প্রিয় ব্রত পাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
প্রিয় ব্রত পাল
উপাচার্য
ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৪ এপ্রিল ২০২২
পূর্বসূরীসুলতান উদ্দিন ভূঞা
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1955-06-02) ২ জুন ১৯৫৫ (বয়স ৬৮)
মহেশখালী, কক্সবাজার, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়
পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

প্রিয় ব্রত পাল (জন্ম: ২ জুন ১৯৫৫) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং কিশোরগঞ্জে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য।[১]

জন্ম[সম্পাদনা]

তিনি ১৯৫৫ সালের ২ জুন কক্সবাজারের মহেশখালী উপজেলায় জন্মগ্রহণ করেন।[২]

শিক্ষা[সম্পাদনা]

প্রিয় ব্রত পাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

প্রিয় ব্রত পাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা ব্যবস্থাপনা বিভাগে দীর্ঘকাল অর্থনীতির অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর কিছুদিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে অধ্যাপনা করার পর ২০১০ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং এরই ধারাবাহিকতায় তিনি অধ্যাপক পদ থেকে অবসর লাভ করেন।

অধ্যাপনার পাশাপশি তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।[২][৩]

প্রিয় ব্রত পাল ২০২২ সালের ২৩ মার্চ কিশোরগঞ্জে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন এবং ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন।[১][৪]

প্রকাশনা[সম্পাদনা]

বিভিন্ন জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।[২]

সদস্যপদ[সম্পাদনা]

প্রিয় ব্রত পাল বাংলাদেশ অর্থনীতি সমিতি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "প্রজ্ঞাপন" (পিডিএফ)শিক্ষা মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২ 
  2. "অধ্যাপক ড. প্রিয় ব্রত পালের জীবনবৃত্তান্ত" (পিডিএফ)বিইউপি (ইংরেজি ভাষায়)। ২৮ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২ 
  3. "জবি শিক্ষক সমিতির নতুন সভাপতি প্রিয়ব্রত পাল সম্পাদক আবদুল বাকী"দৈনিক জনকণ্ঠ। ১৩ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২ 
  4. "কিশোরগঞ্জে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ"নিউজ ভিশন ২৪। ৪ এপ্রিল ২০২২। ১০ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২