দুমকা রেলওয়ে স্টেশন
দুমকা স্টেশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
অবস্থান | রাশিকপুর রোড., দুমকা, দুমকা জেলা, ঝাড়খণ্ড ভারত |
স্থানাঙ্ক | ২৪°১৭′২২″ উত্তর ৮৭°১৫′১৮″ পূর্ব / ২৪.২৮৯৪৪° উত্তর ৮৭.২৫৫০০° পূর্ব |
উচ্চতা | ১৩৬ মিটার (৪৪৬ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | পূর্ব রেল |
লাইন | জাসিডিহ-দুমকা-রামপুরহাট রেলপথ |
প্ল্যাটফর্ম | ৩ |
রেলপথ | ৫ |
সংযোগসমূহ | দেওঘর, রামপুরহাট |
নির্মাণ | |
গঠনের ধরন | আদর্শ |
পার্কিং | হ্যাঁ (paid) |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | ডিইউএমকে ( DUMK) |
অঞ্চল | পূর্ব রেল |
বিভাগ | আসানসোল রেল বিভাগ |
ইতিহাস | |
চালু | ২০১১[১] |
বৈদ্যুতীকরণ | না |
অবস্থান | |
টেমপ্লেট:জাসিডিহ-দুমকা-রামপুরহাট
দুমকা রেল স্টেশন হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুমকা শহরে অবস্থিত একটি রেল স্টেশন।এই স্টেশনটি জাসিডিহ-রামপুরহাট রেলপথের অন্তর্গত। রেল স্টেশনটি পূর্ব রেল-এর আসানসোল রেল বিভাগ-এর অধীনস্থ।স্টেশনটি সমুদ্র সমতল থেকে ১৩৬ উচ্চায় অবস্থান করছে।
এই স্টেশনের রেলপথটি ১,৬৭৬ এমএম (৫ ফুট ৬ ইঞ্চি) চওড়া ব্রডগেজ রেলপথ।এই রেলপথটি স্টেশনকে রেলপথের দুই প্রান্তীক বা টার্মিনাল, ঝাড়খণ্ডের জাহিডিহ ও পশ্চিমবঙ্গ-এর বীরভূম জেলার রামপুরহাট রেল স্টেশনকে যুক্ত করেছে।
ইতিহাস
[সম্পাদনা]দুমকা রেল স্টেশন ২০১১ সালে চালু হয়। সেই সময় ১২ জুলাই ২০১১ সালে জাসিডিহ-দুমকা রেলপথ চালু হয়।[১] ১৯৯৭-৯৮ সালে রেলপথটি নির্মাণের অনুমোদন দেওয়া হলেও ২০০২ সালের পরে ভূমি অধিগ্রহণ কাজ শুরু হয় এবং ২০০৭ সাল থেকে বড় ধরনের নির্মাণ কাজ শুরু হয়। ১২ ডিসেম্বর ২০১০ তারিখে প্রথম মালবাহী ট্রেন দুমিকাতে এসেছিল। ২৪ সেপ্টেম্বর ২০১২ তারিখে দুমকা ও রাঁচির মধ্যে প্রথম আন্তঃনগর এক্সপ্রেস চালু হয়। এটা বৃহস্পতিবার এবং রবিবার ছাড়া সপ্তাহে পাঁচ দিন চালানো হয় এই এক্সপ্রেস ট্রেনটিকে।
দুমকা থেকে রামপুরহাট পর্যন্ত রেল ট্র্যাক নির্মাণ ২০১৫ সালের প্রথম দিকে সম্পন্ন হয়েছিল এবং ৪ জুন ২০১৫ তে যাত্রা শুরু করে যখন একটি যাত্রী ট্রেন দুমিকা থেকে রামপুরহাট পর্যন্ত যাত্রা শুরু করে। [২] এই রেলপথের ফলে পশ্চিমবঙ্গ ও বিহারের মধ্যে বেশ কিছু নতুন সংযোগ এখন সম্ভব হবে। দুমকা মাধ্যমে রেললাইন লাইনটি জাসিদিহ ও রামপুরহাটের মধ্যবর্তী দূরত্ব হবে ১৪০ কিলোমিটার যা আসানসোলের মধ্য দিয়ে দূরত্ব ২৭০ কিলোমিটারের থেকে অনেক কম।
বর্তমান পরিকল্পনা
[সম্পাদনা]ছবি
[সম্পাদনা]-
স্টেশনের সমুখ ভাগ
-
স্টেশন বোর্ড
-
দুমকা স্টেশন
-
দুমকা স্টেশন সাইন বোর্ড
-
দুমকা স্টেশনের দৃশ্য
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Dumka-Jasidih trains"। The Telegraph (Calcutta)। ১২ জুন ২০১১। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১২।
- ↑ http://timesofindia.indiatimes.com/city/ranchi/Dumka-Rampurhat-train-service-flagged-off/articleshow/47551576.cms