বিষয়বস্তুতে চলুন

বসন্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বসন্ত (ঋতু) থেকে পুনর্নির্দেশিত)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বসন্ত বরণ মঞ্চ, ১৪২০

বসন্ত ষড়ঋতুর সর্বশেষ ঋতু।বসন্ত কে ঋতুর রাজা বলা হয়।ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। বসন্ত ঋতুর আগমন ঘটে শীত চলে যাবার পর এবং গ্রীষ্ম আসার আগে। গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় তাপমাত্রা বাড়তে থাকে কারণ পৃথিবী সূর্যের দিকে হেলে থাকে। পৃথিবীর অনেক প্রান্তে এই ঋতুতে ফুল ফুটে, গাছে নতুন পাতা গজায়, নতুন গাছের জন্ম হয়। এর ফলে গাছপালা বেড়ে উঠে, ফুল ও ফলের পরবর্তী বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বসন্ত ঋতুতে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায়।যেমন:মহুয়া , কুসুম,গাব,পলাশ আরও অনেক ফুল ফোটে।

আবহাওয়ার হিসাব

[সম্পাদনা]

আবহাওয়াবিদরা সাধারণত অনেক জলবায়ু অঞ্চলে চারটি ঋতু সংজ্ঞায়িত করেন: বসন্ত, গ্রীষ্ম, শরৎ (পতন) এবং শীতকাল। এগুলি মাসিক ভিত্তিতে তাদের গড় তাপমাত্রার মান দ্বারা নির্ধারিত হয়, প্রতিটি ঋতু তিন মাস স্থায়ী হয়। সংজ্ঞা অনুসারে তিনটি উষ্ণতম মাস হল গ্রীষ্ম, তিনটি শীতলতম মাস হল শীত, এবং মধ্যবর্তী ফাঁক হল বসন্ত এবং শরৎ। আবহাওয়া সংক্রান্ত বসন্ত তাই, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন তারিখে শুরু হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে, বসন্ত মাস হল মার্চ, এপ্রিল এবং মে। [][]

অস্ট্রেলিয়ায়, বসন্ত মাস সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর। []

বসন্তে ফোটা ফুল

[সম্পাদনা]

বসন্তে ফোটা ফুল হচ্ছে অশোক, আকআড়কাঁটা, হিমঝুরি, ইউক্যালিপটাস, রক্তকাঞ্চন, কুরচি, কুসুম, গাব, গামারি, গ্লিরিসিডিয়া, ঘোড়ানিম, জংলীবাদাম, জ্যাকারান্ডা, দেবদারু, নাগেশ্বর, পলকজুঁই , পলাশ, পাখিফুল , পালাম, বুদ্ধনারিকেল, মণিমালা, মহুয়া, মাদার, মুচকুন্দ, রুদ্রপলাশ, শাল, শিমুল, স্বর্ণশিমূল, ক্যামেলিয়া ইত্যাদি।

বসন্ত উৎসব

[সম্পাদনা]

বসন্তে বাংলাদেশ ও ভারতে বিভিন্ন উতসব পালন করা হয়।

চিত্রশালা

[সম্পাদনা]
মণিমালা, বসন্তে গোলাপি- বেগুনি রঙের ছোট ছোট ফুল ফোটে। রমনা পার্ক
কুসুম বৃক্ষ। বসন্তে এর কচি পাতায় লাল রঙের নানা আভা দেখা যায়। রমনা পার্ক

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Spring"Glossary of Meteorology। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৮ 
  2. "Met Office: Spring"। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৮ 
  3. "Australian Bureau of Meteorology – Climate Glossary – Seasons"Australian Bureau of Meteorology। bom.gov.au। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২ 
  4. আজ পহেলা ফাগুন, যুগান্তর, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
  5. বসন্ত উৎসবে মেতেছে শান্তিনিকেতন, প্রথম আলো, ২৩ মার্চ ২০১৯
  6. দোলযাত্রা-হোলি উৎসব, বিকাশপিডিয়া

বহিঃসংযোগ

[সম্পাদনা]