নূরুল হক (দ্ব্যর্থতা নিরসন)
অবয়ব
নূরুল হক নামটি নিম্নের ব্যক্তিবর্গকে নির্দেশ করতে পারেঃ
- নুরুল হক (ক্যাপ্টেন) -বাংলাদেশ নৌবাহিনীর প্রথম অস্থায়ী প্রধান ছিলেন।
- নূরুল হক (বীর উত্তম) -বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা
- নূরুল হক (বীর বিক্রম) -বীর বিক্রম খেতাব প্রাপ্ত নৌ কমান্ডার
- নূরুল হক (বীর প্রতীক) -বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা
- নুরুল হক (রাজনীতিবিদ) –বাংলাদেশের রাজনীতিবিদ যিনি ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন।
- নুরুল হক (নোয়াখালীর রাজনীতিবিদ) –বাংলাদেশের রাজনীতিবিদ যিনি নোয়াখালী-৭ আসনের সংসদ সদস্য ছিলেন।
- নুরুল হক (সচিব) –বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
আরও দেখুন
[সম্পাদনা]- নুরুল হক নুর –বাংলাদেশের একজন ছাত্রনেতা ও ডাকসুর ভিপি।
- নুরুল হক চৌধুরী –বাংলাদেশী আইনজীবী, রাজীতিবিদ, পাকিস্তানের এমএনএ ও মন্ত্রী ছিলেন।
- নুরুল হক মানিক –বাংলাদেশী ফুটবলার ছিলেন।
- মোহাম্মদ নূরুল হক বীর প্রতীক -বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- মোহাম্মদ নূরুল হক (বীর প্রতীক) -বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- নূরুল হক ভূঁইয়া -বাংলাদেশের রাজনীতিবিদ ও অধ্যাপক।