলি প্রামাণ্য শাস্ত্রের স্বীকৃতি পায়নি। কেবলমাত্র ''[[২ এসড্রাস]]'' পুস্তকটি (যা ''এজরার ভবিষৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ পুস্তক'' নামেও পরিচিত) [[ইথিওপিয়ান অর্থোডক্স]] চার্চে প্রামাণ্য শাস্ত্র হিসেবে স্বীকৃত হয়।}}
'''প্রকাশিত বাক্য''' (''রহস্যোদ্ঘাটনের পুস্তক''; ''যোহনের নিকট রহস্যোদ্ঘাটন''; ''যোহনের ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ পুস্তক'') হল [[নূতন নিয়ম|নূতন নিয়মের]] একটি পুস্তক। এই পুস্তকটি [[খ্রিস্টীয় পুনরুত্থানবাদ|খ্রিস্টীয় পুনরুত্থানবাদে]] একটি কেন্দ্রীয় স্থান অধিকার করে রয়েছে। [[কোইন গ্রিক|কোইন গ্রিকে]] লিখিত এই পুস্তকের [[অথারম্ভ|প্রথম শব্দ]] ''apokalypsis'' (অর্থাৎ,"উন্মোচন" বা "রহস্যোদ্ঘাটন") থেকে এই পুস্তকটির নামকরণ করা হয়েছে। ''প্রকাশিত বাক্য'' নূতন নিয়ম [[প্রামাণ্য বাইবেল|অপ্রক্ষিপ্তাংশে]] ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ একমাত্র পুস্তক (যদিও নূতন নিয়মের [[সুসমাচার]] ও [[পত্র (নূতন নিয়ম)|পত্রাবলি]] অংশে ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ কিছু সংক্ষিপ্ত পংক্তি রয়েছে)।{{Efn |[[আদি খ্রিস্টীয়]] যুগে জনপ্রিয়তা অর্জনকারী অন্যান্য ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ পুস্তকগুলি প্রামাণ্য শাস্ত্রের স্বীকৃতি পায়নি। কেবলমাত্র ''[[২ এসড্রাস]]'' পুস্তকটি (যা ''এজরার ভবিষৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ পুস্তক'' নামেও পরিচিত) [[ইথিওপিয়ান অর্থোডক্স]] চার্চে প্রামাণ্য শাস্ত্র হিসেবে স্বীকৃত হয়।}}


''প্রকাশিত বাক্য'' পুস্তকের গ্রন্থকার নিজের নাম "যোহন" বলে উল্লেখ করেছেন। তবে তাঁর সঠিক পরিচয় গবেষকদের মধ্যে একটি বিতর্কের বিষয় হয়ে রয়ে গিয়েছে। [[জাস্টিন মারট্যার]], [[আইরেনিয়াস]], সার্ডিসের বিশপ [[মেলিটো]], [[আলেকজান্দ্রিয়ার ক্লিমেন্ট]] এবং [[মিউর্যােটরিয়ান পুথি|মিউর্যাপটরিয়ান পুথির]] রচয়িতা ''প্রকাশিত বাক্য'' পুস্তকের "যোহন"কে [[প্রেরিত যোহন]] বলে চিহ্নিত করেন।<ref>{{বই উদ্ধৃতি|last1=Carson|first1=Don|title=An Introduction to the New Testament|date=2005|publisher=Zondervan|location=Grand Rapids, Michigan|isbn=0-310-51940-3|page=465ff|edition=2nd}}</ref> আধুনিক গবেষকেরা সাধারণভাবে ভিন্নমত পোষণ করেন।{{sfn|Collins|1984|p=28}} অনেকেই মনে করেন, এই পুস্তকের রচয়িতা একজন [[খ্রিস্টান]] নবি (ভবিষ্যদ্বক্তা){{sfn|Bauckham|1992|p=2}} কোনও কোনও আধুনিক গবেষক এই পুস্তকের রচয়িতাকে এক অনুমিত চরিত্র মনে করেন। তাঁরা এই চরিত্রটির নাম দিয়েছেন "[[প্যাটমোসের জন]]"। একাধিক প্রথাগত সূত্র থেকে জানা যায়, সম্রাট [[ডোমিশিয়ান|ডোমিশিয়ানের]] রাজত্বকালে (৮১-৯৬ খ্রিস্টাব্দ) এই গ্রন্থটি রচিত হয়েছিল। এই ধারণার সপক্ষে যথেষ্ট প্রমাণও পাওয়া গিয়েছে।{{sfn|Stuckenbruck|2003|p=1535-1536}}
''প্রকাশিত বাক্য'' পুস্তকের গ্রন্থকার নিজের নাম "যোহন" বলে উল্লেখ করেছেন। তবে তাঁর সঠিক পরিচয় গবেষকদের মধ্যে একটি বিতর্কের বিষয় হয়ে রয়ে গিয়েছে। [[জাস্টিন মারট্যার]], [[আইরেনিয়াস]], সার্ডিসের বিশপ [[মেলিটো]], [[আলেকজান্দ্রিয়ার ক্লিমেন্ট]] এবং [[মিউর্যােটরিয়ান পুথি|মিউর্যাপটরিয়ান পুথির]] রচয়িতা ''প্রকাশিত বাক্য'' পুস্তকের "যোহন"কে [[প্রেরিত যোহন]] বলে চিহ্নিত করেন।<ref>{{বই উদ্ধৃতি|শেষাংশ১=Carson|প্রথমাংশ১=Don|শিরোনাম=An Introduction to the New Testament|তারিখ=2005|প্রকাশক=Zondervan|অবস্থান=Grand Rapids, Michigan|আইএসবিএন=0-310-51940-3|পাতা=465ff|সংস্করণ=2nd}}</ref> আধুনিক গবেষকেরা সাধারণভাবে ভিন্নমত পোষণ করেন।{{sfn|Collins|1984|p=28}} অনেকেই মনে করেন, এই পুস্তকের রচয়িতা একজন [[খ্রিস্টান]] নবি (ভবিষ্যদ্বক্তা){{sfn|Bauckham|1992|p=2}} কোনও কোনও আধুনিক গবেষক এই পুস্তকের রচয়িতাকে এক অনুমিত চরিত্র মনে করেন। তাঁরা এই চরিত্রটির নাম দিয়েছেন "[[প্যাটমোসের জন]]"। একাধিক প্রথাগত সূত্র থেকে জানা যায়, সম্রাট [[ডোমিশিয়ান|ডোমিশিয়ানের]] রাজত্বকালে (৮১-৯৬ খ্রিস্টাব্দ) এই গ্রন্থটি রচিত হয়েছিল। এই ধারণার সপক্ষে যথেষ্ট প্রমাণও পাওয়া গিয়েছে।{{sfn|Stuckenbruck|2003|p=1535-1536}}


''প্রকাশিত বাক্য'' পুস্তকটি তিনটি সাহিত্য বর্গের অন্তর্গত: [[চিঠি|পত্রমূলক]], [[রহস্যোদ্ঘাটনমূলক সাহিত্য|রহস্যোদ্ঘাটনমূলক]] ও [[ভবিষ্যদ্বাণীমূলক]]।{{sfn|Stuckenbruck|2003|p=1536}} এই পুস্তকের শুরুতে দেখা যায় [[এজিয়ান সাগর|এজিয়ানের]] [[প্যাটমোস]] দ্বীপ থেকে যোহন "[[এশিয়া (রোমান প্রদেশ)|এশিয়ার]] [[এশিয়ার সপ্ত মণ্ডলী|সপ্ত মণ্ডলী"র]] উদ্দেশ্যে একটি পত্র রচনা করছেন। এরপর তিনি [[দৃষ্টি (আধ্যাত্মিকতা)|ভাবদৃষ্টিতে]] দেখা একাধিক ঘটনার বিবরণ দিয়েছেন। এই বিবরণের মধ্যে রয়েছে [[ব্যাবিলনের মহাগণিকা]] ও [[পশু (প্রকাশিত বাক্য)|পশু]] এবং পরিশেষে [[যিশু|যিশুর]] [[দ্বিতীয় আগমন]]।
''প্রকাশিত বাক্য'' পুস্তকটি তিনটি সাহিত্য বর্গের অন্তর্গত: [[চিঠি|পত্রমূলক]], [[রহস্যোদ্ঘাটনমূলক সাহিত্য|রহস্যোদ্ঘাটনমূলক]] ও [[ভবিষ্যদ্বাণীমূলক]]।{{sfn|Stuckenbruck|2003|p=1536}} এই পুস্তকের শুরুতে দেখা যায় [[এজিয়ান সাগর|এজিয়ানের]] [[প্যাটমোস]] দ্বীপ থেকে যোহন "[[এশিয়া (রোমান প্রদেশ)|এশিয়ার]] [[এশিয়ার সপ্ত মণ্ডলী|সপ্ত মণ্ডলী"র]] উদ্দেশ্যে একটি পত্র রচনা করছেন। এরপর তিনি [[দৃষ্টি (আধ্যাত্মিকতা)|ভাবদৃষ্টিতে]] দেখা একাধিক ঘটনার বিবরণ দিয়েছেন। এই বিবরণের মধ্যে রয়েছে [[ব্যাবিলনের মহাগণিকা]] ও [[পশু (প্রকাশিত বাক্য)|পশু]] এবং পরিশেষে [[যিশু|যিশুর]] [[দ্বিতীয় আগমন]]।

২২:২৫, ২৭ এপ্রিল ২০১৯ তারিখে সংশোধিত সংস্করণ

টেমপ্লেট:John

Frontispiece, Book of Revelation, Bible of San Paolo fuori le Mura, 9th century.

প্রকাশিত বাক্য (রহস্যোদ্ঘাটনের পুস্তক; যোহনের নিকট রহস্যোদ্ঘাটন; যোহনের ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ পুস্তক) হল নূতন নিয়মের একটি পুস্তক। এই পুস্তকটি খ্রিস্টীয় পুনরুত্থানবাদে একটি কেন্দ্রীয় স্থান অধিকার করে রয়েছে। কোইন গ্রিকে লিখিত এই পুস্তকের প্রথম শব্দ apokalypsis (অর্থাৎ,"উন্মোচন" বা "রহস্যোদ্ঘাটন") থেকে এই পুস্তকটির নামকরণ করা হয়েছে। প্রকাশিত বাক্য নূতন নিয়ম অপ্রক্ষিপ্তাংশে ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ একমাত্র পুস্তক (যদিও নূতন নিয়মের সুসমাচারপত্রাবলি অংশে ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ কিছু সংক্ষিপ্ত পংক্তি রয়েছে)।[ক]

প্রকাশিত বাক্য পুস্তকের গ্রন্থকার নিজের নাম "যোহন" বলে উল্লেখ করেছেন। তবে তাঁর সঠিক পরিচয় গবেষকদের মধ্যে একটি বিতর্কের বিষয় হয়ে রয়ে গিয়েছে। জাস্টিন মারট্যার, আইরেনিয়াস, সার্ডিসের বিশপ মেলিটো, আলেকজান্দ্রিয়ার ক্লিমেন্ট এবং মিউর্যাপটরিয়ান পুথির রচয়িতা প্রকাশিত বাক্য পুস্তকের "যোহন"কে প্রেরিত যোহন বলে চিহ্নিত করেন।[১] আধুনিক গবেষকেরা সাধারণভাবে ভিন্নমত পোষণ করেন।[২] অনেকেই মনে করেন, এই পুস্তকের রচয়িতা একজন খ্রিস্টান নবি (ভবিষ্যদ্বক্তা)[৩] কোনও কোনও আধুনিক গবেষক এই পুস্তকের রচয়িতাকে এক অনুমিত চরিত্র মনে করেন। তাঁরা এই চরিত্রটির নাম দিয়েছেন "প্যাটমোসের জন"। একাধিক প্রথাগত সূত্র থেকে জানা যায়, সম্রাট ডোমিশিয়ানের রাজত্বকালে (৮১-৯৬ খ্রিস্টাব্দ) এই গ্রন্থটি রচিত হয়েছিল। এই ধারণার সপক্ষে যথেষ্ট প্রমাণও পাওয়া গিয়েছে।[৪]

প্রকাশিত বাক্য পুস্তকটি তিনটি সাহিত্য বর্গের অন্তর্গত: পত্রমূলক, রহস্যোদ্ঘাটনমূলকভবিষ্যদ্বাণীমূলক[৫] এই পুস্তকের শুরুতে দেখা যায় এজিয়ানের প্যাটমোস দ্বীপ থেকে যোহন "এশিয়ার সপ্ত মণ্ডলী"র উদ্দেশ্যে একটি পত্র রচনা করছেন। এরপর তিনি ভাবদৃষ্টিতে দেখা একাধিক ঘটনার বিবরণ দিয়েছেন। এই বিবরণের মধ্যে রয়েছে ব্যাবিলনের মহাগণিকাপশু এবং পরিশেষে যিশুর দ্বিতীয় আগমন

এই পুস্তকের অস্পষ্ট ও অত্যধিক কল্পনামূলক বিবরণগুলিএ একাধিক খ্রিস্টীয় ব্যাখ্যা রয়েছে: ইতিহাসবাদী ব্যাখ্যা অনুসারে, ভাবদৃষ্টিতে দেখা এই ঘটনাগুলি হল ইতিহাসের একটি প্রসারিত দৃষ্টিভঙ্গি; প্রিটারিস্ট ব্যাখ্যা অনুসারে, এই ঘটনাগুলি প্রধানত প্রেরিতদের যুগের (খ্রিস্টীয় ১ম শতাব্দ) বা অনন্তপক্ষে রোমান সাম্রাজ্যের পতনের ইঙ্গিতবাহী; ভবিষ্যৎবাদীরা মনে করেন, এই পুস্তকে উল্লিখিত ঘটনাগুলি ভবিষ্যতের ঘটনার বিবরণ; এবং আদর্শবাদী ও প্রতীকবাদী ব্যাখ্যা অনুসারে, এই ঘটনাগুলি প্রকৃত ঘটনা বা ঐতিহাসিক ব্যক্তিত্বের বিবরণ নয়, বরং এগুলি আধ্যাত্মিক পথ এবং সৎ ও অসতের দ্বন্দ্বের একটি রূপক

পাদটীকা

  1. আদি খ্রিস্টীয় যুগে জনপ্রিয়তা অর্জনকারী অন্যান্য ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ পুস্তকগুলি প্রামাণ্য শাস্ত্রের স্বীকৃতি পায়নি। কেবলমাত্র ২ এসড্রাস পুস্তকটি (যা এজরার ভবিষৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ পুস্তক নামেও পরিচিত) ইথিওপিয়ান অর্থোডক্স চার্চে প্রামাণ্য শাস্ত্র হিসেবে স্বীকৃত হয়।

তথ্যসূত্র

  1. Carson, Don (২০০৫)। An Introduction to the New Testament (2nd সংস্করণ)। Grand Rapids, Michigan: Zondervan। পৃষ্ঠা 465ff। আইএসবিএন 0-310-51940-3 
  2. Collins 1984, পৃ. 28।
  3. Bauckham 1992, পৃ. 2।
  4. Stuckenbruck 2003, পৃ. 1535-1536।
  5. Stuckenbruck 2003, পৃ. 1536।


প্রেরিত শিষ্য যোহনের নিকট প্রকাশিত বাক্য
রহস্যোদ্ঘাটনমূলক পত্রসাহিত্য
পূর্বসূরী
সাধারণ পত্রসাহিত্য
of

জুডার
নূতন নিয়ম
বাইবেলের পুস্তকসমূহ
End

টেমপ্লেট:Book of Revelation