বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
![]() | |
ধরন | সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট |
---|---|
স্থাপিত | ২০০৬ |
ইআইআইএন | ১৩৩০১৭ |
অধ্যক্ষ | প্রকৌ: মোঃ আবদুল কুদ্দুস সরদার |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২৩ জন |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ২৫ জন |
অবস্থান | , ২২°০৯′২৪″ উত্তর ৯০°০৫′৩২″ পূর্ব / ২২.১৫৬৬২৫° উত্তর ৯০.০৯২১০৭° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে ২ একর (০.৮১ হেক্টর) |
অধিভুক্তি | বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | www |
![]() |
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।[১]
অবস্থান
[সম্পাদনা]বরগুনা জেলা শহর থেকে ০৩ কিঃ মিঃ পশ্চিমে সদর উপজেলার ৮নং সদর ইউনিয়নের বরগুনা খুলনা মহাসড়কের পাশে খাকদোন নদীর তীরে ঢলুয়া নামক স্থানে এটি অবস্থিত।
ভবন
[সম্পাদনা]প্রতিষ্ঠানটিতে চারটি আলাদা আলাদা ভবন সংযুক্ত করে একটি কমপ্লেক্স তৈরি করা হয়েছে। প্রশাসনিক ভবন-১টি পাঁচ তালা বিশিষ্ট, যার মধ্যে রয়েছে নীচ তালয় সাধারণ শাখা, হিসাব শাখা, নিরাপত্তা শাখা, স্টোর রুম ও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রুম। ২য় তলা অধ্যক্ষের কক্ষ, উপাধ্যক্ষের কক্ষ, রেজিস্ট্রার শাখা ও পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ। ৩য় তলা ইলেকট্রনিক্স ও পরিবেশ প্রযুক্তি শিক্ষকগণের বসার কক্ষ ও নামাজের কক্ষ, ৪র্থ তলা, কম্পিউটার প্রযুক্তি, আরএসি প্রযুক্তি ও নন-টেক বিভাগের শিক্ষক বৃন্দের বসার কক্ষ, ৫ম তলা মিলনায়তন ও গ্রন্থাগার। একাডেমিক ভবন-০১টি পাঁচ তলা বিশিষ্ট, যার মধ্যে রয়েছে ছাত্র-ছাত্রীদের ক্লাশ রুম, ল্যাব সমূহ, ক্যান্টিন ও মেডিকেল সেন্টার। ওয়ার্কশপ ভবন ০২টি দুই তলা বিশিষ্ট। অধ্যক্ষের বাস ভবন ০১টি এক তলা বিশিষ্ট। স্টাফ কোর্যর্টার ০১টি এক তলা বিশিষ্ট। বিদ্যুৎ সাবস্টেশন ০১টি, পাম্প হাইজ-০১টি, প্রধান ফটক সংলগ্ন প্রশস্ত গার্ড রুম।
প্রযুক্তি
[সম্পাদনা]পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ০৫টি প্রযুক্তি রয়েছে।[২]
- কম্পিউটার
- ইলেকক্ট্রনিক্স
- রেফ্রিজারেশন ও এয়ার কান্ডিশনিং
- এনভায়মেন্টাল
- সিভিল
চিত্রশালা
[সম্পাদনা]-
একাডেমিক ভবন
-
পলিটেকনিক ইনস্টিটিউটের ভিতরের ভবন
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]