বিষয়বস্তুতে চলুন

পাকান্ত্রবিজ্ঞান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাকান্ত্রবিজ্ঞান
পরিপাকতন্ত্রের চিত্র
তন্ত্রপরিপাকতন্ত্র
তাৎপর্যপূর্ণ রোগপাকান্ত্র ক্যানসার , পাকান্ত্র রক্তক্ষরণ, যকৃৎ ক্ষয়রোগ (সিরোসিস), পিত্তথলীর পাথর, পাকান্ত্রপ্রদাহ, প্রদাহযুক্ত বৃহদন্ত্র রোগ
তাৎপর্যপূর্ণ পরীক্ষাবৃহদন্ত্রবীক্ষণ (কোলনোস্কোপি), মল পরীক্ষা, বেরিয়াম গলধকরণ, অন্তর্বীক্ষণ (এন্ডোস্কোপি)
বিশেষজ্ঞপাকান্ত্রবিজ্ঞানী, পাকান্ত্র বিশেষজ্ঞ
শব্দকোষচিকিৎসাবিজ্ঞানের শব্দকোষ
পাকান্ত্রবিজ্ঞানী
পেশা
নাম
  • Physician
পেশার ধরন
বিশেষায়িত ক্ষেত্র
প্রায়োগিক ক্ষেত্র
চিকিৎসাবিজ্ঞান
বিবরণ
শিক্ষাগত যোগ্যতা
কর্মক্ষেত্র
হাসপাতাল, ক্লিনিক

পাকান্ত্রবিজ্ঞান (কদচিৎ পাকান্ত্রবিদ্যা) চিকিৎসাবিজ্ঞানের একটি বিশেষায়িত শাখা যেখানে পরিপাকতন্ত্র অর্থাৎ মানুষের মুখগহ্বর থেকে মলাধার অবধি বিস্তৃত পরিপাকনালীর রোগ, সমস্যা ও অস্বাভাবিকতা অধ্যয়ন ও গবেষণা করা হয়।[] যে চিকিৎসক এ সম্পর্কিত সমস্যা নিয়ে কাজ করেন তাকে পাকান্ত্রবিজ্ঞানী (অথবা পাকান্ত্রবিদ বা অন্ত্রবিদ) বলে। ইংরেজি পরিভাষায় পাকান্ত্রবিজ্ঞানকে গ্যাস্ট্রো-এন্টেরোলজি (Gastroenterology) বলা হয় ও এই শাস্ত্রের বিশেষজ্ঞদের গ্যাস্ট্রো-এন্টেরোলজিস্ট (gastroenterologists) বলা হয়।

মানুষের পরিপাকতন্ত্রে পরিপাকনালী (ইংরেজি gastrointestinal tract বা সংক্ষেপে GI tract) থাকে, যার মধ্যে অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্রবৃহদান্ত্র অন্তর্ভুক্ত। এছাড়াও পরিপাক বা হজমে সহায়ক অন্যান্য অঙ্গ যেমন অগ্ন্যাশয়, পিত্তথলিযকৃত-ও এই তন্ত্রের অন্তর্ভুক্ত।[][] পরিপাকতন্ত্রের কাজ হল ভক্ষণকৃত খাদ্যকে পরিপাকনালীর মধ্য দিয়ে ক্রমসংকোচন প্রক্রিয়ার মাধ্যমে প্রবাহিত করা, সেই খাদ্যকে হজম প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে ফেলা, সেই ভাঙন প্রক্রিয়ায় প্রাপ্ত পুষ্টি উপাদানগুলিকে শোষণ করা, যাতে সেগুলি দেহের সর্বত্র কাজে লাগে এবং সবশেষে মলত্যাগের মাধ্যমে ঐ প্রক্রিয়াশেষে অবশিষ্ট বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশন করা।[]

পাকান্ত্রবিজ্ঞানী তথা পাকান্ত্রবিজ্ঞানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রায়শই যে রোগগুলির বিহিত করে থাকেন, সেগুলির মধ্যে আছে পাক-অন্ননালীয় বিপরীত প্রবাহ রোগ, পাকান্ত্রীয় রক্তক্ষরণ, উত্তেজনাপ্রবণ অন্ত্র সংলক্ষণ, প্রদাহপ্রবণ অন্ত্র রোগ যার মধ্যে ক্রোনের রোগদুষ্টক্ষতজনক বৃহদন্ত্রপ্রদাহ, পাকস্থলীর দুষ্টক্ষত রোগ, পিত্তথলী ও পিত্তনালীর রোগ, যকৃৎপ্রদাহ, অগ্ন্যাশয় প্রদাহ, বৃহদন্ত্র প্রদাহ, বৃহদন্ত্রের পলিপ ও কর্কটরোগ (ক্যান্সার), পুষ্টিগত সমস্যা, ইত্যাদি।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "What is a Gastroenterologist?"American College of Gastroenterology (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৬ 
  2. "Gastrointestinal Tract MeSH Descriptor Data"meshb.nlm.nih.gov। সংগ্রহের তারিখ ২০২২-১২-১২ 
  3. "Digestive System MeSH Descriptor Data"meshb.nlm.nih.gov। সংগ্রহের তারিখ ২০২২-১২-১২ 
  4. "Chapter 1: All Digestive Diseases | NIDDK"National Institute of Diabetes and Digestive and Kidney Diseases (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]