বিষয়বস্তুতে চলুন

ধীরেন ব্যানার্জী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডঃ ধীরেন্দ্রনাথ ব্যানার্জী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং চিকিৎসক। তিনি বিপ্লবী সমাজতান্ত্রিক দল (আরএসপি) এর প্রতিষ্ঠাতা সদস্য এবং একজন নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

ব্যানার্জি ১৯২১ সালের অসহযোগ আন্দোলনের সময় রাজনৈতিক সংগ্রামে জড়িয়ে পড়েন। [] তিনি রাজশাহী কলেজে অধ্যয়ন করেন, যেখানে তিনি অনুশীলন সমিতির সদস্যদের সাথে বন্ধুত্ব করেন। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে অনুশীলন সমিতি প্রতিরোধ আন্দোলনের সক্রিয় সদস্য।

ব্যানার্জি ১৯৪০ সালে আরএসপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি বালুরঘাটে চলে আসেন এবং প্রদেশের উত্তরাঞ্চলে আরএসপি সংগঠিত করার কাজ করেন। তিনি পশ্চিম দিনাজপুর জেলায় (পশ্চিমবঙ্গবিহারের একীকরণের বিরুদ্ধে) ১৯৫৬ সালের একীকরণ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। [] তিনি ১৯৫৭ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্রে অসংরক্ষিত আসনে জয়লাভ করেন। [] তিনি পশ্চিম দিনাজপুর জেলায় ১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। []

ব্যানার্জি ৮ জানুয়ারী ১৯৭৮ সালে বালুরঘাটে ৭৪ বছর বয়সে মারা যান। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. The Call। S. Bhattacharya.। ১৯৭৮। পৃষ্ঠা 20। 
  2. Frontier Weekly. Leftism in Undivided Dinajpur [1947-1977] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৫-০৩-১৮ তারিখে
  3. "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)Election Commission of India। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৬