বিষয়বস্তুতে চলুন

নুরুল হক মানিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নুরুল হক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মদ নুরুল হক মানিক
জন্ম স্থান চাঁদপুর, বাংলাদেশ
মৃত্যু ১৪ জুন ২০২০(২০২০-০৬-১৪)
মৃত্যুর স্থান ঢাকা, বাংলাদেশ
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৮৫–১৯৮৭ আরামবাগ
১৯৮৮ ফকিরেরপুল
১৯৮৯–১৯৯৩ ব্রাদার্স ইউনিয়ন
১৯৯৪–১৯৯৮ ঢাকা মোহামেডান
জাতীয় দল
১৯৮৭–১৯৯৭ বাংলাদেশ
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

মোহাম্মদ নুরুল হক মানিক (মৃত্যু: ১৪ জুন ২০২০; নুরুল হক নামে সুপরিচিত) একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন। তার ১৩ বছরের খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ঢাকা মোহামেডানের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

১৯৮৫–৮৬ মৌসুমে, বাংলাদেশী ক্লাব আরামবাগের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন, যেখানে তিনি ২ মৌসুম অতিবাহিত করেছিলেন। অতঃপর ১৯৮৮ সালে তিনি ফকিরেরপুলে যোগদান করেছিলেন। ফকিরেরপুলে মাত্র ১ মৌসুম অতিবাহিত করার পর ব্রাদার্স ইউনিয়নের সাথে চুক্তি স্বাক্ষর করেছিলেন। সর্বশেষ ১৯৯৪–৯৫ মৌসুমে, তিনি ব্রাদার্স ইউনিয়ন হতে ঢাকা মোহামেডানে যোগদান করেছিলেন; ঢাকা মোহামেডানের হয়ে ৪ মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেছিলেন। ১৯৮৭ সালে, মানিক বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মোহাম্মদ নুরুল হক মানিক বাংলাদেশের চাঁদপুরের মতলব উত্তরে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। তার বাবার নাম একেএম মোজাম্মেল হক, যিনি গণপূর্ত অধিদফতরের হিসাবরক্ষক ছিলেন। তার বাবার চাকরিসূত্রে মানিক তার পরিবারের সাথে ঢাকায় স্থানান্তরিত হয়েছিলেন। তার পিতার মাধ্যমেই তিনি ফুটবল খেলার সাথে সম্পৃক্ত হয়েছিলেন।[]

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

১৯৮৭ সালে, মানিক আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছিলেন। ১৯৯৭ সালের ৩১শে মার্চ তারিখে মানিক বাংলাদেশের তার সর্বশেষ ম্যাচটি খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছিলেন। সৌদি আরবের জেদ্দার প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে অনুষ্ঠিত মালয়েশিয়ার বিরুদ্ধে উক্ত ম্যাচে বাংলাদেশ ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল, ম্যাচটিতে তিনি পূর্ণ ৯০ মিনিট খেলেছিলেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

২০২০ সালের ১৪ই জুন তারিখে, বাংলাদেশের ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "চলে গেলেন মাঝমাঠের সেই নুরুল হক মানিকও"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৪ 
  2. "করোনাতেই মারা গেছেন সাবেক ফুটবলার নুরুল হক মানিক"জাগো নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৪ 
  3. "চলে গেলেন সাবেক ফুটবলার নুরুল হক মানিক"দ্য ডেইলি স্টার। ২০২০-০৬-১৪। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]