বসন্ত উৎসব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ২০১৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বসন্ত উৎসব উদযাপনের একটি দৃশ্য।

বসন্ত উৎসব হল বাঙালিদের দ্বারা উদযাপিত একটি উৎসব। উৎসবটি প্রতিবছর ফাল্গুনী পূর্ণিমায় উদযাপিত হয়। পশ্চিমবঙ্গ ও বাঙালি অধ্যুষিত অন্যান্য ভারতীয় রাজ্যে উৎসবের প্রভাব পরিলক্ষিত হয়; শান্তিনিকেতনে উৎসবের সবচেয়ে বৃহৎ আয়োজন দেখা যায়।[১]

এই উৎসবটি বিংশ শতাব্দীর তৃতীয় দশে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে শুরু হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবকে শ্রীময় ও সুসংস্কৃত করে তুলেছিলেন। এই উৎসবে হোলি ও বাংলার নিজস্ব দোল উৎসবের মার্জিত রূপ দেখা যায়।

ইতিহাস[সম্পাদনা]

পারম্ভিক[সম্পাদনা]

রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র শমীন্দ্রনাথ ঠাকুর ১৯০৭ সালে ঋতু-উৎসবের সূচনা করেছিলেন, তবে দোলের দিন অনুষ্ঠিত হয়নি। তারপর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তিথিতে শান্তিনিকেতনের আশ্রমে বসন্ত উদ্‌যাপন হয়েছে। বসন্তের গান গাইতে গাইতে আশ্রম পরিক্রমার রেওয়াজ ছিল।[১]

উদ্ভব[সম্পাদনা]

শান্তিনিকেতনে ১৯২৩ খ্রিস্টাব্দে বসন্ত উৎসবের সূচনা হয়েছিল; ফাল্গুনী পূর্ণিমায় আশ্রম-সম্মিলনীর অধিবেশনে বসন্তোৎসবের আয়োজন হয়েছিল। উৎসবটি ১৯২৩ খ্রিস্টাব্দ থেকে নিয়মিত ভাবে আয়োজিত হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বসন্তোৎসবের অর্থ"www.anandabazar.com। ABP। Anandabazar Patrika। ৫ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২৪