বহুপদী সমীকরণ
আকারের সমীকরণকে বহুপদী সমীকরণ বলা হয়[১]। উল্লেখ্য এখানেও n একটি ধনাত্বক পূর্ণ সংখ্যা এবং সহগ গুলো x বর্জিত সংখ্যা এবং অবশ্যই শূন্য নয় কারণ তা সমীকরণের সর্বোচ্চ ঘাতের সহগ।
সাধারণ ধারণা
[সম্পাদনা]x এর যে মান গুলোর জন্য বহুপদী সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ বহুপদী রাশিটির মান শূন্য হয় ঐ মানগুলোকে বহুপদী সমীকরণের মূল বলা হয়। বহুপদী রাশির সর্বোচ্চ ঘাত n হলে এবং n=1,2,3.....n এর জন্য বহুপদী সমীকরণকে যথাক্রমে সরল বা একঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ এবং বহুঘাত সমীকরণ বলা হয়।
বহুপদী সমীকরণের উল্লেখযোগ্য উপপাদ্য
[সম্পাদনা]- প্রতিটি বহুপদী সমীকরণে কমপক্ষে একটি বাস্তব বা জটিল মূল থাকে।[২]
- n ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণে নির্দিষ্টভাবে n সংখ্যক মূল থাকবে। দুই বা ততোধিক বা সবকয়টি মূল এর মান একই হতে পারে।
- যদি কোন বহুপদী f(x) কে x-a দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ হবে f(a) এটি ভাগশেষ উপপাদ্য নামে পরিচিত।
- যদি কোন বহুপদী রাশি f(x) এর একটি মূল a হয় তবে x-a, f(x) এর একটি উৎপাদক হবে। এটি উৎপাদক উপপাদ্য নামে পরিচিত।[২]
- a+ib যদি কোন বহুপদী সমীকরণের একটি মূল হয় তবে সমীকরণে নিশ্চিত ভাবে অপর একটি মূল থাকবে যার মান a-ib । a+ib এবং a-ib কে পরস্পরের অনূবন্ধী জটিল সংখ্যা বলা হয়। অবার যেখানে অমূলদ সংখ্যা, বহুপদী সমীকরণের একটি মূল হলে অপর মূলটি হবে এরা পরস্পরের অনূবন্ধী অমূলদ সংখ্যা।
বহুপদী সমীকরণের মূল সহগ সম্পর্ক
[সম্পাদনা]দ্বিঘাত বহুপদী সমীকরণ
[সম্পাদনা]কোন বহুপদী রাশির সর্বোচ্চ ঘাত যদি দুই হয় তবে তাকে দ্বিঘাত বহুপদী বলা হয়ে থাকে। একটি দ্বিঘাত বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণের স্বীকার্য মতে এতে দুইটি মূল থাকবে। একটি মূলকে এবং অপর মূলকে ধরা হলে মূল ও সহগের মধ্যে সম্পর্ক হবে-
আবার সমীকরণকে লিখা যায়-
অথবা
দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি
[সম্পাদনা]একটি দ্বিঘাত সমীকরণ(a≠0) হলে এর মানকে সমীকরণের নিশ্চায়ক বলা হয়। নিশ্চায়কের মানের উপর মূলের প্রকৃতি নির্ভর করে।
হলে মূলদ্বয় বাস্তব এবং অসমান[২]
হলে মূলদ্বয় জটিল এবং পরস্পরের অনুবন্ধী।[২]
মূলদ্বয় বাস্তব ও সমান। এবং দ্বিপদী রাশিটি একটি পূর্ণবর্গ।
অন্যান্য
[সম্পাদনা]দুটি মূল পরস্পরের সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে যদি b=0 হয়।
কমপক্ষে একটি মূল শূণ্য হওয়ার শর্ত c=0
মূলদ্বয় পরস্পরের বিপরীত হওয়ার শর্ত a=c
মূলদ্বয় পরস্পরের বিপরীত ও বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত a=-c অর্থাৎ a+c=0।
ত্রিঘাত বহুপদী সমীকরণ
[সম্পাদনা]আকারের সমীকরণকে ত্রিঘাত বহুপদী সমীকরণ বলা হয়। বহুপদী সমীকরণের উপপাদ্য অনুযায়ী এতে তিনটি মূল রয়েছে। মূলগুলোকে , ও দিয়ে প্রকাশ করা হয়। ত্রিঘাত সমীকরণে মূল ও সহগের মধ্যে সম্পর্ক নিম্নরূপ-
সাধারণ সম্পর্ক
[সম্পাদনা]একটি বহুপদী সমীকরণ এবং এর মূল গূলো হলে মূল ও সহগের মধ্যে সম্পর্ক-
মূলের যোগফল
দুটি করে মূলের গুনফলের যোগফল
তিনটি করে মূলের গুনফলের যোগফল
সবগুলো মূলের গুনফল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ উচ্চমাধ্যমিক বীজগণিত ও ত্রিকোনমিতি। আফসারুজ্জামান। Authors list-এ
|প্রথমাংশ1=
এর|শেষাংশ1=
নেই (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য); - ↑ ক খ গ ঘ "বহুপদী ও বহুপদী সমীকরণ (Polynomial and polynomial equations)"। edpdbd.org। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৫।