বিয়া রিচার্ডস
বিয়া রিচার্ডস | |
---|---|
Beah Richards | |
জন্ম | বেউলা এলিজাবেথ রিচার্ডসন ১২ জুলাই ১৯২০ ভিকসবার্গ, মিসিসিপি, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | সেপ্টেম্বর ১৪, ২০০০ ভিকসবার্গ, মিসিসিপি, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮০)
মাতৃশিক্ষায়তন | ডিলার্ড বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৫৫-২০০০ |
দাম্পত্য সঙ্গী | হিউ হ্যারেল জুনিয়র (বিচ্ছেদ) |
বিয়া রিচার্ডস নামে পরিচিত বেউলা এলিজাবেথ রিচার্ডসন (১২ জুলাই ১৯২০ - ১৪ সেপ্টেম্বর ২০০০) একজন মার্কিন অভিনেত্রী ছিলেন। তিনি মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি একজন কবি, নাট্যকার ও লেখক ছিলেন।
রিচার্ডস ১৯৬৮ সালের গেজ হুজ কামিং টু ডিনার' চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি ১৯৬৫ সালের দি অ্যামেন কর্নার মঞ্চনাটকে অভিনয় করে একটি টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি ১৯৮৮ সালের ফ্র্যাঙ্ক্স প্লেস টেলিভিশন ধারাবাহিকে ও ২০০০ সালে দ্য প্র্যাকটিস টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে দুটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রিচার্ডস ১৯২০ সালের ১২ই জুলাই মিসিসিপির ভিকসবার্গে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম বেউলা এলিজাবেথ রিচার্ডসন। তার মাতা একজন দর্জি ছিলেন এবং পিতা একজন ব্যাপটিস্ট যাজক ছিলেন। ১৯৪৮ সালে তিনি নিউ অর্লিন্সের ডিলার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং দুই বছর পর তিনি নিউ ইয়র্ক সিটিতে পাড়ি জমান।[১] ১৯৫৫ সালে অফ-ব্রডওয়ে মঞ্চে টেক আ জায়ান্ট স্টেপ নাটকে ৮৪ বছর বয়সী দাদীমার চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি তার কর্মজীবন শুরু করেন। তিনি ব্রডওয়ের মৌলিক নাটক পার্লি ভিক্টোরিয়াস, দ্য মিরাকল ওয়ার্কার এবং আ রাইসিন ইন দ্য সান-এ অভিনয় করেন।
কর্মজীবন
[সম্পাদনা]রিচার্ডস ১৯৬৫ সালে জেমস বল্ডউইনের দি অ্যামেন কর্নার মঞ্চনাটকে অভিনয় করে একটি টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২] তিনি ১৯৬৭ সালে গেজ হুজ কামিং টু ডিনার চলচ্চিত্রে সিডনি পোয়াটিয়ের মায়ের চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৩] তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল হারি সানডাউন, দ্য গ্রেট হোয়াইট হোপ, বিলাভড এবং ইন দ্য হিট অব দ্য নাইট।
তিনি একাধিক টেলিভিশন অনুষ্ঠান ও নাটকে অতিথি চরিত্রে অভিনয় করেছেন, তন্মধ্যে রয়েছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট, দ্য বিল কজবি শো, স্যানফোর্ড অ্যান্ড সন, বেনসন, ডিজাইনিং উইমেন, দ্য প্র্যাকটিস, দ্য বিগ ভ্যালি, ইআর। তিনি ১৯৮৮ সালের ফ্র্যাঙ্ক্স প্লেস টেলিভিশন ধারাবাহিকে ও ২০০০ সালে দ্য প্র্যাকটিস টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে দুটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন।[১]
মৃত্যু
[সম্পাদনা]রিচার্ডস এম্ফিসেমায় ভুগে এমি পুরস্কার বিজয়ের মাত্র চারদিন পরে ২০০০ সালের ১৪ই সেপ্টেম্বর ৮০ বছর বয়সে মিসিসিপির ভিকসবার্গে মৃত্যুবরণ করেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ ব্যাক্সটার, ব্রায়ান। "Obituary: Beah Richards"। দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।
- ↑ "Beah Richards - IBDB: The official source for Broadway Information"। দ্য ব্রডওয়ে লিগ। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।
- ↑ "Beah Richards; Oscar Nominee for 'Guess Who's Coming to Dinner'"। লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।
- ↑ "Beah Richards, 80, Actress in Stalwart Roles"। দ্য নিউ ইয়র্ক টাইমস। ১৬ সেপ্টেম্বর ২০০০। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে বিয়া রিচার্ডস (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে বিয়া রিচার্ডস (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বিয়া রিচার্ডস (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে বিয়া রিচার্ডস (ইংরেজি)
- ১৯২০-এ জন্ম
- ২০০০-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ২০শ শতাব্দীর মার্কিন কবি
- ২০শ শতাব্দীর মার্কিন নাট্যকার
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন মঞ্চ অভিনেত্রী
- মার্কিন মহিলা কবি
- মার্কিন মহিলা নাট্যকার
- মিসিসিপির অভিনেত্রী
- নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- আফ্রিকান-মার্কিন অভিনেত্রী
- প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- ২০শ শতাব্দীর মার্কিন লেখিকা
- ২০শ শতাব্দীর আফ্রিকান-মার্কিন নারী