প্রবেশদ্বার:শ্রীলঙ্কা/নগর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঘড়ির কাটার দিকে (শীর্ষ বামে): গালে মন্দির, গালে দূর্গ, দূর্গের অভ্যন্তরভাগ, সেন্ট অ্যালয়সিয়াস কলেজ গালে আন্তর্জাতিক স্টেডিয়াম, ওলন্দাজদের পুণঃনির্মিত গালে চার্চ, গালে মিউনিসিপ্যাল কাউন্সিল

গালে (সিংহলি: ගාල්ල; তামিল: காலி) (পূর্বতন: Point de Galle) হচ্ছে শ্রীলঙ্কার অন্যতম প্রধান শহর। কলম্বো থেকে ১১৯ কিলোমিটার (৭৪ মা) দক্ষিণ-পূর্বাংশে এ শহরের অবস্থান। শহরটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় প্রদেশের প্রশাসনিক রাজধানী হওয়ার পাশাপাশি গালে জেলারও রাজধানী। ষোড়শ শতকে পর্তুগীজরা এখানে আসে। তখন এটি গিমাথিথ্‌থা নামে পরিচিত ছিল। এরপূর্বে চতুর্দশ শতকে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা এ শহরটিকে ‘কালি’ নামে উল্লেখ করেছিলেন। ঐ সময় দ্বীপরাষ্ট্রটির প্রধান বন্দর হিসেবে এটি পরিচিতি পায়। ডাচ ঔপনিবেশিক আমলে ১৮ শতকে গালে তার বিকাশের উচ্চতায় পৌঁছেছিল। পর্তুগিজ স্থাপত্য শৈলী এবং দেশীয় ঐতিহ্যের মধ্যে মিথস্ক্রিয়া প্রদর্শন করে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় পর্তুগিজদের দ্বারা নির্মিত একটি সুরক্ষিত শহরের সেরা উদাহরণ হল গ্যাল। ১৬৪৯ সাল থেকে ১৭ শতকে ডাচদের দ্বারা শহরটি ব্যাপকভাবে সুরক্ষিত ছিল। গালে দুর্গ ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের আওতাভূক্ত এবং ইউরোপীয় দখলদারদের দ্বারা নির্মিত এশিয়ার বৃহত্তম অবশিষ্ট দুর্গ। (সম্পূর্ণ নিবন্ধ...)

নির্বাচিত নগর ও বন্দরের তালিকা