বাবুই বাটান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাবুই বাটান
Small pr.jpg
জয়ান্তি নদীতে বাবুই বাটান, জলপাইগুড়ি, ভারত।
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Charadriiformes
পরিবার: Glareolidae
গণ: Glareola
প্রজাতি: G. lactea
দ্বিপদী নাম
Glareola lactea
(Temminck, 1820)
ছোট বাবুই বাটান - কুক্কুট

বাবুই বাটান, ছোট বাবুই বাটান বা পুটুলে চ্যাগা নামেও পরিচিত (Glareola lactea) গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Glareola lactea। বাবুই বাটান ভারত পাকিস্তান এবং দক্ষিণ এশিয়ার স্থায়ী বাসিন্দা। এদের ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত নদীর তীরে সাধারণ দখা ‌যায়।[২]

বিবরণ[সম্পাদনা]

বাবুই বাটান আকারে চড়ুই পাখির চেয়ে কিছুটা বড়। ঠোঁটের আগা থেকে লেজের ডগা পর্যন্ত লম্বায় ১৭ সেন্টিমিটার এবং ওজনে ৪২ গ্রাম। দেহের ওপরের অংশ বালু-ধূসর ও নিচের অংশ সাদাটে। গলায় আবছা ডোরা থাকে। ডানার আগা কালো। লেজ সাদা ও অগ্রভাগ কালো। চোখ কালচে-বাদামি এবং চোখের চারদিকে সাদা বলয় থাকে। ঠোঁট কালো। পা খাটো ও কালো। প্রজননকালে স্ত্রী-পুরুষনির্বিশেেষ উভয়ের ঠোঁটের গোড়া লাল হয়ে যায়। [৩]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. BirdLife International (২০১২)। "Glareola lactea"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 
  2. Worth,C Brooke (১৯৫৩)। "Ecological notes on a colony of Small Swallow-Plovers in Mysore State"। J. Bombay Nat. Hist. Soc.51 (3): 608–622। 
  3. দৈনিক প্রথম আলো, মুদ্রিত সংস্করণ, শেষ পাতা, ২৩ জানুয়ারি, ২০১৬ইং