নাগিন (টেলিভিশন ধারাবাহিক)
নাগিন | |
---|---|
नागिन | |
ধরন | |
নির্মাতা | একতা কাপুর |
লেখক | নেহা সিং (মৌসুম ১, ২) মুক্তা ধোন্ড (মৌসুম ১, ২, ৩, ৪, ৫) মৃণাল ঝা (মৌসুম ৩, ৪, ৫, ৬) হিনা কোহলি খান (মৌসুম ৬) লক্ষ্মী জয়কুমার |
পরিচালক | সান্তরাম বর্মা (মৌসুম ১, ২, ৬) রঞ্জন কুমার সিং (সিজন ৩, ৪, ৫, ৬) |
সৃজনশীল পরিচালক | তনুশ্রী দাশগুপ্ত ক্লো ফার্নস কাদার কাজী |
অভিনয়ে | মৌসুম ১
মৌসুম ২ মৌসুম ৩
মৌসুম ৪ মৌসুম ৫
মৌসুম ৬
|
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
মৌসুমের সংখ্যা | ৬ |
পর্বের সংখ্যা | ৪৬৫ + ২ স্পেশাল |
নির্মাণ | |
প্রযোজক | |
নির্মাণের স্থান | ফিল্ম সিটি[দ্ব্যর্থতা নিরসন প্রয়োজন] |
চিত্রগ্রাহক | সন্তোষ সূর্যবংশী সরফরাজ অজয় রবি নাইড়ু সদানন্দ পিল্লাই |
অ্যানিম্যাটর | বোধিসত্ত্ব দত্ত ইঙ্ক ব্লিং ডিজাইনস প্রাইভেট লিমিটেড |
ক্যামেরা সেটআপ | মাল্টি ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ৪০ মিনিট |
নির্মাণ কোম্পানি | বালাজী টেলিফিল্মস |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | কালার্স টিভি |
ছবির ফরম্যাট | |
মূল মুক্তির তারিখ | ১ নভেম্বর ২০১৫ বর্তমান | –
ক্রমধারা | |
সম্পর্কিত অনুষ্ঠান | কুছ তো হ্যা: নাগিন এক নয়ে রং মে |
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
নাগিন হলো ভারতীয় হিন্দি ভাষার একটি অতিপ্রাকৃত কল্পকাহিনী টেলিভিশন ধারাবাহিক, যা নাগিন বা আকৃতি পরিবর্তনকারী সাপ সম্পর্কে নির্মিত। ধারাবাহিকটি বালাজী টেলিফিল্মসের অধীনে একতা কাপুর প্রযোজনা করেছেন।[১]
প্রথম মৌসুম ১ নভেম্বর ২০১৫ থেকে ৫ জুন ২০১৬ পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল।[২] এতে অভিনয় করেছেন মৌনী রায়, অর্জুন বিজলানি ও আদা খান।[৩][৪]
দ্বিতীয় মৌসুম ৮ অক্টোবর ২০১৬ থেকে ২৫ জুন ২০১৭ পর্যন্ত সম্প্রচারিত হয়। এতে অভিনয় করেছেন মৌনী রায়, করণবীর বোহরা ও আদা খান।[৫]
তৃতীয় মৌসুম ২ জুন ২০১৮ থেকে ২৬ মে ২০১৯ পর্যন্ত সম্প্রচারিত হয়।[৬] এতে অভিনয় করেছেন সুরভি জ্যোতি, পার্ল ভি পুরি ও অনিতা হাস্যনন্দনী।[৭]
চতুর্থ মৌসুম একটি নতুন শিরোনাম নাগিন: ভাগ্য কা জেহরিলা খেল দিয়ে শুরু হয়। এটি ১৪ ডিসেম্বর ২০১৯ থেকে সম্প্রচারিত হতে থাকে। কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে ২২ মার্চ ২০২০ থেকে এটির সম্প্রচার বন্ধ করা হয়েছিল এবং ১৮ জুলাই ২০২০-এ পুনরায় চালু হয়েছিল। এটির সম্প্রচার ৯ আগস্ট ২০২০-এ শেষ হয়েছিল। এতে অভিনয় করেছেন নিয়া শর্মা ও বিজয়েন্দ্র কুমেরিয়া।[৮][৯]
পঞ্চম মৌসুম ৯ আগস্ট ২০২০ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত সম্প্রচারিত হয়।[১০] এতে অভিনয় করেছেন সুরভী চন্দনা, শরদ মালহোত্রা ও মোহিত সেহগাল।[১১][১২]
ষষ্ঠ মৌসুমের সম্প্রচার শুরু হয় ১২ ফেব্রুয়ারি ২০২২-এ। এতে অভিনয় করেছেন তেজস্বী প্রকাশ, সিম্বা নাগপাল ও মেহেক চাহাল।
ধারাবাহিকের সার বর্ণনা
[সম্পাদনা]মৌসুম | পর্ব | মূল সম্প্রচার | |||
---|---|---|---|---|---|
প্রথম সম্প্রচার | শেষ সম্প্রচার | ||||
১ | ৬২ | ১ নভেম্বর ২০১৫ | ৫ জুন ২০১৬ | ||
২ | ৭৫ | ৮ অক্টোবর ২০১৬ | ২৫ জুন ২০১৭ | ||
৩ | ১০৪ | ২ জুন ২০১৮ | ২৬ মে ২০১৯ | ||
৪ | ৩৮ | ১৪ ডিসেম্বর ২০১৯ | ৯ আগস্ট ২০২০ | ||
৫ | ৫২ | ৯ আগস্ট ২০২০ | ৬ ফেব্রুয়ারি ২০২১ | ||
৬ | ১২১ | ১২ ফেব্রুয়ারি ২০২২ | ঘোষিত হবে |
মূল সঙ্গীত
[সম্পাদনা]নাগিন: ট্র্যাক তালিকায়ন | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | সঙ্গীতশিল্পী | দৈর্ঘ্য |
১. | "কৌন হেয় ওহ (সূচনা সঙ্গীত)" (দ্বৈত) | কৈলাশ খের, মৌনিমা | ৩:০০ |
২. | "তেরে সাং পেয়ার মে (মৌসুম ১, ২, ৩, ৪, ৫, ৬)" (নারী) | পামেলা জৈন | ২:১৮ |
৩. | "তেরা পেয়ার জীবন কা (মৌসুম ৩, ৪, ৫)" (নারী) | পামেলা জৈন | ৩:৩৪ |
৪. | "ও রে প্রিয়া (মৌসুম ১)" (পুরুষ) | রাহাত ফাতেহ আলী খান | ৪:০৭ |
৫. | "বোল দো না জারা (মৌসুম ৩, ৪, ৫, ৬)" (পুরুষ) | আরমান মালিক | ৩:০৯ |
৬. | "কেয়সে হুয়া (মৌসুম ৪, ৫)" (পুরুষ) | বিশাল মিশ্র | ২:৪৮ |
৭. | "বারিশ (মৌসুম ৪)" (দ্বৈত) | অ্যাশ কিং, শাশা তিরুপতি | ২:৪৯ |
৮. | "বুলেয়া (মৌসুম ৪)" (পুরুষ) | অমিত মিশ্র, প্রীতম | ৫.৪৮ |
৯. | "দিল ইবাদত (মৌসুম ৫)" (পুরুষ) | কেকে | ৫.২৯ |
১০. | "তোসে নয়না (মৌসুম ৬)" (পুরুষ) | অরিজিৎ সিং | ৪.২৪ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Bansal, Shuchi (২১ জানুয়ারি ২০১৬)। "Why India watches 'Naagin'"। www.livemint.com। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৭।
- ↑ "Colors' 'Naagin' gets an extension – Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৮।
- ↑ "Arjun Bijlani opposite Mouni Roy in Naagin?"। The Times of India। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "Naagin second season to premiere in October"। The Indian Express। ৬ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৮ জুন ২০১৬।
- ↑ "NAAGIN 2: Shesha aka Adaa Khan is BACK with this trailer"। ABP News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৬।
- ↑ "Naagin 3: What Anita Hassanandani, Karishma Tanna, Surbhi Jyoti have said about the Ekta Kapoor show"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২১।
- ↑ "Naagin 3: Pearl V Puri to romance Anita Hassanandani and Surbhi Jyoti"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ১০ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২১।
- ↑ "Nia Sharma to Star in Naagin 4, But Won't be a Shapeshifting Snake Woman Herself"। Mumbai Mirror (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯।
- ↑ "Naagin 4: Udaan Actor CONFIRMED To Play Male LEAD Opposite Nia Sharma"। ABP News (ইংরেজি ভাষায়)। ২১ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৯।
- ↑ "Naagin 5: Ekta Kapoor reveals Surbhi Chandna's naagin look. See pics"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২১ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২১।
- ↑ "Naagin 5 actress Surbhi Chandna: Never played such a character, trying to mould into it"। India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Naagin 5 actor Mohit Sehgal: Exciting to play a naag and real person"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে নাগিন (ইংরেজি)