প্রবেশদ্বার:বাংলা চলচ্চিত্র/নির্বাচিত নিবন্ধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নির্বাচিত নিবন্ধ

দেবদাস হল বিমল রায় পরিচালিত ১৯৫৫ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস অবলম্বনে নির্মিত। চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেন দিলীপ কুমার। এতে প্রথমবারের মত নাটকীয় চরিত্রে অভিনয় করেন বৈজয়ন্তীমালা, যেখানে তিনি বাঈজি চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন এবং এই চলচ্চিত্রের পার্বতী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে সুচিত্রা সেনের। এছাড়া পার্শ্ব চরিত্রে অভিনয় করেন মতিলাল, নাজির হুসাইন, মুরাদ, প্রতিমা দেবী, ইফতেখান ও শিবরাজ।

চলচ্চিত্রটি ৩য় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৩য় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মেধার সনদ লাভ করে এবং তিনটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে। ২০০৫ সালে ইন্ডিয়াটাইমস মুভিজ সেরা ২৫ অবশ্যই দর্শনীয় বলিউড চলচ্চিত্র তালিকায় এই চলচ্চিত্রটিকে স্থান দেয়। আইওয়া বিশ্ববিদ্যালয়ের কোরি কে. ক্রিকমুরের সেরা ১০ বলিউড চলচ্চিত্রের তালিকায় এই চলচ্চিত্রটির অবস্থান ছিল ২য়। (সম্পূর্ণ নিবন্ধ...)