পাপ্পু হোসাইন
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | মোহাম্মদ পাপ্পু হোসাইন | ||
| জন্ম | ৭ এপ্রিল ১৯৯৯ | ||
| জন্ম স্থান | ঢাকা, বাংলাদেশ | ||
| উচ্চতা | ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | চট্টগ্রাম আবাহনী | ||
| জার্সি নম্বর | ১ | ||
| যুব পর্যায় | |||
| আরামবাগ | |||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| –২০১৭ | আরামবাগ | (০) | |
| ২০১৭–২০২২ | সাইফ | ৪১ | (০) |
| ২০১৯ | → ঢাকা মোহামেডান (ধার) | ১১ | (০) |
| ২০১৭–২০২২ | চট্টগ্রাম আবাহনী | ০ | (০) |
| জাতীয় দল‡ | |||
| বাংলাদেশ | ০ | (০) | |
|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৭:৩০, ২০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:১৭, ৩১ মার্চ ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
মোহাম্মদ পাপ্পু হোসাইন (জন্ম: ৭ এপ্রিল ১৯৯৯; পাপ্পু হোসাইন নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব চট্টগ্রাম আবাহনী এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।[১]
বাংলাদেশী ফুটবল ক্লাব আরামবাগের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে পাপ্পু ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। অতঃপর আরামবাগের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। ২০১৭–১৮ মৌসুমে তিনি সাইফে যোগদান করেছেন, সাইফের হয়ে তিনি নাসিরুদ্দিন চৌধুরীর অধীনে ২০২০–২১ বাংলাদেশ ফেডারেশন কাপের রানার-আপ হয়েছেন। মাঝে তিনি এক মৌসুমের জন্য ধারে ঢাকা মোহামেডানের হয়ে খেলেছেন, যেখানে তিনি ১১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। ২০২২–২৩ মৌসুমে, তিনি সাইফ হতে বাংলাদেশী ক্লাব চট্টগ্রাম আবাহনীতে যোগদান করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মোহাম্মদ পাপ্পু হোসাইন ১৯৯৯ সালের ৭ই এপ্রিল তারিখে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তার চাচাতো ভাই সোহেল রানাও একজন ফুটবল খেলোয়াড়।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]পাপ্পু বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে ডাক পেলেও একটি ম্যাচেও অংশগ্রহণ করেননি।[২][৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "স্বপ্ন দেখছে সাইফ স্পোর্টিং"। দৈনিক প্রথম আলো। ঢাকা। ৩০ এপ্রিল ২০১৮।
- ↑ "এসএ গেমসের স্কোয়াডে জাতীয় দলের ১৬ জন"। দেশ রূপান্তর। ১৯ নভেম্বর ২০১৯। ২১ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২০।
- ↑ "জামাল, ইয়াসিন, জীবনকে নিয়েই এসএ গেমসের দল"। Jagonews24.com। ১৯ নভেম্বর ২০১৯।
- ↑ "এসএ গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা"। দৈনিক আমাদের কাগজ। ২০ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে পাপ্পু হোসাইন (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে পাপ্পু হোসাইন (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে পাপ্পু হোসাইন (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে পাপ্পু হোসাইন (ইংরেজি)
- ১৯৯৯-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ফুটবল গোলরক্ষক
- সাইফ স্পোর্টিং ক্লাবের ফুটবলার
- আবাহনী লিমিটেডের (চট্টগ্রাম) ফুটবলার
- ২০২২ এশিয়ান গেমসের ফুটবলার
- বাংলাদেশ ফুটবল লিগের খেলোয়াড়
- আবাহনী লিমিটেডের (ঢাকা) ফুটবলার
- ২১শ শতাব্দীর বাংলাদেশী পুরুষ ক্রীড়াবিদ
- বাংলাদেশী পুরুষ ফুটবলার
- মোহামেডান স্পোর্টিং ক্লাবের (ঢাকা) ফুটবলার
- আরামবাগ ক্রীড়া সংঘের ফুটবলার
- ব্রাদার্স ইউনিয়নের ফুটবলার
- পুরুষ ফুটবল গোলরক্ষক
- ঢাকার ফুটবলার
- বাংলাদেশের আন্তর্জাতিক যুব ফুটবলার
- এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিযোগী
- এশিয়ান গেমসে বাংলাদেশের ফুটবলার